i tv bd

i tv bd আঁধারের ভাজ ভেঙ্গেঁ
এসো হে নবীন
এসো রাসূল ﷺ এর রঙে করি
জীবন রঙ্গিন। মেধার লালন উন্নত চরিত্র গঠন ও মানবিক যোগ্যতা বিকাশের প্রত্যয়ই হোক ছাত্র সমাজের পথ চলা।

রক্তিম জুলাই✍️মারজান আহমেদ চৌধুরী ফুলতলী। বিশাল জুলাইয়ের ছোট একটি অংশ আমি। জুলাইয়ের সে রক্তিম দিনগুলোতে দেশের বাইরে থেকে...
01/07/2025

রক্তিম জুলাই
✍️মারজান আহমেদ চৌধুরী ফুলতলী।

বিশাল জুলাইয়ের ছোট একটি অংশ আমি। জুলাইয়ের সে রক্তিম দিনগুলোতে দেশের বাইরে থেকে আশা ও উৎকন্ঠার মাঝে যারা যুলম ও স্বৈরাচারের বিরুদ্ধে দু'লাইন লিখেছিল, আমি তাদের একজন, যদিও ক্ষুদ্র। আজকে পেছনে ফিরে যখন নিজের টাইমলাইন দেখি, তখন গর্ব হয়। নিজের জন্য এই গর্ব আমি জীবনভর লালন করব।

জুলাইয়ের সকল প্রত্যাশা পুরন হয়নি বলে আজ অনেকের মাঝে অপ্রাপ্তির ব্যথা আছে। আমার প্রত্যাশাই ছিল জুলাই। জুলাই নিজেই। এর বাইরে কোনো মাস্টারমাইন্ড, সমন্বয়ক, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল বা আর্মি কারও কাছেই আমার বড় কোনো প্রত্যাশা ছিল না। ৫ আগস্টের পর এরা কেউ এমন কোনো মহান কাজ করেনি যে, তাদের ভক্ত হয়ে যাব।

তবে জাতি হিসেবে নিজেদের ভবিষ্যতের প্রতি এটুকু আশা রাখি যে-
এই দেশে আর কখনও, কোনোরূপে স্বৈরাচারী শাসন ফিরে না আসুক। অন্য কোনো ব্যক্তির নামে না, দলের নামেও না, বড় স্বৈরাচারও না, ছোট স্বৈরাচারও না।

গুম, খুন, চাঁদাবাজি, মিথ্যা মামলা এবং পুলিশি নিপীড়নের রাজনীতি চিরতরে বিদায় নিক। এই জাতিকে আর কোনো আয়নাঘর ও আবরার ফাহাদের বেদনা যেন বইতে না হয়।

বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদের বুলি, শাহবাগী চেতনার খোলসে ভারতীয় আধিপত্যবাদ, ধর্মনিরপেক্ষতার নামে প্রাতিষ্ঠানিক ইসলাম-বিদ্বেষ আর কোনোদিনও যেন দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ না করে।

জুলাইয়ের প্রকৃত মহানায়ক, অর্থাৎ হাজার শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি আল্লাহ রহম করুন। দয়াময়ের রহমত যেন শহীদদের কবরগুলোকে চিরদিন ঘিরে রাখে। আমীন।।

জুড়ীতে সৈয়দ জায়েদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ৪০ দিন জামাতে নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।জুড়ীতে শিশু-কিশোর...
28/06/2025

জুড়ীতে সৈয়দ জায়েদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ৪০ দিন জামাতে নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

জুড়ীতে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ৪০ দিনব্যাপী জামাতে নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশনের আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ জায়েদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ আয়োজনটি এলাকায় দারুণ সাড়া ফেলে।

শনিবার (২৮ জুন) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রধান পরিচালক ডা. আল-আমিন তালুকদারের সভাপতিত্বে এবং বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক এম কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়া বাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা।

বক্তব্য দেন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি এম এ মকসুদ জুনেদ, সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম ও ফাউন্ডেশনের সদস্য নুরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন লামা মনতৈল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব বিশ্বনাথপুর জামে মসজিদের ইমাম হাফিজ রায়হান আহমদ, সাংবাদিক সালমান হোসেন, সাংবাদিক মাসুম আহমদ, জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। শিশু-কিশোরদের মধ্যে নামাজের গুরুত্ব ও অভ্যাস গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যারা টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করেছে, তারা এক মহান সাফল্যের নজির স্থাপন করেছে।”

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি মসজিদের বিজয়ী ১৪ জনকে প্রত্যেককে ৪ হাজার টাকা, একটি করে ক্রেস্ট ও গাছের চারা প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল অংশগ্রহণকারীকে ক্রেস্ট ও গাছের চারা উপহার দেওয়া হয়।

