
01/07/2025
রক্তিম জুলাই
✍️মারজান আহমেদ চৌধুরী ফুলতলী।
বিশাল জুলাইয়ের ছোট একটি অংশ আমি। জুলাইয়ের সে রক্তিম দিনগুলোতে দেশের বাইরে থেকে আশা ও উৎকন্ঠার মাঝে যারা যুলম ও স্বৈরাচারের বিরুদ্ধে দু'লাইন লিখেছিল, আমি তাদের একজন, যদিও ক্ষুদ্র। আজকে পেছনে ফিরে যখন নিজের টাইমলাইন দেখি, তখন গর্ব হয়। নিজের জন্য এই গর্ব আমি জীবনভর লালন করব।
জুলাইয়ের সকল প্রত্যাশা পুরন হয়নি বলে আজ অনেকের মাঝে অপ্রাপ্তির ব্যথা আছে। আমার প্রত্যাশাই ছিল জুলাই। জুলাই নিজেই। এর বাইরে কোনো মাস্টারমাইন্ড, সমন্বয়ক, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল বা আর্মি কারও কাছেই আমার বড় কোনো প্রত্যাশা ছিল না। ৫ আগস্টের পর এরা কেউ এমন কোনো মহান কাজ করেনি যে, তাদের ভক্ত হয়ে যাব।
তবে জাতি হিসেবে নিজেদের ভবিষ্যতের প্রতি এটুকু আশা রাখি যে-
এই দেশে আর কখনও, কোনোরূপে স্বৈরাচারী শাসন ফিরে না আসুক। অন্য কোনো ব্যক্তির নামে না, দলের নামেও না, বড় স্বৈরাচারও না, ছোট স্বৈরাচারও না।
গুম, খুন, চাঁদাবাজি, মিথ্যা মামলা এবং পুলিশি নিপীড়নের রাজনীতি চিরতরে বিদায় নিক। এই জাতিকে আর কোনো আয়নাঘর ও আবরার ফাহাদের বেদনা যেন বইতে না হয়।
বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদের বুলি, শাহবাগী চেতনার খোলসে ভারতীয় আধিপত্যবাদ, ধর্মনিরপেক্ষতার নামে প্রাতিষ্ঠানিক ইসলাম-বিদ্বেষ আর কোনোদিনও যেন দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ না করে।
জুলাইয়ের প্রকৃত মহানায়ক, অর্থাৎ হাজার শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি আল্লাহ রহম করুন। দয়াময়ের রহমত যেন শহীদদের কবরগুলোকে চিরদিন ঘিরে রাখে। আমীন।।