Kulaura.com

Kulaura.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kulaura.com, Media/News Company, kulaura, .

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এক নারী হঠাৎ করে ট্রেনে চড়ে গিয়ে পৌঁছেছেন মাদারিপুর জেলার টেকেরহাটে। তা...
09/07/2025

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এক নারী হঠাৎ করে ট্রেনে চড়ে গিয়ে পৌঁছেছেন মাদারিপুর জেলার টেকেরহাটে। তার নাম পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও জানা গেছে, তার পিত্রালয় কর্মধায় এবং স্বামীর বাড়ি ফটিকউলিতে।

বর্তমানে তিনি টেকেরহাট আর্মি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। ওই নারী জানান, কীভাবে তিনি ট্রেনে উঠেছেন বা এতদূর এসেছেন, সে বিষয়ে তার কিছুই মনে নেই। কেবল এটুকু বলছেন— আমি ট্রেনে উঠছিলাম, ট্রেনে নিয়া আইছে।

তিনি জানান, যদি কোনো ট্রেন স্টেশন পান, তাহলে নিজেই বাড়ি ফিরতে পারবেন।

যদি কেউ তাকে চিনে থাকেন বা আত্মীয়-স্বজন হয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে:
📞 01771433732

উল্লেখ্য, তাকে আপাতত আর্মি ক্যাম্পে বসিয়ে রাখা হয়েছে।

দয়া করে কুলাউড়া ও আশপাশের এলাকাবাসী বিশেষ করে কর্মধা ও ফটিকউলি এলাকার লোকজন পোস্টটি বেশি করে শেয়ার করুন।

ভুলে করে কুলাউড়া রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’ কিশোরী, যুবক গ্রেপ্তারমায়ের সঙ্গে সিলেট থেকে ট্রেনে মৌলভীবাজারের কমলগঞ্...
08/07/2025

ভুলে করে কুলাউড়া রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’ কিশোরী, যুবক গ্রেপ্তার

মায়ের সঙ্গে সিলেট থেকে ট্রেনে মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়িতে ফিরছিল এক কিশোরী (১৭)। সিলেট থেকে ভানুগাছ স্টেশন পর্যন্ত আসনবিহীন টিকিট কাটে তারা। ট্রেনের বগিতে ভিড় থাকায় ভুল করে কুলাউড়া জংশন স্টেশনে নেমে পড়ে কিশোরী। কিন্তু মাকে খুঁজে না পেয়ে তার সন্দেহ হয়। তবে তার মধ্যেই ট্রেন ছেড়ে দেয়।

বাড়িতে ফিরতে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছিল সেই কিশোরী। তখন আক্তার আলী (২৮) নামের এক গাড়িচালকের সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি কিশোরীকে জিম্মি করে তার স্বজনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন তিনি।

এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে আজ মঙ্গলবার কুলাউড়া রেলওয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরে আক্তার আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আক্তারের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে। তিনি পেশায় প্রাইভেট কারের চালক। কুলাউড়া রেলস্টেশন থেকে প্রতিদিন সিলেটে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

মামলার সংক্ষিপ্ত এজাহার ও কিশোরীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরীর পরিবার হতদরিদ্র। সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখে গত ৩০ জুন মায়ের সঙ্গে সে বাড়িতে ফিরছিল। ট্রেনে ভিড়ের মধ্যে মাকে হারিয়ে ফেলে। ভুলে কুলাউড়া রেলস্টেশনে নামার পর গাড়িচালক আক্তার আলী তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। এতে কিশোরী রাজি হয়ে গাড়িতে ওঠেন। আক্তার তাঁকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে সেনা সদস্য পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান এবং একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

এজাহারে বলা হয়, নিখোঁজের সময় কিশোরীর কাছে একটি মুঠোফোন ছিল। সিলেটে যাওয়ার পর আক্তার তার মুঠোফোনটি কেড়ে নেন। ওই মুঠোফোনে থাকা কিশোরীর এক আত্মীয়ের সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে কথা বলেন। তখন তিনি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে জানান, কিশোরী তাঁর হেফাজতে আছে। তাকে ফেরত পেতে বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে বলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গতকাল সোমবার রাতে নগরের কদমতলী এলাকা থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি আক্তার আলীকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দিপক দেওয়ান মঙ্গলবার বিকেলে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্তার আলী অপরাধ স্বীকার করেছেন। তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। আর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরীকে মৌলভীবাজারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

