i tv bd

i tv bd আঁধারের ভাজ ভেঙ্গেঁ
এসো হে নবীন
এসো রাসূল ﷺ এর রঙে করি
জীবন রঙ্গিন। মেধার লালন উন্নত চরিত্র গঠন ও মানবিক যোগ্যতা বিকাশের প্রত্যয়ই হোক ছাত্র সমাজের পথ চলা।

16/08/2025

জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার ২০২৪ এর বিজয়ীদের পুরস্কার ও হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে মোনাজাত করছেন রাসূল (সা.) এর ৩৯তম বংশধর, প্রখ্যাত বুযুর্গশায়খ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া ।
মদীনা মুনাওয়ারা, সৌদি।

১৬ আগস্ট, ২০২৫ ঈসায়ী।
কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল, সিলেট।

10/08/2025

ব্রিটেনের কার্ডিফে শুরু হলো দারুল ক্বিরাতের সামার সেশন | Darul Qirat | DBC NEWS

আলহামদুলিল্লাহ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অধীনে ইংল্যান্ডে ষাটটির অধিক শাখায় প্রায় তিন সহস্রাধিক ছাত্র...
02/08/2025

আলহামদুলিল্লাহ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অধীনে ইংল্যান্ডে ষাটটির অধিক শাখায় প্রায় তিন সহস্রাধিক ছাত্র-ছাত্রী এবার গ্রীষ্মকালীন দারুল কিরাত কোর্সে অধ্যয়ন করছেন।
ইংল্যান্ডের সেন্ট্রাল ব্রাঞ্চ, দারুল হাদীস লতিফিয়ায় এ বছর আউয়াল থেকে ছাদিছ পর্যন্ত বিভিন্ন ক্লাসে চার শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন।

ছবি: সেন্ট্রাল ব্রাঞ্চে খামিছ ও ছাদিছ জামাতের ছাত্রদের মশক প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র পক্ষকালব্যাপী দাওয়াতি কর্মসূচি-২০২৫। মেধানির্ভর, সন্ত্রাসমুক্ত ও আদর্শিক ছাত্র সংগ...
02/08/2025

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র পক্ষকালব্যাপী দাওয়াতি কর্মসূচি-২০২৫। মেধানির্ভর, সন্ত্রাসমুক্ত ও আদর্শিক ছাত্র সংগঠন তালামীযে ইসলামিয়া'র সাথে সম্পৃক্ত হোন।

01/08/2025

শিক্ষার্থীরা দেশের সম্পদ
🎙️মনজুরুল করিম মহসিন
কেন্দ্রীয় সভাপতি তালামীযে ইসলামিয়া।

26/07/2025

তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল।

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল।
২২-০৭-২০২৫ ইং।

26/07/2025

বাংলাদেশে মানবাধিকার কমিশনের কি দরকার ছিলো | এই সরকার তো এই ইস্যুতে যাওয়ার কথাই ছিলো না 🎙️Mowlana Ahmed Hasan Chowdhury Fultoli

23/07/2025

যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাটারসন সিটির মসজিদ আল ফেরদৌসে হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী হাফিজাহুল্লাহ এর মাহফিল।

নিউজ : ডিবিসি

23/07/2025

মানবাধিকার কার্যালয় স্থাপন প্রসঙ্গে তালামীযে ইসলামিয়ার সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য। Monjurul Karim Mohsin

22/07/2025

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার স্থাপন প্রসঙ্গে বিদেশী প্রভুরা দেশে ঢুকে গেছে।
🎙️মুফতি বেলাল আহমেদ
সাবেক কেন্দ্রীয় সভাপতি,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

22/07/2025

অর্ন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বক্তব্য: মানবাধিকার কার্যালয় দেশ থেকে উচ্ছেদ করতেই হবে। মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
ভিডিও- A TV Live

রক্তিম জুলাই✍️মারজান আহমেদ চৌধুরী ফুলতলী। বিশাল জুলাইয়ের ছোট একটি অংশ আমি। জুলাইয়ের সে রক্তিম দিনগুলোতে দেশের বাইরে থেকে...
01/07/2025

রক্তিম জুলাই
✍️মারজান আহমেদ চৌধুরী ফুলতলী।

বিশাল জুলাইয়ের ছোট একটি অংশ আমি। জুলাইয়ের সে রক্তিম দিনগুলোতে দেশের বাইরে থেকে আশা ও উৎকন্ঠার মাঝে যারা যুলম ও স্বৈরাচারের বিরুদ্ধে দু'লাইন লিখেছিল, আমি তাদের একজন, যদিও ক্ষুদ্র। আজকে পেছনে ফিরে যখন নিজের টাইমলাইন দেখি, তখন গর্ব হয়। নিজের জন্য এই গর্ব আমি জীবনভর লালন করব।

জুলাইয়ের সকল প্রত্যাশা পুরন হয়নি বলে আজ অনেকের মাঝে অপ্রাপ্তির ব্যথা আছে। আমার প্রত্যাশাই ছিল জুলাই। জুলাই নিজেই। এর বাইরে কোনো মাস্টারমাইন্ড, সমন্বয়ক, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল বা আর্মি কারও কাছেই আমার বড় কোনো প্রত্যাশা ছিল না। ৫ আগস্টের পর এরা কেউ এমন কোনো মহান কাজ করেনি যে, তাদের ভক্ত হয়ে যাব।

তবে জাতি হিসেবে নিজেদের ভবিষ্যতের প্রতি এটুকু আশা রাখি যে-
এই দেশে আর কখনও, কোনোরূপে স্বৈরাচারী শাসন ফিরে না আসুক। অন্য কোনো ব্যক্তির নামে না, দলের নামেও না, বড় স্বৈরাচারও না, ছোট স্বৈরাচারও না।

গুম, খুন, চাঁদাবাজি, মিথ্যা মামলা এবং পুলিশি নিপীড়নের রাজনীতি চিরতরে বিদায় নিক। এই জাতিকে আর কোনো আয়নাঘর ও আবরার ফাহাদের বেদনা যেন বইতে না হয়।

বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদের বুলি, শাহবাগী চেতনার খোলসে ভারতীয় আধিপত্যবাদ, ধর্মনিরপেক্ষতার নামে প্রাতিষ্ঠানিক ইসলাম-বিদ্বেষ আর কোনোদিনও যেন দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ না করে।

জুলাইয়ের প্রকৃত মহানায়ক, অর্থাৎ হাজার শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি আল্লাহ রহম করুন। দয়াময়ের রহমত যেন শহীদদের কবরগুলোকে চিরদিন ঘিরে রাখে। আমীন।।

Address

Sylhet

Telephone

+8801831362843

Website

http://itvbd.com.bd/

Alerts

Be the first to know and let us send you an email when i tv bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to i tv bd:

Share