Amar Sylhet

Amar Sylhet ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি বৃহত্তর সিলেট নগরীতে আপনাকে স্বাগতম।

পূণ্যভূমি সিলেটকে বলা আউলিয়ার নগরী। হযরত শাহ জালাল (রহঃ) সহ ৩৬০ আউলিয়া এবং আরো অসংখ্য ওলী আউলিয়ার পদচারনায় আজ সিলেট নগরী অনন্য এক উচ্চ আসনে আসীন। এছাড়াও সিলেটে রয়েছে উল্লেখযোগ্য অনেক ভিজিটিং স্পট। যা মুগ্ধ করে ভ্রমণ পিয়াসীদের। কাজেই সিলেটের উল্লেখযোগ্য স্থাপনা দেখতে আপনাদের আন্ত্রণ রইল ওলী আউলিয়ার নগরী সিলেটে।

বন্যা কবলিত এলাকায় জনসাধারণের পাশে বাংলাদেশ পুলিশ স্বাধীন🇧🇩 দেশে আমরা এমন পুলিশই তো চেয়েছিলাম❤️এছাড়া সেনাবাহিনী, নৌবাহিন...
22/08/2024

বন্যা কবলিত এলাকায় জনসাধারণের পাশে বাংলাদেশ পুলিশ স্বাধীন🇧🇩 দেশে আমরা এমন পুলিশই তো চেয়েছিলাম❤️
এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে❤️

05/08/2024

রেমিট্যান্স যোদ্ধারা আপনারা কী প্রস্তুত দেশ গড়ার জন্যে?

05/08/2024

ইয়া রাব্বাল আ'লামীন তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, ফ্যাসিবাদমুক্ত স্বাধীন বাংলাদেশের স্বাদ আমাদের দিয়েছো। স্বাধীনতার তরে প্রাণ দেওয়া আমার ভাই ও বোনদের তুমি শহীদি মর্যাদা দান করো।

প্রিয় প্রবাসী ভাইয়েরা, দেখুন সৈরাচারের সমর্থকগণ আপনাদের কিভাবে ট্রিট করে। যার প্রমাণ কিছু অংশে বিমানবন্দরে সৈরাচার সরকার...
26/07/2024

প্রিয় প্রবাসী ভাইয়েরা, দেখুন সৈরাচারের সমর্থকগণ আপনাদের কিভাবে ট্রিট করে। যার প্রমাণ কিছু অংশে বিমানবন্দরে সৈরাচার সরকারের "কোটায় নিয়োগপ্রাপ্ত" কর্মীদের দ্বারা পেয়ে থাকেন। এবার নিজের আত্নসম্মান নিয়ে ভাবুন, আরও ভাবুন আপনার নিরীহ ভাইবোনদের নির্মমভাবে হ-'ত্যা-র ফান্ডিং এর জন্যে সৈরাচার যে ভিক্ষার থলি পেতে বসে আছে তাতে রেমিটেন্স পাঠাবেন নাকি এর বদলা নেওয়ার জন্যে প্রস্তুত হবেন। একটু চিন্তা করুন গত কয়েকদিনের কথা, কিভাবে জিম্মি করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আপনার-আমার পরিবারের সদস্যদের নির্মমভাবে হ-'ত্যা করেছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে না পেরে বিদেশে বসে হায় হায় করেছেন, কার ভাগ্যে কী ঘটছে তা জানতে পারছিলেন না।

এতকিছুর পরও যদি ব্যাংকিং চ্যানেল এবং ফরেন মানি ট্রান্সফার এজেন্সি তথা Western Union, MoneyGram, Riya, Taptap Send এর মাধ্যমে যদি টাকা প্রেরণ করেন, তাহলে সেই টাকায় সৈরাচার নতুন করে শক্তি সঞ্চয় করে পুনরায় আ-র্ম-স কিনে আবারও আপনার-আমার ভাই-বোনের বুক ঝাঝড়া করবে।

কাজেই প্রবাসী ভাই ও বন্ধুগণ, সময় এসেছে সৈরাচারের কালো থাবা চেপে ধরার। সমস্ত ব্যাংকিং চ্যানেল পরিহার করুন, সহজ পন্থায় পরিবার পরিজনের কাছে "হুন্ডির" মাধ্যমে টাকা পাঠান।