05/07/2025

৫ জুলাই, ২৫, শনিবার
কুলাউড়া পৌরসভার জয়পাশা পরিদর্শন করেন এড আবেদ রাজা

জয়পাশা পরিদর্শনে এসে জনগণের ভালবাসায় সিক্ত হোন বিএনপি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা।
জয়পাশার বিভিন্ন মোড়ে মোড়ে সর্বস্তরের জনগণ তাঁকে বরণ করেন।

তিনি গুরুত্বর অসুস্থ মন্তাজ বকস্ ও হাফেজ চেরাগ আলী সাহেবের শয্যা পার্শ্বে যান ও আরোগ্যে কামনা করেন।

তিনি সাবেক কাউন্সিলর, বিএনপি নেতা মোঃ খসরুর বাসভবনে যান।

তিনি সদ্য নামাংকিত মুজিবল আলম সোহেল সড়ক পরিদর্শন করেন।

তিনি জয়পাশার ভাংগা চুঁড়া রাস্তা দেখে মর্মাহত হন এবং পৌর প্রশাসকের প্রতি রাস্তাসমূহ সংস্কারের আহ্বান জানান। তিনি জয়পাশার সামগ্রিক উন্নয়ন কামনা করেন।

এসময় সাথে ছিলেন সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোঃ খসরু, মোঃ বাদশাহ, সাবেক পৌর সাংগঠনিক শামিম আহমদ, সাবেক পৌর বিএনপির সহসম্পাদক শামিম আহমদ, ওযার্ড বিএনপি নেতা মোঃ মোর্শেদ, শেখ রজমুল আলী, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন ঢালীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

05/07/2025

কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম জয়নাল আবেদিন খানের মাগফেরাত কামনায় দোয়া

জয়নাল আবেদিন খান সিলেটের একটি হাসপাতালে সম্প্রতি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি....রাজেউন)

তিনি কুলাউড়া অন্চলের একজন প্রবীণ রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী, সৎ, ন্যায়নিষ্ট, সদালাপী, পরহেজগার ও আদর্শবাদী ব্যাক্তি ছিলেন।

মরহুমের সহোদর কুলাউড়া ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জমসেদ খানের বাসভবনে গিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান কুলাউড়া পৌর বিএনপি নেতৃবৃন্দ।

মরহুমের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বিএনপি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা।

কুলাউড়ায় আহমদাবাদ মাদ্রাসার শিক্ষার্থী ছামী আহমেদ নিখোঁজ।আজ সন্ধ্যা সময় ছেলেটি বাসা থেকে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বের ...
04/07/2025

কুলাউড়ায় আহমদাবাদ মাদ্রাসার শিক্ষার্থী ছামী আহমেদ নিখোঁজ।

আজ সন্ধ্যা সময় ছেলেটি বাসা থেকে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বের হয়,কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত মাদ্রাসায় পৌঁছায়নি।

নামঃ ছামী আহমেদ।
শিক্ষার্থী- আহমদাবাদ দারুসসুন্নাহ মাদ্রাসা।
পিতাঃআব্দুল ছাহিম।
ঠিকানা -শাহাপুর।
বর্তমান ঠিকানা - আহমদাবাদ কুলাউড়া।

যদি কোন ব্যক্তি ছেলেটির কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ:০১৭৩৭১৪২৭৯১।

পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন। ছামীকে খুঁজে পেতে সহযোগিতা করুন।

কুলাউড়ায় মুজিবল আলম সোহেল সড়কের নাম ফলক উন্মোচন কুলাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুজিবল আলম সোহেলের নামে ক...
04/07/2025

কুলাউড়ায় মুজিবল আলম সোহেল সড়কের নাম ফলক উন্মোচন

কুলাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুজিবল আলম সোহেলের নামে কুলাউড়া পৌরসভার ৬নং ওর্য়াডের একটি সড়ক নামকরণ করা হয়েছে।

কুলাউড়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩রা জুলাই,২৫, বৃহস্পতিবার নাম ফলক উন্মোচন করেন বিএনপি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা।

এসময় কুলাউড়া কলেজের সাবেক এজিএস, ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী প্রবাসী সংগঠক শফি আহমদ দিনার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক শামিম আহমদ, স্বেচ্ছাসেবক দল, কুলাউড়ার আহ্বায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, মরহুমের সহোদর মঈনুল আলম সোয়েবসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবেক ছাত্রদল নেতা মুজিবল আলম সোহেল গত ১৫ ফেব্রুয়ারী,২৩ স্ট্রোক জনিত কারণে হঠাৎ ইন্তেকাল করেন। তিনি কুলাউড়ার রাজনীতিতে দৃঢ় চেতা,শৌর্য বীর্য ও অদম সাহসিতার প্রতিক ছিলেন।

