Golapgonj Hockey Club - গোলাপগঞ্জ হকি ক্লাব

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Golapgonj Hockey Club - গোলাপগঞ্জ হকি ক্লাব

Golapgonj Hockey Club - গোলাপগঞ্জ হকি ক্লাব গোলাপগঞ্জ যুব হকি ক্লাব

শুভ জন্মদিন প্রাণের সংগঠন "গোলাপগঞ্জ যুব হকি ক্লাব"গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃ...
03/07/2025

শুভ জন্মদিন প্রাণের সংগঠন "গোলাপগঞ্জ যুব হকি ক্লাব"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত, নিবন্ধন নং- যুউঅ/সি/০০৬২/২০১৯
গোলাপগঞ্জ ১ম সারির সামাজিক সংগঠন "গোলাপগঞ্জ যুব হকি ক্লাবে'র ১৫ বছর পূর্ণ ও ১৬ বছরে পদার্পন উপলক্ষ্যে গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের পক্ষ থেকে সকল উপদেষ্টা মন্ডলির সদস্য ও সংগঠনের সকল সদস্যসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
সংগঠনের এই দীর্ঘ পথচলায় আপনারা সবাই যে ভাবে সহযোগিতা এবং অনুপ্রেরণা যোগীয়ে গেছেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি অতীতে আপনারা যে ভাবে সংগঠনের পাশে ছিলেন বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ।

সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন।
"মাস্ক ব্যাবহার করুন"।

★আলহামদুলিল্লাহ★"গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের উদ্যােগে ঈদ বস্ত্র বিতরণ ২০২৩ইং সফল ভাবে সম্পূর্ণ"শিক্ষা          সেবা       ...
20/04/2023

★আলহামদুলিল্লাহ★

"গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের উদ্যােগে ঈদ বস্ত্র বিতরণ ২০২৩ইং সফল ভাবে সম্পূর্ণ"

শিক্ষা সেবা খেলাধুলো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নং-যুউঅ/সি/০০৬২/২০১৯ (সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক এবং সেবামূলক,স্বেচ্ছাসেবী সংগঠন)
গোলাপগঞ্জের ১ম সারির সামাজিক সংগঠন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের উদ্যােগে আজ ২০/০৪/২০২৩ইং রোজ বৃহস্পতিবার ২৮ রমজান গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের উদ্যােগে গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন জায়গায় ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

ঈদ বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সম্মানিত সভাপতি #ফয়েজ_আহমেদ, সম্মানিত সিনিয়র সহ-সভাপতি #টিপন_আহমদ, সহ-সভাপতি #নাজমুল_ইসলাম, সহ-সভাপতি #রেজওয়ান_আহমদ, সাধারণ সম্পাদক #সুজার_আহমদ_রুমেল, প্রচার সম্পাদক #অলিউর_রহমান_তামিম, দপ্তর সম্পাদক #সাকেল_উদ্দিন, অন্যতম সদস্য #নাহিদ_আহমদ, #রুহুল_আমিন সহ-প্রমুখ।

সর্বোপরি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেনো আমরা সব সময় আত্মমানবতার সেবায় কাজ করে যেতে পারি।

16/04/2023

লন্ডনের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আইঅন টিভিতে গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের ইফতার মাহফিলের প্রচারিত সংবাদ।

https://fb.watch/jVZ4quCC_G/

★আলহামদুলিল্লাহ★"গোলাপগঞ্জ যুব হকি ক্লাব কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সফল ভাবে সম্পূর্ণ"শিক্ষা          সেবা      ...
12/04/2023

★আলহামদুলিল্লাহ★

"গোলাপগঞ্জ যুব হকি ক্লাব কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সফল ভাবে সম্পূর্ণ"

শিক্ষা সেবা খেলাধুলো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নং-যুউঅ/সি/০০৬২/২০১৯ (সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক এবং সেবামূলক,স্বেচ্ছাসেবী সংগঠন)
গোলাপগঞ্জের ১ম সারির সামাজিক সংগঠন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের উদ্যােগে আজ ১২/০৪/২০২৩ইং রোজ বুধবার ২০ রমজান
এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গোলাপগঞ্জ পৌরভার ০৩ ওয়ার্ডে অবস্থিত ঘোষগাঁও হাফিজিয়া মাদ্রাসায়।

গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সভাপতি #ফয়েজ_আহমেদ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক #সুজার_আহমদ_রুমেল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সম্মানিত উপদেষ্টা, এম,সি একাডেমি স্কুল ও কলেজের গভণিং বডির সাবেক সদস্য জনাব #মশিকুর_রহমান_মহি ও প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সম্মানিত উপদেষ্টা, রনকেলী নুরুপাড়া ইয়ং সোসাইটির প্রধান উপদেষ্টা ও রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভণিং বডির নির্বাচিত সদস্য এবং গোলাপগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের জনন্দিত কাউন্সিলর জনাব #নজরুল_ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পূর্বপাড়া যুব সমাজের সভাপতি #আব্দুল_মালেক, সাংগঠনিক সম্পাদক #আলী_আহমদ, প্রচার সম্পাদক #হোসেন_আহমদ, মডেল প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি #শফিকুর_রহমান, অর্থ সম্পাদক #হেলাল_আহমদ এবং মধ্যে ঘোষগাঁও ফ্রেন্ডস ক্লাবের সভাপতি #কাওছার_আহমদ_খুকা।

