ভয়ের খোঁজে Bhoyer Khuje Investigation of Paranormal Activity

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ভয়ের খোঁজে Bhoyer Khuje Investigation of Paranormal Activity

ভয়ের খোঁজে Bhoyer Khuje Investigation of Paranormal Activity Paranormal Investigation Team,,,We Search for the Explanation Of the Horror & Haunted places.

অনেক এ বলে থাকে ভূত বলতে এই পৃথিবীতে কোনো জিনিস নাই কিন্তু কোনো এক অজানা ভয় আমাদের মনে সবসময় থাকে যে ভয় আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে আমাদের আসে পাশে কিছু না কিছু আছে যদি ভূত, আত্মা, জিন, পরী, বলতে কিছু না ই হয়ে থাকে তাহলে এই অনুভূতি টা কি বা যারা বলে তাদের সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে তাহলে সেটা কি শুধু ই কি তাদের মনের ভুল না সত্যিকার ই কিছু আছে এই সমস্ত ঘটনা গুলোর কারণ খুঁজে বের করতে আমাদ

ের এই (ভয়ের খোঁজে) এটি একটি ভৌতিক বা প্যারানরমাল গ্রুপ
আমাদের কাজ এই পৃথিবীতে যে সমস্ত অস্বাবিক বা প্যারানরমাল ঘটনা গুলো আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে যাদের কোনো সঠিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না বা আমরা ভৌতিক, অতৃপ্ত আত্মা, বা জীন পরী, ধারা সেই সমস্ত ঘটনা গুলি ঘটেছে বলে আমরা মনে করি সেই সব ঘটনা গুলির সঠিক ব্যাখ্যা অনুসন্ধান করা

আওয়ামী লীগ মুক্ত স্বাধীন বাংলাদেশ ৫ আগস্ট ২০২৪ এই আন্দোলনে শহীদ হওয়া সবার আত্মার মাগফিরাত কামনা করি
05/08/2024

আওয়ামী লীগ মুক্ত স্বাধীন বাংলাদেশ ৫ আগস্ট ২০২৪ এই আন্দোলনে শহীদ হওয়া সবার আত্মার মাগফিরাত কামনা করি

কোনো একদিন সবাই বলবে , খুব শীগ্রই ফিরে আসছি আপনাদের মাঝে নতুন জায়গা থেকে ভয়ঙ্কর ☠️ সব ভৌতিক☠️ ঘটনার সত্যতা দেখাতে আবারো ...
28/02/2024

কোনো একদিন সবাই বলবে , খুব শীগ্রই ফিরে আসছি আপনাদের মাঝে নতুন জায়গা থেকে ভয়ঙ্কর ☠️ সব ভৌতিক☠️ ঘটনার সত্যতা দেখাতে আবারো শুরু হচ্ছে আমাদের পেইজে ☠️Haunted Live☠️

"রাত দু'টো বেজে বিশ মিনিট"রিক্সা থেকে নেমে ভাড়াটা রিক্সা ওয়ালার দিকে বাড়িয়ে দিতেই আমি থতমত খেয়ে গেলাম। আমার স্পষ্ট মনে আ...
28/01/2024

"রাত দু'টো বেজে বিশ মিনিট"
রিক্সা থেকে নেমে ভাড়াটা রিক্সা ওয়ালার দিকে বাড়িয়ে দিতেই আমি থতমত খেয়ে গেলাম। আমার স্পষ্ট মনে আছে আমি খানিকটা আগে যে রিক্সায় উঠেছিলাম তার চালক একজন যুবক ছিলো!...
তাড়াহুড়ো করে রিক্সাতে উঠেই রিক্সাওয়ালা-কে বললাম, "মামা তাড়াতাড়ি চলো আজ অনেক দেরী হয়ে গিয়েছে। বউ নিশ্চয় এতক্ষণে রেগেমেগে আগুন হয়ে আছে। ছেলেটা মুচকি হেসে রিক্সা চালাতে শুরু করলো। তার হাসি দেখে আমার মনে কৌতূহল জাগলো। বস এর চোখ ফাঁকি দিয়ে বউ এর জন্য লিখা চিঠিটা পকেট থেকে বের করে হাতে নিলাম। আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। ব্যাগে তার জন্যে ছোটখাটো কিছু গিফট থাকলেও বউ এর আবদার ছিলো তার জন্য যেন একটা চিঠি লিখে রাখি। নতুন এলাকায় একটু রাত হলেই মানুষজন কমে যায়। রাত বারোটা হলে মনে হবে এই এলাকা মধ্যরাত জ্ঞাপন করছে। রাস্তা ফাঁকা দেখে আমি চিঠিটা আলতো করে হাতের মুঠোই নিয়ে আবারও বললাম,
"মামা একটু জোরে চালাও না।"

