Juma R

Juma R যদি যেতে চাও এগিয়ে, তাহলে পেছনে কেন তুমি দাঁড়িয়ে 🥰🥀❤️



I am Digital Marketer
My Blood ( B+)

❤️❤️🥀
02/08/2025

❤️❤️🥀

🌟 পড়াশোনার পাশাপাশি নিজেকে গড়ে তুলুন ডিজিটাল স্কিলে! 🌟আজকের যুগে শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয় — নিজের একটা স্কিল থাকা...
28/07/2025

🌟 পড়াশোনার পাশাপাশি নিজেকে গড়ে তুলুন ডিজিটাল স্কিলে! 🌟

আজকের যুগে শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয় — নিজের একটা স্কিল থাকাটাই সবচেয়ে বড় শক্তি।

📱 একটা মোবাইল কিংবা 💻 একটা ল্যাপটপ থাকলেই এখন শুরু করা যায় ফ্রিল্যান্সিং।

🔹 ছাত্র অবস্থায় দিনে ১-২ ঘণ্টা সময় দিলেই ধীরে ধীরে তৈরি হবে একটি দক্ষ ক্যারিয়ার।
🔹 একসময় তুমি নিজেই উপার্জন করতে পারবে, পড়ার খরচ চালাতে পারবে, এমনকি পরিবারকে সাহায্যও করতে পারবে।

💡 মনে রেখো — শূন্য থেকে শুরু করলেও শেখার আগ্রহ আর পরিশ্রম থাকলে তুমি অনেক দূর যেতে পারো।

🟢ক্যারিয়ার জীবনে সফল হতে হলে মন ও শরীরের সুস্থ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। দীর্ঘ সময় কাজ করার জন্য যেমন শারীরিক শক্...
28/07/2025

🟢ক্যারিয়ার জীবনে সফল হতে হলে মন ও শরীরের সুস্থ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। দীর্ঘ সময় কাজ করার জন্য যেমন শারীরিক শক্তি দরকার, তেমনি মানসিক স্থিতিশীলতাও প্রয়োজন। মন চাপগ্রস্ত হলে কাজের মান কমে যায়, আর শরীর অসুস্থ হলে কাজের প্রতি আগ্রহ থাকে না। নিয়মিত বিশ্রাম, ব্যায়াম ও মানসিক যত্ন ক্যারিয়ারে ফোকাস, আত্মবিশ্বাস ও উৎপাদনশীলতা বাড়ায়। একটি সুস্থ মন ও শরীর মিলে কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব তৈরি করে, যা ব্যক্তিগত উন্নতি ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য অপরিহার্য। তাই এই সংযোগ সবসময় সচেতনভাবে রক্ষা করা দরকার।

তোমার প্রবাস জীবন সুখের হোক ❤️❤️🥀
28/07/2025

তোমার প্রবাস জীবন সুখের হোক ❤️❤️🥀

"🟢সময় কোনো সমস্যা নয়, ব্যবস্থাপনাই আসল বিষয়।পরিকল্পনা করুন, দ্রুত কাজ করুন এবং প্রতিটি মুহূর্তের মূল্য দিন।আজকের শৃঙ্...
28/07/2025

"🟢সময় কোনো সমস্যা নয়, ব্যবস্থাপনাই আসল বিষয়।
পরিকল্পনা করুন, দ্রুত কাজ করুন এবং প্রতিটি মুহূর্তের মূল্য দিন।
আজকের শৃঙ্খলাই গড়বে আগামী দিনের সাফল্য। ⏳✅✅

"
#সময় #মুল্য

🟢শিক্ষা হল সেই চাবিকাঠি যা আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে✅✅
02/07/2025

🟢শিক্ষা হল সেই চাবিকাঠি যা আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে✅✅

With Soha & Nadim – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉
29/05/2025

With Soha & Nadim – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉

18/05/2025

Good Night 💚✅

With Sumi Khatun – I just got recognized as one of their top fans! 🎉
10/05/2025

With Sumi Khatun – I just got recognized as one of their top fans! 🎉

06/05/2025

ইতিহাসের পাতায় মা একজন মহা নায়িকা ❤️বাবার আদর কেমন হয় তা জানি না তবে মায়ের ভালোবাসাও কখনো কম ছিলো না🥰❤️

জবের জন্য লিংকডিন প্রোফাইল কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের লিংকডিন প্রোফাইল থাকল...
06/05/2025

জবের জন্য লিংকডিন প্রোফাইল কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের লিংকডিন প্রোফাইল থাকলেও জবের অফার আসেনা, তাই তো ?

আমি যদি বলি আপনি অফার পান না কারণ আপনি জানেনি না কিভাবে লিংকডিন ব্যবহার করতে হয়, তাহলে কি অবাক হবেন!