বক্তারা এই উদ্যোগের জন্য পৃষ্ঠপোষক সৈয়দ জায়েদুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন সচেতনমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তালামীয: দুঃখী মানুষের জন্য প্রভাত সমীর;ইসলামপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো তালামীযের প্রতিনিধিদলইসলামপুর, ১৬ জুন ২০২৫...
16/06/2025

তালামীয: দুঃখী মানুষের জন্য প্রভাত সমীর;
ইসলামপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো তালামীযের প্রতিনিধিদল

ইসলামপুর, ১৬ জুন ২০২৫:
দুঃখী মানুষের পাশে দাঁড়াতে সবসময়ই প্রস্তুত ইসলামী ছাত্রসংগঠন তালামীয। সেই ধারাবাহিকতায় আজ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন তালামীযের উদ্যোগে কাঠালকান্দিঁ গ্রামের এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালো সংগঠনটির নেতৃবৃন্দ।

সকালে ইসলামপুর ইউনিয়নের দায়িত্বশীলদের নির্দেশ দেওয়া হয় একটি অসহায় বৃদ্ধার ঘরে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, বিকেলেই তারা তার বাড়িতে গিয়ে সহায়তা প্রদান করেন।

ইন্টারনেটে বহুল আলোচিত ৯নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঠালকান্দিঁ গ্রামের দারিদ্রপীড়িত বাসিন্দা জনাব আহমদ আলী সাহেবের সঙ্গে তার বাড়িতে সাক্ষাৎ করেন তালামীযের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি সেখানে গিয়ে তার পরিবারের নিকট কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সহায়তা হস্তান্তর করে। এসময় নেতৃবৃন্দ জানতে পারেন, জনাব আহমদ আলী সাহেবের পুত্র মো. তোফাজ্জল হোসেন অর্থাভাবে সপ্তম শ্রেণী পেরিয়ে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেনি।

তালামীয নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন, তোফাজ্জল হোসেন যেন পুনরায় পড়াশোনায় ফিরে আসতে পারে, সে লক্ষ্যে তার ভবিষ্যতের সকল শিক্ষা-খরচ সংগঠনের পক্ষ থেকে বহন করা হবে ইনশাআল্লাহ।

এই মানবিক উদ্যোগ তালামীযের ‘মানবতার খেদমত’ মিশনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

পানিতে ডুবে বাবা মেয়ের মৃত্যুজুড়ী উপজেলার, জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর নিবাসী বাব ব্রিকস এর স্বত্বাধিকারী মো: বাবুল আহমেদ...
09/06/2025

পানিতে ডুবে বাবা মেয়ের মৃত্যু

জুড়ী উপজেলার, জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর নিবাসী বাব ব্রিকস এর স্বত্বাধিকারী মো: বাবুল আহমেদ সাহেব নিজের ছোট মেয়েকে সাঁতার শিখাতে গিয়ে বাবা মেয়ে দুজনই ইন্তেকাল করেছেন।

06/06/2025

ঈদ আর বাবা ❤️❤️❤️

বাবারা এমনি হয়।

06/06/2025

জুড়ীতে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রী কিশোরীর মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে শিমা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার পূর্ব হরিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিমা আক্তার পূর্ব হরিরামপুর গ্রামের বাসিন্দা বশির মিয়ার পাঁচ সন্তানের মধ্যে কনিষ্ঠ। সে স্থানীয় মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাড়ির সামনে বন্যার পানি দেখতে গিয়ে হঠাৎ স্রোতের তোড়ে নিখোঁজ হয়ে পড়ে শিমা। প্রায় এক ঘণ্টা পর তাকে পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিমার বড় ভাই মুন্না মিয়া বলেন, “আমার ছোট বোনটা মাত্র কয়েক মিনিটের জন্য বন্যার পানি দেখতে ঘর থেকে বের হয়েছিল। হঠাৎ স্রোতে ভেসে গিয়ে আমাদের শিমাকে আমরা হারিয়ে ফেলি।”

এ বিষয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় দাস জানান, “কিশোরীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা মরদেহ বাড়িতে নিয়ে যান।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ আরাফার দিন, হজের মূল পর্ব পালিত হচ্ছে আরাফাতের ময়দানেi-TV BD ডেস্ক:আজ বিশ্বের লাখো মুসলমান সৌদি আরবের পবিত্র আরাফাতের...
05/06/2025

