
26/07/2025
যে হাত গরিবের পাশে ছিল, সে হাতেই আজ হাতকড়া!
হাত পেছনে বাঁধা,মাথা উঁচু, কিন্তু চোখে ক্লান্তি- এই মানুষটাই তো নিজ হাতে বানিয়েছেন অসংখ্য ব্রিজ,গরিবের ঘরে পৌঁছে দিয়েছেন খাবার,সিলেটে বন্যার সময় পানিতে নেমে বিপদগ্রস্ত মানুষদের পাশে উপহার নিয়ে হাজির হয়েছেন,বাচ্চাদের হাতে তুলে দিয়েছেন ফুটবল, আর বৃক্ষরোপণ করে বাঁচাতে চেয়েছেন ভবিষ্যৎ।
আজ সেই হাতেই হাতকড়া!
এই কেমন বিচার?
যার অপরাধ— মানুষকে ভালোবাসা,
তার শাস্তি— কারাগার?
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থেকেও
তিনি মাথা নিচু করেননি,
কারণ তিনি জানেন-লক্ষ মানুষের ভালোবাসা কোনো দিন মিথ্যা হতে পারে না।