16/03/2023
★আলহামদুলিল্লাহ★
"গোলাপগঞ্জ যুব হকি ক্লাব কর্তৃক আয়োজিত ২য় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন"
শিক্ষা সেবা খেলাধুলো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নং- যুউঅ/সি/০০৬২/২০১৯ (সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক এবং সেবামূলক,স্বেচ্ছাসেবী সংগঠন)
গোলাপগঞ্জ ১ম সারির সামাজিক সংগঠন #গোলাপগঞ্জ_যুব_হকি_ক্লাব'র উদ্দ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয় ফুলবাড়ী পূর্বপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় শুরু হয় প্রতিযোগীতায় অনুষ্ঠিত ৩টি গ্রুপের অংশ গ্রহনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে প্রত্যেকে ৩জন করে বিজয়ীর মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। দুপুর ১২:৩০মি: এর সময় ফুলবাড়ী পূর্বপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোলাপগঞ্জের ১ম সারির সামাজিক সংগঠন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সম্মানিত সভাপতি #ফয়েজ_আহমদ এর সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম সদস্য #নাহিদুল_ইসলাম_চৌধুরী'র পরিচালনায় প্রথমে পবিত্র কুরাআন থেকে তেলাওয়াত পাঠ করেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী #রিজানুর_রহমান_রিজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পূর্বপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা #মাকছুমা_বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের প্রচার সম্পাদক #অলিউর_রহমান_তামিম,
বিশেষ অতিথিদের মধ্যে আরোও বক্তব্য রাখেন ফুলবাড়ী পূর্বপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা #সুজিতা_রানী_দাশ, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সাধারণ সম্পাদক #সুজার_আহমদ_রুমেল।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি #সফিকুর_রহমান, ফুলবাড়ী পূর্বপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি #বেলাল_আহমদ ও বর্তমান সভাপতি #নূর_ইসলাম, ফুলবাড়ী পূর্বপাড়া যুব সমাজ এর সাংগঠনিক সম্পাদক #আলী_আহমেদ, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি #টিপন_আহমদ।
এসময় গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক #আশরাফুল_আলম, সাংগঠনিক সম্পাদক #মাহফুজুর রহমান মুন, অর্থ সম্পাদক #রিয়াদ_আহমদ, অন্যতম সদস্য #শাওন_দাস সহ-প্রমুখ।
প্রতিযোগীতায়
প্রথম বিভাগ থেকেঃ-
১ম নাজমিন নাহার কথা, ২য় আরিফ আহমদ, ৩য় আনিছা আক্তার।
২য় বিভাগ থেকেঃ-
১ম জহুরা আক্তার মরিয়ম, ২য় মরিয়ম আক্তার নুবা, ৩য় তাহমিনা আক্তার।
৩য় বিভাগ থেকেঃ-
১ম ফারিহা আক্তার, ২য় মেহজাবিন আক্তার, ৩য় তাওহিদা জান্নাত বুশরা।
উল্লেখ্য যে, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। তার-ই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের উদ্দ্যোগে ফুলবাড়ী পূর্বপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা গ্রহণ করা হয়।