আজ আরাফার দিন, হজের মূল পর্ব পালিত হচ্ছে আরাফাতের ময়দানে
i-TV BD ডেস্ক:
আজ বিশ্বের লাখো মুসলমান সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে পালন করছেন হজের মূল ও গুরুত্বপূর্ণ স্তম্ভ — আরাফার দিন। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজের এই গুরুত্বপূর্ণ দিনটিতে হাজিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করছেন।আরাফার ময়দানে উপস্থিত হাজিদের মুখে মুখে ধ্বনিত হচ্ছে—
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শরীকা লাকা লাব্বাইক...”
এই হৃদয়স্পর্শী তাকবিরে মুখরিত হয়েছে পুরো আরাফাত।

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, “হজ হচ্ছে আরাফা।” এই হাদিসের আলোকেই আজকের দিনটি হজের মূল পর্ব হিসেবে বিবেচিত হয়।

🔹 বিশেষ কার্যক্রম:
আজ দুপুরে আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক আরাফার খুতবা, যা সরাসরি সম্প্রচার করেছে হারামাইন কর্তৃপক্ষ।হাজিরা গভীর আত্মসমালোচনায়, কান্নাজড়িত চোখে আল্লাহর দরবারে দোয়া করছেন।

বাংলাদেশ থেকে আসা হাজিদের মধ্যে আবেগঘন পরিবেশ লক্ষ্য করা গেছে।

🔹 পরবর্তী কর্মসূচি:
সূর্যাস্তের পর হাজিরা রওনা হবেন মুজদালিফার পথে, সেখানে রাত যাপন ও পাথর সংগ্রহের পর আগামীকাল তারা যাবেন মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করতে।

বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মুসলমান আজ এই পবিত্র দিনে নিজ নিজ অবস্থান থেকে রোজা রেখে, দোয়া করে আরাফার বরকত ও আল্লাহর রহমত লাভের জন্য প্রার্থনায় মগ্ন।

04/06/2025

চাঁদাবাজ, ছিনতাইকারী, মলমপার্টিদের ধরতে সিলেটে র‌্যাবের স্পেশাল টিম

i TV BD ডেস্ক
সিলেট, ৪ জুন ২০২৫ — ঈদ সামনে রেখে সিলেটে সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজ, ছিনতাইকারী ও মলমপার্টিরা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি স্পেশাল টিম অভিযান শুরু করেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে জনসমাগম বেড়ে যাওয়ায় অপরাধীরা নানা ফন্দি-ফিকিরে ব্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে মার্কেট, গণপরিবহন স্টেশন ও জনবহুল এলাকায় এসব অপরাধের ঝুঁকি থাকে বেশি। এ পরিস্থিতিতে র‌্যাবের বিশেষ ইউনিট সিলেট মহানগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল ও নজরদারি বাড়িয়েছে।

র‌্যাব-৯ এর এক কর্মকর্তা বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি। ইতিমধ্যে বিভিন্ন অপরাধী চক্রকে নজরদারির আওতায় আনা হয়েছে এবং সন্দেহভাজনদের ধরতে মাঠে রয়েছে বিশেষ দল।”

এই বিশেষ অভিযানে সিভিল পোশাকের গোয়েন্দা, মোবাইল টিম, ড্রোন ক্যামেরা ও প্রযুক্তি সহায়তায় নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে সাধারণ জনগণকে সতর্ক থাকতে এবং কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে র‌্যাব বা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নগরবাসীর অনেকে র‌্যাবের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে অন্তত ঈদের সময়টায় কিছুটা স্বস্তিতে চলাচল করা যাবে।

সংবাদদাতা: i TV BD ডেস্ক

আরাফাতের রোযা কোন দিন? ৮ যিলহজ্জ না ৯ যিলহজ্জ?পৃথিবীর যে দেশে যখন ৯ যিলহজ্জ হবে সেদিনই হবে সে দেশের জন্য আরাফাতের রোযা ...
04/06/2025

আরাফাতের রোযা কোন দিন? ৮ যিলহজ্জ না ৯ যিলহজ্জ?

পৃথিবীর যে দেশে যখন ৯ যিলহজ্জ হবে সেদিনই হবে সে দেশের জন্য আরাফাতের রোযা রাখার দিন। যুগ যুগ ধরে উলামায়ে কিরাম চাঁদের উপর ভিত্তি করেই ৯ যিলহজ্জ আরাফার রোযা রেখে আসছেন। সে হিসেবে সৌদী আরব বা মধ্যপ্রাচ্যে বা তাদের চাঁদকে যারা অনুসরণ করেন তাদের জন্য আরাফাতের দিন হবে তাদের দেশের ৯ই যিলহজ্জ।