হ্যাঁ ভাই, লিংকডিন, ফেসবুকের মতো না। আপনি যেমন ফেসবুকে আপনার প্রতিদিনের একটিভিটি তুলে ধরেন। ঠিক একই ভাবে আপনি যদি প্রোগ্রামিং রিলেটেড জব করতে চান আপনাকে প্রোজেক্ট রিলেটেড পোস্ট করতে হবে।

নতুন নতুন টেকনোলোজি আসলে সেই বিষয়ে কথা বলতে হবে। আর সবথেকে বড় কথা আপনি যেমন কোম্পানিতে জব করতে চান সেই কোম্পানির কর্মরতদের সাথে কানেক্ট হতে পারেন।

আর একটা ক্রেজি ট্রিকস বলছি কাছে আসুন ।

"লিংকডিনে যাদের প্রোফাইল বড়, অনেক ফলোয়ার তাদের পজিটিভ বিষয় নিয়ে পোস্ট করতে পারেন । তারা যদি আপনার পোস্টে রিয়েক্ট করে তাহলে সেই ব্যক্তির নেটওয়ার্কে আপনাকে রিকমান্ড করবে। এতে আপনার রিচ অনেক বেড়ে যাবে।

পাশাপাশি আপনি বড় বড় কোম্পানিগুলোকে ফলো করে রাখতে পারেন জব রিলেটেড নতুন আপডেট পেতে। আপনি যদি দেশের ভেতরে জব করতে চান তাহলে iBOS Limited, Brain Station 23, Data-Soft, Analyzen এই কোম্পানিগুলো আপনার জন্য হতে পারে গোল্ডেন অপরচুনিটি💚✅



গুরুত্বপূর্ণ তথ্য  :-★ ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়❓উ- ৪ টি।★ আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো❓উ- ৩ টি।★ কাজ ...
24/04/2025

গুরুত্বপূর্ণ তথ্য :-

★ ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়❓
উ- ৪ টি।

★ আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো❓
উ- ৩ টি।

★ কাজ শেষ হলে কত দিন পর মূল Account ডলার যোগ হবে❓
উ- ১৪ দিন নতুনদের জন্য।

★ কত ডলার হলে Fiverr $ withdraw দিতে পারবো❓
উ- payoneer এ রিভিনিউ কার্ড ৩০$, ব্যাংক ট্রান্সফার ২০$ পেপালে ১$.

★ Account কত দিন পর ভেরিফাই চায়❓
উ- ২-৩ টা কাজ complete করলে।
(সকল সার্ভিস এর জন্য না)

★ আমি কি কারো গিগ কপি করতে পারবো❓
উ- কপি করতে যাবেন না তাহলে warning খাবেন। (আইডিয়া নিতে পারেন)

★ আমি কি কারো গিগ টাইটেল কপি করতে পারব❓
উ- হুম পারবেন।

★ আমার তো পাসপোর্ট/NID কার্ড নাই তাহলে কিভাবে ভেরিরিফাই করবো❓
উ- আপনার বাসার কারো পাসপোর্ট /NID দিয়ে পারবেন।

★ Fiverr Account আমার নামে কিন্তু আমি কি অন্য কারো ব্যাংক আ্যড করতে পারবো❓
উ- হ্যা, পারবেন।

★ আমি যদি Profile picture পরিবর্তন করি তাহলে কি কোনো সমস্যা হবে❓
উ- না, কোনো সমস্যা হবে না। গিগ rank ও হারাবে না।

★ কাজ করলাম ১০ ডলারের কিন্তু আমি কেন ৮$ পাইলাম❓
উ- ফাইবারের ২০% চার্জ এর জন্য।

★Fiverr account একই সময়ে মোবাইলে ও ল্যাপটপে লগইন করা যাবে❓
উ- পারবেন।

★ একটি ল্যাপটপ / মোবাইলে কিভাবে একাধিক Account ব্যবহার করতে পারবো❓
উ- না করাই ভালো। করতে চাইলে windows দিয়ে নতুন করে খুলবেন।

★আমি সেলার হয়ে ফাইভারের কোন সেলার থেকে সার্ভিস ক্রয় করতে পারবো❓
উ- হ্যাঁ পারবেন।

★সেলার একাউন্ট থেকে সেলার একাউন্টে মেসেজ করা যাবে❓
উ- কাজ না থাকলে এসব থেকে বিরত থাকেন।

★ক্লাইন্টের সাথে জুম/গুগল মিটে কথা বলা যাবে❓
উ- জি কাজের জন্য হলে পারবেন।

★ ফাইভারে আউটসাইটে পেমেন্ট নেওয়া নিয়ে কথা বলা যাবে❓
উ- কোন ভাবেই না। ❌

★ গিগ র‍্যাংকে আছে কি না বুঝবো কিভাবে❓
উ- আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজবেন।

★ কাজ শেষ করার কতো দিনের মধ্যে ক্লাইন্ট চাইলে রিভিউ দিতে পারবে❓
উ- ১০/১৪ দিন।

★ ক্লাইন্টের কাছে রিভিউ চাইতে পারবো❓
উ- ডাইরেক্ট রিভিউ এর জন্য না লিখে আপনি বলতে পারেন আমার সাথে করা কাজ নিয়ে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Juma R posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share