
19/09/2024
মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ এবং উনার ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন
----------------------------------------------------
তানভীরুল হক, জগন্নাথপুর, সুনামগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ২০২৪।।সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ঘোষগাঁও গ্রামের প্রবীণ শিক্ষক ও সমাজসেবক মরহুম আব্দুর রাজ্জাক মাস্টার সাহেবের স্মৃতি পরিষদ গঠনের উদ্দেশ্যে আজ (১৯ সেপ্টেম্বর ২০২৪) যুক্তরাজ্য ও বাংলাদেশে তার পরিবারবর্গের মধ্যে এক ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়।উক্ত ভার্চুয়াল মিটিং এ সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব দিল্লুল হক দুলাল। পরিবারের সবার সবর্সম্মতিক্রমে মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ নামে একটি স্মৃতি পরিষদ গঠন করা হয়।
মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ----
১। মরহুম আব্দুর রাজ্জাক মাস্টার সাহেবের আদর্শ ও স্মৃতি রক্ষা করা।
২।এলাকার অসহায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা বা উদ্বুদ্ধ করা।
৩।এলাকার যেকোনো আর্ত-সামাজিক কাজে সহায়তা করা।
ভার্চুয়াল মিটিং এ জনাব দিল্লুল হক দুলাল সবার সর্বসম্মতিক্রমে মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের কমিটি ঘোষণা করেন।
কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন----
উপদেষ্টা মন্ডলীর সদস্য
১। মোঃ দিল্লুল হক দুলাল
২। মোছাঃ রীনা বেগম
৩। শফিকুল হক শফিক
৪। জিল্লুল হক লুবন
কার্যকরী কমিটি
চেয়ারম্যান
মোঃ সায়েকুল হক সায়েক
ভাইস চেয়ারম্যান
মোঃ জাকির আলম
ভাইস চেয়ারম্যান
মোঃ তানভীরুল হক
ভাইস চেয়ারম্যান
মোঃ মাহিদুল হক সোহাগ
সাধারণ সম্পাদক
মোঃ ইকরামুল হক ইনান
অর্থ সম্পাদক
মোঃ মুহিবুল হক মুহিব
সাংগঠনিক সম্পাদক
মোঃ এমদাদুল হক মাহবুব
শিক্ষা সম্পাদিকা
আফরিতা হক
মহিলা সম্পাদিকা
আফসানা হক সূচনা
ক্রীড়া সম্পাদক
সোহানুর রহমান নিলয়
সমাজকল্যান সম্পাদক
মোঃ সাকিবুল হক সাকিব
ধর্ম ও দপ্তর সম্পাদক
মোঃ আশরাফুল হক মারুফ
প্রচার সম্পাদক
মোঃ রাকিবুল হক রাকিব
সম্মানিত সদস্য
১। আনোয়ার হোসেন
২। মোছাঃ বাবেয়া হক
৩। জোবেইদা হক মীরা
৪। মোঃ আব্দুর রহমান
৫। মোঃ মোশাহিদ আলী
সদস্য
১। মোছাঃ সাহেনা বেগম
২। মোছাঃ হাসিনা বেগম
৩। মোঃ নেছার আলম
৪। নাসরিন আনোয়ার নার্গিস
৫। মোঃ সালমান আলম
৬। মোঃ ইরফানুল হক ওয়াসীফ
৭। আতিয়া হক সূবর্ণা
৮। মাহিরা হক তাসফিয়া
আজ মাস্টার আব্দুর রাজ্জাক সাহেবের নিজ বাড়িতে উনার ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ ও পরিবারবর্গের পক্ষ থেকে কুরআনের খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ২ ঘটিকায় উক্ত স্মৃতি পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তানভীরুল হকের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক ইনান এর সঞ্চালনায় আলোচনা সভায় পবিত্র কুরআন পাঠ করেন ধর্ম ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃআশরাফুল হক মারুফ ও স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহিদুল হক সোহাগ, বক্তব্য প্রদান করেন বিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের কম্পিউটার প্রশিক্ষক জনাব মোঃরাশিদ আহমেদ ও প্রমুখ। তাছাড়া উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঘোষগাঁও হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব সাইদুল ইসলাম, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবুল কাশেম, উপদেষ্টা শফিকুল হক, , জিল্লুল হক লুবন, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন,অর্থসম্পাদক মুহিবুল হক, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাহবুব, ক্রীড়া সম্পাদক সোহানুর রহমান নিলয়, সমাজকল্যাণ সম্পাদক শাকিবুল হক, প্রচার সম্পাদক রাকিবুল হক ও প্রমুখ। পরিশেষে ঘোষগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব জনাব মোহাম্মদ আলি আহমদ সাহেবের দোয়ার মাধ্যমে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের পরিসমাপ্তি হয়।