
15/06/2025
শেংজেন ভিসা (মাল্টিপল এন্ট্রি) থাকলে কোন কোন দেশে ঢুকতে পারবেন?
শেংজেন ভিসা এমনিতেই অনেক মুল্যবান। এক ভিসায় ২৯টা দেশে ঢুকা যায়, ঘুরা যায়। আমাদের অনেকের দুই নাম্বারির কারনে বেশ কঠিন করে দিয়েছে ভিসাটা, দিলেও আজকাল শর্ট টাইমের জন্যে দেয়। কিন্ত ভিসার বেশ পাওয়ার আছে। ২৯টা দেশ ছাড়াও আরো অনেক দেশে পাড়ি দেওয়া যায় শেংগেন থাকলে! উল্লেখ্য - মাল্টিপল এন্ট্রি হওয়া মাস্ট আর অধিকাংশ কেইসে আগে একবার ভিসাটা নিয়ে শেংজেনে ঢুকাও জরুরি।
Albania
Andorra
Bosnia and Herzegovina
Cyprus
Georgia
Gibraltar
Kosovo
Monaco
Montenegro
North Macedonia
Serbia
Turkiye (e-visa )
Vatican City
Bahrain (on arrival)
Jordan (e-visa)
Qatar (e-visa)
Saudi Arabia (e-visa)
Egypt (on arrival)
Morocco (e-visa)
Sao Tome and Principe
Mexico
Costa Rica
Panama
Nicaragua (on arrival)
Antigua and Barbuda
Cuba (needs to have tourist card)
Dominican Republic