বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যান পরিষদ

  • Home
  • Bangladesh
  • Meradia
  • বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যান পরিষদ

বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যান পরিষদ 24 hours Service

আমরা গাড়ির শ্রমিক, দেশের পথে পথে ঘাম ঝরিয়ে মানুষ পৌঁছে দিই ঠিক সময়ে। রোদ-বৃষ্টি, দিন-রাত চিনিনা—তবু আমাদের সম্মান নেই, নিরাপত্তা নেই, ন্যায্য মজুরি নেই। আমরা চাই কষ্টের যথাযথ মূল্য ও ন্যায়সঙ্গত মর্যাদা।
#বৃহত্তর_বলাউরা_শ্রমিক_কল্যাণ_পরিষদ

*বিজ্ঞপ্তি*আগামীকাল *২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং, শনিবার, সকাল ১১:০০টায়*  *স্থান: স্থানীয় কোর্ট পয়েন্ট, সিলেট**সি.এন.জি. চালিত...
26/09/2025

*বিজ্ঞপ্তি*

আগামীকাল *২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং, শনিবার, সকাল ১১:০০টায়*
*স্থান: স্থানীয় কোর্ট পয়েন্ট, সিলেট*

*সি.এন.জি. চালিত অটোরিকশা, কার ও মাইক্রোবাস ভাংচুর* এবং *শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে*,
তদুপরি *ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে*
আয়োজিত হচ্ছে *একটি বিশাল শ্রমিক সমাবেশ*।

সমাবেশ সফল করতে *গাড়ি চালনা বন্ধ রেখে*
*সকল স্তরের পরিবহন শ্রমিক ভাইদের*
*অংশগ্রহণ নিশ্চিত করার জন্য*
*সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে।*

*আদেশক্রমে,*
*Md Jakaria Ahmed*
সভাপতি
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন
*রেজি. নং: চট্ট ৭০৭*

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে,*আম্বরখানা শাখার একজন অভিজ্ঞ ও সবার প্রিয় সিনিয়র ড্রাইভারজুগিরগাঁও নিবাসী কুতুবউদ্দিন ভ...
13/09/2025

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে,
*আম্বরখানা শাখার একজন অভিজ্ঞ ও সবার প্রিয় সিনিয়র ড্রাইভার
জুগিরগাঁও নিবাসী কুতুবউদ্দিন ভাই* আর আমাদের মাঝে নেই।
একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি ছিলেন দায়িত্বশীল, শান্ত স্বভাবের একজন মানুষ এবং শ্রমিক সমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

*আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।*
আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই কঠিন সময় ধৈর্য সহকারে পার করার তাওফিক দান করেন।

07/09/2025

সিলেট নগরের যত্রতত্র গড়ে উঠছে সিএনজি অটোরিকশার অ.বৈধ স্ট্যান্ড। অতি সম্প্রতি নগরের চৌহাট্টা পয়েন্টেও অ.বৈধ স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন অটোরিকশা চালকরা।
সড়ক দখল করে এসব অ.বৈধ স্ট্যান্ডের কারনে নগরে যানজট তীব্র আকর ধারণ করেছে।

05/09/2025
📣 দাওয়াতি কার্যক্রম সফলভাবে সম্পন্ন ✅  "বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যাণ পরিষদ" | আম্বরখানা শাখাসিলেট জেলা সি.এন.জি চালিত অট...
02/09/2025

📣 দাওয়াতি কার্যক্রম সফলভাবে সম্পন্ন ✅
"বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যাণ পরিষদ" | আম্বরখানা শাখা

সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: চট্র-৭০৭) এর অন্তর্ভুক্ত আম্বরখানা শাখার আওতাধীন *“বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যাণ পরিষদ”*-এর পক্ষ থেকে আসন্ন মিটিং উপলক্ষে দাওয়াতি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

শ্রমিক ভাইদের মধ্যে ঐক্য, পারস্পরিক সম্মান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা একে একে সকল সদস্যের দারস্থ হয়েছি, দাওয়াত দিয়েছি আন্তরিকতায়।

📸 আজকের এই দাওয়াতি কার্যক্রম শেষে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করা হলো, যা আমাদের ঐক্য, শ্রদ্ধা ও সংগঠনের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি।

**আসুন, আমরা সবাই অংশ নিই আগামী মিটিং-এ
সংগঠনকে করি আরও শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ।**

*শ্রমিক একতা — অটুট থাকুক চিরকাল।* ✊

সিলেট আম্বরখানা সি এন জি শাখার ভাইস চেয়ারম্যানমরহুম আব্দুল মজিদ  সাহেবের ফ্যামেলী কেসিলেট জেলা শাখার পক্ষ থেকে নগদ ২৫,০০...
29/08/2025

সিলেট আম্বরখানা সি এন জি শাখার ভাইস চেয়ারম্যান
মরহুম আব্দুল মজিদ সাহেবের ফ্যামেলী কে
সিলেট জেলা শাখার পক্ষ থেকে নগদ ২৫,০০০ হাজার টাকা দেওয়া হয়।

ধন্যবাদ সিলেট জেলা কমিটি'কেআম্বরখানা শাখার নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য
29/08/2025

ধন্যবাদ সিলেট জেলা কমিটি'কে
আম্বরখানা শাখার নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য

29/08/2025
*📢 বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যাণ পরিষদের গুরুত্বপূর্ণ মিটিং সম্পন্ন ✅*আলহামদুলিল্লাহ, আজ বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যাণ পরি...
29/08/2025

*📢 বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যাণ পরিষদের গুরুত্বপূর্ণ মিটিং সম্পন্ন ✅*

আলহামদুলিল্লাহ, আজ বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যাণ পরিষদের সকল সম্মানিত সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের বিভিন্ন সমস্যা ও তাদের সমাধান নিয়ে গঠনমূলক আলোচনা হয়। সকলের মতামত ও পরামর্শ আমাদের আগামী দিনের পথচলাকে আরও সুন্দর ও শক্তিশালী করবে ইনশাআল্লাহ।

বিশেষ করে শ্রমিকদের অধিকার, সামাজিক নিরাপত্তা, এবং জরুরি সহায়তা বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

*সবার অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।*
আসুন, আমরা সবাই মিলে একে অপরের পাশে থেকে এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাই।

*শ্রমিকদের সম্মান, আমাদের অঙ্গীকার!*

— বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যাণ পরিষদ

24/08/2025

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক।

19/09/2024

Address

Meradia
3100

Telephone

+8801767226357

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৃহত্তর বলাউরা শ্রমিক কল্যান পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share