সময় গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি #টিপন_আহমদ, সহ-সভাপতি #রেজওয়ান_আহমদ, সাংগঠনিক সম্পাদক #মাহফুজুর_রহমান_মুন, প্রচার সম্পাদক #অলিউর_রহমান_তামিম, দপ্তর সম্পাদক #সাকেল_উদ্দিন, অন্যতম সদস্য #নাহিদ_আহমদ সহ-প্রমুখ।

★আলহামদুলিল্লাহ★"গোলাপগঞ্জ যুব হকি ক্লাব কর্তৃক আয়োজিত ২য় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন...
16/03/2023

★আলহামদুলিল্লাহ★
"গোলাপগঞ্জ যুব হকি ক্লাব কর্তৃক আয়োজিত ২য় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন"

শিক্ষা সেবা খেলাধুলো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নং- যুউঅ/সি/০০৬২/২০১৯ (সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক এবং সেবামূলক,স্বেচ্ছাসেবী সংগঠন)

গোলাপগঞ্জ ১ম সারির সামাজিক সংগঠন #গোলাপগঞ্জ_যুব_হকি_ক্লাব'র উদ্দ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয় ফুলবাড়ী পূর্বপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় শুরু হয় প্রতিযোগীতায় অনুষ্ঠিত ৩টি গ্রুপের অংশ গ্রহনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে প্রত্যেকে ৩জন করে বিজয়ীর মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দুপুর ১২:৩০মি: এর সময় ফুলবাড়ী পূর্বপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোলাপগঞ্জের ১ম সারির সামাজিক সংগঠন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সম্মানিত সভাপতি #ফয়েজ_আহমদ এর সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম সদস্য #নাহিদুল_ইসলাম_চৌধুরী'র পরিচালনায় প্রথমে পবিত্র কুরাআন থেকে তেলাওয়াত পাঠ করেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী #রিজানুর_রহমান_রিজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পূর্বপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা #মাকছুমা_বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের প্রচার সম্পাদক #অলিউর_রহমান_তামিম,
বিশেষ অতিথিদের মধ্যে আরোও বক্তব্য রাখেন ফুলবাড়ী পূর্বপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা #সুজিতা_রানী_দাশ, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সাধারণ সম্পাদক #সুজার_আহমদ_রুমেল।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি #সফিকুর_রহমান, ফুলবাড়ী পূর্বপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি #বেলাল_আহমদ ও বর্তমান সভাপতি #নূর_ইসলাম, ফুলবাড়ী পূর্বপাড়া যুব সমাজ এর সাংগঠনিক সম্পাদক #আলী_আহমেদ, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি #টিপন_আহমদ।

এসময় গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক #আশরাফুল_আলম, সাংগঠনিক সম্পাদক #মাহফুজুর রহমান মুন, অর্থ সম্পাদক #রিয়াদ_আহমদ, অন্যতম সদস্য #শাওন_দাস সহ-প্রমুখ।

প্রতিযোগীতায়
প্রথম বিভাগ থেকেঃ-
১ম নাজমিন নাহার কথা, ২য় আরিফ আহমদ, ৩য় আনিছা আক্তার।

২য় বিভাগ থেকেঃ-
১ম জহুরা আক্তার মরিয়ম, ২য় মরিয়ম আক্তার নুবা, ৩য় তাহমিনা আক্তার।

৩য় বিভাগ থেকেঃ-
১ম ফারিহা আক্তার, ২য় মেহজাবিন আক্তার, ৩য় তাওহিদা জান্নাত বুশরা।

উল্লেখ্য যে, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। তার-ই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের উদ্দ্যোগে ফুলবাড়ী পূর্বপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা গ্রহণ করা হয়।

অভিনন্দন  অভিনন্দন অভিনন্দনআলহামদুলিল্লাহ"গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা"গণপ্রজাতন্ত্রী বা...
28/12/2022

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন

আলহামদুলিল্লাহ
"গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত গোলাপগঞ্জ ১ম সারির সামাজিক সংগঠন #গোলাপগঞ্জ_যুব_হকি_ক্লাব'র আংশিক কমিটি ঘোষণা। #ফয়েজ_আহমদ কে সভাপতি, #সুজার_আহমদ_রুমেল কে সাধারণ সম্পাদক ও #মাহফুজর_রহমান_মুন কে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা হয়।
গোলাপগঞ্জ যুব হকি ক্লাব গণমানুষের সংগঠন তাই আমরা যেনো আর্ত-মানবতার সেবায় গণমানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারি আপনারা সবাই দোয়া করবেন।

Address

Sylhet
3160

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golapgonj Hockey Club - গোলাপগঞ্জ হকি ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share