24/04/2025
নিখোঁজ সংবাদ
বাহুবল উপজেলার মিরপুর বাজারের ব্যবসায়িক ধনঞ্জয় দেবের পুত্র দীপেশ দেব অর্ঘ্য (১৬) গত ২৩ এপ্রিল নিজ বাড়ি থেকে হবিগঞ্জ কোচিং এ যাওয়ার সময় বিকাল আনুমানিক ৪ ঘটিকায় নিখোঁজ হয়। এ সময় দীপেশ দেব অর্ঘ্য এর পরনে শার্ট প্যান্ট ছিল। তার উচ্চতা ৫.৪" , গয়ের রং শ্যামলা, মুখ মণ্ডল লম্বাকৃতি । এ ব্যাপারে নিখোঁজ দীপেশ দেব অর্ঘ্যের পিতা বাহুবল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। যার নং ১০০৮ , তারিখ ২৪.০৪.২০২৫। দীপেশ দেব অর্ঘ্য হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে মোবাইল নম্বর ০১৭১৩৮০২৯৬৫ জানাতে অনুরোধ করা হয়েছে।