বাংলাদেশসহ যে সমস্ত দেশে এক দিন পরে চাঁদ দেখা হয়েছে, তাদের জন্য আরাফাতের দিন হবে নিজ দেশের ৯ই যিলহজ্জ। যেভাবে সৌদীর ১০ তারিখের সাথে বাংলাদেশে কুরবানী কিংবা ঈদ হবে না, ঠিক তেমনিভাবে সৌদীর ৯ তারিখে বাংলাদেশে আরাফাতের দিনও হবে না, আইয়ামে তাশরীকও হবে না, তাকবীরে তাশরীকও আরম্ভ হবে না।

মনে রাখতে হবে, আরাফার দিবসের রোযা ৯ যিলহজ্ব৷ ৮ যিলহজ্ব নয়৷ সুতরাং কেউ ৮ যিলহজ্জ রোযা রাখলে আরাফাতের দিনের রোযা রাখার সমান সওয়াব হবে না।

যারা হাজী সাহেবদের আরাফাতের ময়দানে অবস্থানের কারণে ঠিক সেই দিন রোযা রাখতে বলেন, প্রথমতঃ আরাফার দিবসের রোযা হাজীগণের কার্যক্রমের কোন অংশই নয়৷ হাজীগণ এ দিন উকুফে আরাফার আমল করলেও তাদের জন্যে এদিন রোযা রাখা মাকরূহ৷ সুতরাং হাজীগণের সাথে সাদৃশ্যেরও কিছু নেই এখানে৷ দ্বিতীয়তঃ সময়ের ভিন্নতার কারণে তাদের সাথে দিনের পূর্ণ অংশও পাওয়া যাবে না। তৃতীয়তঃ যদি কোন দেশে সৌদী আরবের আগে চাঁদ দেখা যায়, তাহলে যে দিন সৌদী আরবে আরাফাতের দিন হবে, সেদিন ঐ দেশে ১০ যিলহজ্জ তথা ঈদের দিন হবে, যেদিন রোযা রাখা নিষেধ। সুতরাং হাজী ছাহেবদের অবস্থানের সাথে রোযার সম্পর্কের যুক্তি মোটেও গ্রহণযোগ্য নয়।

Khairul Huda Khan খায়রুল হুদা খান

ইফা শিক্ষকদের আশায় গুড়ে বালি: পাঁচ মাসের বেতন বকেয়া, ঈদের আগেও মিলল না বেতন বোনাস!আই টিভি বিডি ডেক্স ৪ জুন ২০২৫ — ইসলামি...
04/06/2025

ইফা শিক্ষকদের আশায় গুড়ে বালি: পাঁচ মাসের বেতন বকেয়া, ঈদের আগেও মিলল না বেতন বোনাস!

আই টিভি বিডি ডেক্স ৪ জুন ২০২৫ — ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর অধীনে কর্মরত শিক্ষকরা টানা পাঁচ মাস ধরে বেতন থেকে বঞ্চিত। দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

গত ১৭ মে শনিবার ইসলামী ফাউন্ডেশনের ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্প থেকে ৮৪ হাজার শিক্ষক-কর্মচারীদের পাঁচ মাসের বেতন-ভাতা প্রদান ও ৫ দফা দাবি আদায়ে ঢাকা সহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন প্রকল্পের শিক্ষক-কর্মচারীরা।

সর্বশেষ ঈদের আগে বেতন ও বোনাস পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন শিক্ষকরা। কিন্তু সেই আশাও আজ গুড়ে বালি হয়ে গেছে। আজই ব্যাংক শেষবারের মতো খোলা থাকলেও এখন পর্যন্ত কারো অ্যাকাউন্টে কোনো বেতন বা বোনাস পৌঁছায়নি। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

একজন ভুক্তভোগী শিক্ষক বলেন, “ঈদের সময়টায় আমরা পরিবারের জন্য কিছু করতে পারি—এই আশায় ছিলাম। কিন্তু পাঁচ মাস ধরে বেতন নেই, এবার বোনাসটাও জুটল না। ব্যাংক আজ বন্ধ হয়ে যাবে, এরপর ঈদের ছুটি। এখন কীভাবে পরিবারের মুখে হাসি ফিরাব?”

ইফা পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের হাজারো শিক্ষক ও শিক্ষিকা প্রতিদিন পাঠদান চালিয়ে গেলেও তাদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না। এর পেছনে বাজেট বরাদ্দ ও প্রশাসনিক জটিলতার কথা আভাস দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা সমাধান এখনো আসেনি।

শিক্ষকরা সরকারের হস্তক্ষেপ কামনা করে দ্রুত বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের জোর দাবি জানিয়েছেন।

02/06/2025
জাতীয় বাজেট ২০২৫-২০২৬
02/06/2025

জাতীয় বাজেট ২০২৫-২০২৬

Address

Sylhet

Telephone

+8801831362843

Website

http://itvbd.com.bd/

Alerts

Be the first to know and let us send you an email when i tv bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to i tv bd:

Share