আমাদের ভাই-বোন তথা সাধারন শিক্ষার্থীরা শান্তিপূর্ণ যৌক্তিক যে কোটা আন্দোলন শুরু করেছিলো, সেখানে সৈরাচার শাসক লেলিয়ে দিয়েছিলো তার পালিত সশস্ত্র কুত্তা বাহিনী তথা ছাত্রলীগ, যুবলীগ, র‍্যাব, পুলিশ, সোয়াট, বিজিবি, আনসার ও সেনাবাহিনী। যারা আপনার আমার, আমাদের বাপ-দাদার ট্যাক্সের টাকায় পেট চালায় , তারা নির্বিচারে অন্যায়ভাবে মানুষ হ-'ত্যা-র মাধ্যমে জনগণের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এবার সময় এসেছে সৈরাচারের বিরুদ্ধে যুদ্ধের দায়িত্ব প্রবাসীদের কাধে তুলে নেওয়ার, নিরীহ ভাই-বোনদের হ-'ত্যা-র বদলা নেওয়ার।

আর এই যুদ্ধের নাম হচ্ছে, রেমিটেন্স শাট ডাউন( Remittance Shut Down) শুরু হয়ে যাক আজ থেকে, শপথ নিন যতদিন না সৈরাচারের পতন হচ্ছে ততদিন রেমিটেন্স পুরোপুরি বন্ধ থাকবে।



এতগুলো তরতাজা প্রাণ কেড়ে নিয়ে মেট্রোরেলের জন্যে মায়াকান্না করা দেশের প্রতিটি নাগরিকের সাথে বেঈমানী ও তামাশা ছাড়া আর কিছু...
25/07/2024

এতগুলো তরতাজা প্রাণ কেড়ে নিয়ে মেট্রোরেলের জন্যে মায়াকান্না করা দেশের প্রতিটি নাগরিকের সাথে বেঈমানী ও তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না।

17/07/2024

🔥Breaking News🔥
"বিশ্বের সবচেয়ে বড় ছাত্র আন্দোলন
হতে চলেছে আগামীকাল,
যোগ দেবে সর্বস্তরের মানুষ"

17/07/2024
17/07/2024

পুলিশ তুমি কুলাঙ্গার হয়ে গেছো....

পুলিশ তার দায়িত্ব ভুলে গেছে, তারা জনগণের সেবক হয়ে নির্দিষ্ট একটা গোষ্ঠীর পা চেটে যাচ্ছে। যেখানে সাধারণ শিক্ষার্থীদের হেফাজতের কথা ছিলো পুলিশের সেখানে বেজন্মাছাত্রলীগের সাথে জোট বেঁধে কুলাঙ্গার পুলিশলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলে পড়েছে।

পুলিশ তোমার দিকে থু থু নিক্ষেপ করেই বলছি, সংবিধান অনুযায়ী কথাছিলো তুমি জনগণের সেবক থাকবা কিন্তু তুমি বেছে নিয়েছো সৈরাচারের গোলামী।

পুলিশ তুমি সৈরাচারের গোলামী বেছে নিয়ে জনগণের সাথে, শিক্ষার্থীদের সাথে, আপামর বাঙালির সাথে বেঈমানী ও প্রতারণা করেছে, পুলিশ তুমি আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করে দিয়েছো, পুলিশ তুমি কুলাঙ্গার হয়ে গেছো।

উদ্বোধন করা হলো শহীদ আবু সাঈদ গেট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ✊
17/07/2024

উদ্বোধন করা হলো শহীদ আবু সাঈদ গেট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ✊

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গু'লি করবে। তাই প্রথম গু'লিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উ...
17/07/2024

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গু'লি করবে।

তাই প্রথম গু'লিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল।
তার বিশ্বাস হলোনা , ওই প্রান্তের পুলিশ তার মতই বাংলায় কথা বলে, তার মত দু বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে…

কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়াল। তা নাহলে
বন্ধুরা কী বলবে! একটা গু'লির আঘাতে সে পড়ে গেছে! গায়ে শক্তি নাই।
আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বা'ঘের মত দাঁড়াইছিলাম? হুহ!

আবু সাইদ আবার কেঁপে উঠলো কারন আরেকটি গু'লি ছোঁড়া হয়েছে।
এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপনে চেষ্টা করতে লাগল।
তার রোগা-পাতলা,বাঙাল , অপু'ষ্ট শরী'রে এত শক্তি কোন কালেই ছিলনা।

হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশানির টাকা পাঠালে গরীব বাবা মায়ের খাবারের টাকা হয়।
সে ফাইভে বৃত্তি পেয়েছিল, এইটে পেয়েছিল। তার মূ'র্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে।
বোনটা শেষবার আ'দর করে কী বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল।

আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায়।

দশটা কি বেজে গেছে?
মায়ের গায়ের গন্ধ টা বা'রু'দের মত হয়ে গেল কী করে?









Address

Sylhet

Telephone

1712977242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Sylhet:

Share