MD Anwar Hossain

MD Anwar Hossain পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন

নিখোঁজ সংবাদ বাহুবল উপজেলার মিরপুর বাজারের ব্যবসায়িক ধনঞ্জয় দেবের পুত্র দীপেশ দেব অর্ঘ্য (১৬) গত ২৩ এপ্রিল নিজ বাড়ি থেকে...
24/04/2025

নিখোঁজ সংবাদ
বাহুবল উপজেলার মিরপুর বাজারের ব্যবসায়িক ধনঞ্জয় দেবের পুত্র দীপেশ দেব অর্ঘ্য (১৬) গত ২৩ এপ্রিল নিজ বাড়ি থেকে হবিগঞ্জ কোচিং এ যাওয়ার সময় বিকাল আনুমানিক ৪ ঘটিকায় নিখোঁজ হয়। এ সময় দীপেশ দেব অর্ঘ্য এর পরনে শার্ট প্যান্ট ছিল। তার উচ্চতা ৫.৪" , গয়ের রং শ্যামলা, মুখ মণ্ডল লম্বাকৃতি । এ ব্যাপারে নিখোঁজ দীপেশ দেব অর্ঘ্যের পিতা বাহুবল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। যার নং ১০০৮ , তারিখ ২৪.০৪.২০২৫। দীপেশ দেব অর্ঘ্য হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে মোবাইল নম্বর ০১৭১৩৮০২৯৬৫ জানাতে অনুরোধ করা হয়েছে।

18/03/2025

সর্বোচ্চ তিন মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই...,🥺❤️

18/03/2025

আপনি যদি Facebook থেকে ইনকাম করেন এবং সেটার টাকা ব্যাংক বা PayPal-এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে Payout Account সেটআপ করতে হবে। নিচে ধাপে ধাপে সহজভাবে নিয়ম দেওয়া হলো—
১. Payouts Hub-এ যান
প্রথমে Meta Business Suite খুলুন।
সেখান থেকে Monetization → Payouts অপশনে যান।
এরপর "Set Up Payouts" বা "Add Payout Account" বাটনে ক্লিক করুন।
২. প্রয়োজনীয় তথ্য দিন
ব্যক্তিগত তথ্য:
আপনার পূর্ণ নাম (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী)।
ঠিকানা ও ফোন নম্বর এবং মেইল
ট্যাক্স সংক্রান্ত তথ্য
পেমেন্ট নেওয়ার মাধ্যম নির্বাচন করুন:
ব্যাংক অ্যাকাউন্ট (টাকা সরাসরি ব্যাংকে পেতে চাইলে)।
PayPal (যদি আপনার দেশে সাপোর্ট করে)।
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন:
অ্যাকাউন্ট হোল্ডারের নাম।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।
SWIFT কোড (আন্তর্জাতিক লেনদেনের জন্য)।
রাউটিং নম্বর (যদি প্রয়োজন হয়)।
৩. Facebook আপনার তথ্য চেক করবে।
৪. Payout Type যেহেতু সবাই কম বেশি কন্টেন্ট তৈরি করেন ( Individual) দিবেন এবং ০% ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন মনে রাখবেন অবশ্যই সরকারি ডকুমেন্টস অনুযায়ী সব তথ্য দিবেন যেন কোনো সময় পে আউট ভেরিফাই খুঁজলে তথ্য গুলো দিতে পারেন।

Address

Mirpur Bazar
Sylhet

Telephone

+8801835442198

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Anwar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Anwar Hossain:

Share

Category