মরহুমের জয়পাশাস্হ দীঘিরপাড়ের বাড়ীর সন্মুখের উক্ত সড়কটি তাঁর উদ্যোগে পাকাকরণ হয়েছিল বলে স্হানীয়রা জানান।

নাম ফলক উন্মোচনের সময় মোনাজাতে মরহুমের মাগফেরাত কামনা করা হয়।

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে স্ত্রী-সন্তানের খোঁজে প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন এক অসহায় স্বামী। গত এ...
03/07/2025

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে স্ত্রী-সন্তানের খোঁজে প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন এক অসহায় স্বামী। গত এক সপ্তাহেও তাদের কোন খোঁজ না পাওয়ায় অনেকটা আতংকিত তিনি।

কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর রহ°স্যজনক মৃ°ত্যুর ঘটনা ঘটেছে। গলা°য় ফাঁ°স দেওয়া অবস...
03/07/2025

কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর রহ°স্যজনক মৃ°ত্যুর ঘটনা ঘটেছে। গলা°য় ফাঁ°স দেওয়া অবস্থায় তার ম°রদেহ উ°দ্ধার করেছে পুলিশ। নি°হত শিক্ষার্থীর নাম সুরাইয়া ইসাছমিন রুহি, সে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

কুলাউড়া পৌর এলাকার উছলাপাড়ায় দশম শ্রেণীর ছাত্রীর  রহস্য জনক মৃত্যু। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে, লাশ ময়নাতদন্তের জন্য পাঠ...
03/07/2025

কুলাউড়া পৌর এলাকার উছলাপাড়ায় দশম শ্রেণীর ছাত্রীর রহস্য জনক মৃত্যু। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
বিস্তারিত আসছে...!

02/07/2025

ঢাকা ভার্সিটিতে ১ম স্হান পাওয়া বরমচাল চাবাগানের চা শ্রমিক সন্তান ইতি গৌড়কে শুভেচ্ছা জানান বিএনপি নেতা এড আবেদ রাজা
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

২০টি চাবাগান সমৃদ্ধ কুলাউড়া উপজেলার একটি হচ্ছে বরমচাল চাবাগান। আর এ বাগানের চা শ্রমিক শংকর গৌড়ের মেয়ে ইতি গৌড়ের বেড়ে ওঠা বন্চনা ও নিষ্পেষণের মধ্যে। মা হারিয়ে মাসি ও হতদরিদ্র পিতার স্নেহে লালিত-পালিত ইতি স্হানীয় ইউসুফ গণী আদর্শ কলেজ থেকে এইচএসসি উওীর্ণ হয়ে ঢাকা ভার্সিটির ফিন্যান্স বিভাগে ভর্তি।।

তিনিই এ চাবাগানের ঢাকা ভার্সিটিতে স্হান পাওয়া ১ম শিক্ষার্থী। দৃঢ় মনোবল ও কঠিন অধ্যবসায়ের মাধ্যমে চরম দারিদ্র্যতাকে জয় করে দেশের দলিত শ্রেণীর মুখ উজ্জ্বল করছেন তিনি।

চরম দারিদ্রতার কষাঘাতে জর্জরিত এলাকার এ সন্তানের গৌরবগাঁথা অগ্রগতির কথা শুনে তার পার্শ্বে এসে দাঁড়ান বিএনপি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা, কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজাসহ স্হানীয় বিএনপি এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

তারা ইতিকে সাফল্যকে অনুসরণ করে চা শ্রমিক সন্তানদের লেখাপড়ায় মনযোগী হওয়ার আহ্বান জানান।

কুমিল্লার মুরাদনগর আজ সারা বাংলাদেশের চিত্র!পতাকা ছেঁড়া এই ছবিটা আজকের বাংলাদেশেই বাস্তবতা!এমন বিভৎস দৃশ্য শেষ অবদ্ধি দে...
29/06/2025

কুমিল্লার মুরাদনগর আজ সারা বাংলাদেশের চিত্র!পতাকা ছেঁড়া এই ছবিটা আজকের বাংলাদেশেই বাস্তবতা!
এমন বিভৎস দৃশ্য শেষ অবদ্ধি দেখার শক্তি ছিলো না।

ক্ষমা করো মা, লজ্জিত পুরো বাংলাদেশ।🙏
জেগো উঠো বাঙালি, রক্ষা করো তোমার ইজ্জত।

27/06/2025

কুলাউড়ার আলোচিত আনজুমের কবর জিয়ারত করে যা বললেন জামায়াত আমির

#কুলাউড়ার #জামায়াত_আমির

Address

Kulaura

Telephone

+971568909283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kulaura.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kulaura.com:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share