Jagroto Bangla ফোরাম

Jagroto Bangla ফোরাম দুনিয়া একদিন ভালো মানুষের দখলে আসবে!
(1)

18/09/2025
17/09/2025

ভালো কাজ করে জেলে বন্ধি ব্যারিস্টার সুমন। আসলে এই দেশে ভালো মানুষের জন্ম গ্রহন করাই পাপ।

17/09/2025

মিথ্যা মামলায় আজকেও আদালতে তোলা হয় ব্যারিস্টার সুমন। উনার নিঃশর্ত মুক্তি চাই।

16/09/2025

ট্রানিং পয়েন্ট

14/09/2025

ভাই সব আপনারা কি পিয়ার বুঝেন?

13/09/2025

সিলেটের সেরা গোল কিপার সৈকত হেলাল

13/09/2025

হবিগঞ্জ সদর বনাম চুনারুঘাটের ট্রাইবেকার শট চুনারুঘাটের জয়।

13/09/2025

হবিগঞ্জ জেলা স্টেডিয়াম......

13/09/2025

বর্তমান অবস্থা ভিপি নূর

আমি সওকত হেলাল। মাঠে সবাই আমাকে “মুঠামুঠি” নামে চেনে।আমি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছেলে। আপনাদের সাথে একটি বিষয় শেয়ার ...
13/09/2025

আমি সওকত হেলাল। মাঠে সবাই আমাকে “মুঠামুঠি” নামে চেনে।
আমি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছেলে। আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই। সম্প্রতি হবিগঞ্জ জেলা দল ঘোষণা হয়েছে, কিন্তু আমি সেই স্কোয়াডে জায়গা পাইনি।

আপনারা সবাই জানেন, গত বছর সালেহ আহমেদ নক আউট ফুটবল টুর্নামেন্টে লাখাই জিরুন্ডা একাদশকে আমি চ্যাম্পিয়ন করেছি। বর্তমানে চলমান টুর্নামেন্টে আমি চুনারুঘাট উপজেলাকে ফাইনালে তুলেছি। এর পাশাপাশি ভিন্ন ভিন্ন বড় টুর্নামেন্টে আমি একাধিকবার টাইব্রেকারে দলকে রক্ষা করেছি।

শুধু তাই নয়, বাংলাদেশ বিপিএল ২০২৩-২৪ মৌসুমে আমি বার্দাসের হয়ে খেলেছি। সিলেটের বিভিন্ন বড় টুর্নামেন্টে নিজের দলকে একাধিকবার চ্যাম্পিয়ন করেছি। সর্বশেষ চুনারুঘাট উপজেলাকে গুরুত্বপূর্ণ টাইব্রেকারে সেইভ দিয়ে ফাইনালে তুলেছি।

আমি পরিষ্কার করে বলতে চাই—যে দুইজন গোলকিপারকে জেলা দলে নেওয়া হয়েছে, তাদের কাউকেই আমি ছোট করে দেখছি না। তবে বিষয়টা হলো, আমার বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে, যা অন্য কারো নেই। এত অর্জনের পরও নিজের জেলায় সুযোগ না পাওয়াটা সত্যিই কষ্টের।

প্রশ্ন হলো—আর কত পারফরম্যান্স করলে আমি আমার জেলার হয়ে খেলার সুযোগ পাব?
এটা শুধু আমার কথা নয়, বরং অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা নিজেদের প্রমাণ করেও বঞ্চিত হচ্ছেন।

আমার স্বপ্ন নিজের জেলা দলকে কিছু দেওয়া। সিলেটের মাঠে আমার নাম অনেকের মুখে মুখে ঘুরে বেড়ালেও, নিজের জেলায় সুযোগ না পাওয়াটা দুঃখের। আমি চাই, আমার মতো আর কোনো খেলোয়াড় যেন অন্যায়ভাবে বাদ না পড়ে। আমরা যারা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিচ্ছি, তাদের যেন সঠিক মূল্যায়ন করা হয়।
লিখেছেন সৈকত হেলাল

13/09/2025

এগুলো কি জন্য করছে তারা?

Address

Sylhet
3320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagroto Bangla ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jagroto Bangla ফোরাম:

Share