
09/07/2025
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এক নারী হঠাৎ করে ট্রেনে চড়ে গিয়ে পৌঁছেছেন মাদারিপুর জেলার টেকেরহাটে। তার নাম পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও জানা গেছে, তার পিত্রালয় কর্মধায় এবং স্বামীর বাড়ি ফটিকউলিতে।
বর্তমানে তিনি টেকেরহাট আর্মি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। ওই নারী জানান, কীভাবে তিনি ট্রেনে উঠেছেন বা এতদূর এসেছেন, সে বিষয়ে তার কিছুই মনে নেই। কেবল এটুকু বলছেন— আমি ট্রেনে উঠছিলাম, ট্রেনে নিয়া আইছে।
তিনি জানান, যদি কোনো ট্রেন স্টেশন পান, তাহলে নিজেই বাড়ি ফিরতে পারবেন।
যদি কেউ তাকে চিনে থাকেন বা আত্মীয়-স্বজন হয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে:
📞 01771433732
উল্লেখ্য, তাকে আপাতত আর্মি ক্যাম্পে বসিয়ে রাখা হয়েছে।
দয়া করে কুলাউড়া ও আশপাশের এলাকাবাসী বিশেষ করে কর্মধা ও ফটিকউলি এলাকার লোকজন পোস্টটি বেশি করে শেয়ার করুন।