26/07/2024
প্রিয় প্রবাসী ভাইয়েরা, দেখুন সৈরাচারের সমর্থকগণ আপনাদের কিভাবে ট্রিট করে। যার প্রমাণ কিছু অংশে বিমানবন্দরে সৈরাচার সরকারের "কোটায় নিয়োগপ্রাপ্ত" কর্মীদের দ্বারা পেয়ে থাকেন। এবার নিজের আত্নসম্মান নিয়ে ভাবুন, আরও ভাবুন আপনার নিরীহ ভাইবোনদের নির্মমভাবে হ-'ত্যা-র ফান্ডিং এর জন্যে সৈরাচার যে ভিক্ষার থলি পেতে বসে আছে তাতে রেমিটেন্স পাঠাবেন নাকি এর বদলা নেওয়ার জন্যে প্রস্তুত হবেন। একটু চিন্তা করুন গত কয়েকদিনের কথা, কিভাবে জিম্মি করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আপনার-আমার পরিবারের সদস্যদের নির্মমভাবে হ-'ত্যা করেছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে না পেরে বিদেশে বসে হায় হায় করেছেন, কার ভাগ্যে কী ঘটছে তা জানতে পারছিলেন না।
এতকিছুর পরও যদি ব্যাংকিং চ্যানেল এবং ফরেন মানি ট্রান্সফার এজেন্সি তথা Western Union, MoneyGram, Riya, Taptap Send এর মাধ্যমে যদি টাকা প্রেরণ করেন, তাহলে সেই টাকায় সৈরাচার নতুন করে শক্তি সঞ্চয় করে পুনরায় আ-র্ম-স কিনে আবারও আপনার-আমার ভাই-বোনের বুক ঝাঝড়া করবে।
কাজেই প্রবাসী ভাই ও বন্ধুগণ, সময় এসেছে সৈরাচারের কালো থাবা চেপে ধরার। সমস্ত ব্যাংকিং চ্যানেল পরিহার করুন, সহজ পন্থায় পরিবার পরিজনের কাছে "হুন্ডির" মাধ্যমে টাকা পাঠান।
আমাদের ভাই-বোন তথা সাধারন শিক্ষার্থীরা শান্তিপূর্ণ যৌক্তিক যে কোটা আন্দোলন শুরু করেছিলো, সেখানে সৈরাচার শাসক লেলিয়ে দিয়েছিলো তার পালিত সশস্ত্র কুত্তা বাহিনী তথা ছাত্রলীগ, যুবলীগ, র্যাব, পুলিশ, সোয়াট, বিজিবি, আনসার ও সেনাবাহিনী। যারা আপনার আমার, আমাদের বাপ-দাদার ট্যাক্সের টাকায় পেট চালায় , তারা নির্বিচারে অন্যায়ভাবে মানুষ হ-'ত্যা-র মাধ্যমে জনগণের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এবার সময় এসেছে সৈরাচারের বিরুদ্ধে যুদ্ধের দায়িত্ব প্রবাসীদের কাধে তুলে নেওয়ার, নিরীহ ভাই-বোনদের হ-'ত্যা-র বদলা নেওয়ার।
আর এই যুদ্ধের নাম হচ্ছে, রেমিটেন্স শাট ডাউন( Remittance Shut Down) শুরু হয়ে যাক আজ থেকে, শপথ নিন যতদিন না সৈরাচারের পতন হচ্ছে ততদিন রেমিটেন্স পুরোপুরি বন্ধ থাকবে।