ছেলেটা আবারও মুচকি একটা হাসি দিয়ে রিক্সাটি জোরে টান দিতেই আমার হাত থেকে চিঠিটা উড়ে যায়। আমি এক লাফে রিক্সা থেকে নামতেই ছেলেটা কিছুদূর গিয়ে রিক্সা থামায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেও চিঠিটা পেলাম না। অথচ এই কম দূরত্বে চিঠিটা হারিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মনটা খারাপ হয়ে গেলো, ছেলেটাও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আমি চুপচাপ রিক্সাতে উঠে ডায়েরিটা বের করে আবারও লিখার চেষ্টা করলাম। কিন্তু রিক্সা-তে বসে আদৌ কী কিছু লিখা সম্ভব! এদিকে ঘড়িতে বারোটা বাজতে চললো। লিখা বাদ দিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলতেই ছেলেটা নিরবতা ভেঙে আমাকে হ্ঠাৎ বলে উঠলো
"স্যার কিছু মনে না করলে একটা কথা বলি?"
"হ্যাঁ বলো?"
"না মানে, আজকে আমার বিবাহ বার্ষিকী। অল্প কিছু ভাড়া যদি বাড়িয়ে দিতেন তাহলে অনেক উপকার হতো স্যার।
"তুমি এই বয়সে বিয়ে করেছ?"
"আল্লাহ দিলে স্যার একটা মেয়েও আছে।"
"বাহ বেশ ভালো তো, তা তাকে কি উপহার দিতে চাও? আর এত রাতে সব দোকান তো বন্ধ!
"ও আপনি চিন্তা করবেন না স্যার, মূল সড়কের ও পাড়ে একটা দোকান আছে। আজ তাকে আমি অনেক অনুরোধ করে এসেছি। যাতে করে সে আমার জন্য দোকানটা একটু রাত অব্দি খোলা রাখে। যে করেই হোক আজ আমি তার জন্য দু'হাত ভর্তি কাঁচের চুড়ি নিয়ে যাবো।

"বাহ তাহলে তো বেশ ভালোই। আর তাছাড়া তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি শিক্ষিত?"

ছেলেটা হ্ঠাৎ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলো
"আমার বউটাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়াতে অল্প বয়সে আমাদের বিয়ে দিতে রাজি না হওয়াতে পালিয়ে এই শহরে এসেছিলাম। এসে কাজ খুঁজতে শুরু করে দিলাম। শুরুতে যখন যা পেয়েছি তাই করেছি দেখতে দেখতে এখন নিজের একটা রিক্সা হলো।

"তোমার ভালোবাসা দেখে সত্যিই অবাক হলাম। আচ্ছা এসব কবেকার ঘটনা বলো তো? তোমাকে দেখে তো আমার কৌতূহলের শেষ হচ্ছে না।

"১৯৯৯ সালের ঘটনা স্যার।"
"তুমি তো ভালো মজাও করতে জানো।"

হ্ঠাৎ রিক্সাটি থেমে গেলো, কোনদিকে যে চলে আসলাম টেরই পেলাম না। রিক্সা থেকে নেমে ভাড়াটা তার দিকে বাড়িয়ে দিতেই আমি থতমত খেয়ে গেলাম। আমার স্পষ্ট মনে আছে আমি খানিকটা আগে যে রিক্সায় উঠেছিলাম তার চালক একজন যুবক ছিলো! কিন্তু এখন একেবারে বৃদ্ধ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি হতভম্ব হয়ে শুধু বললাম,
"এই নাও তোমার ভাড়া সাথে আরও দুই শত টাকা, এগুলো দিয়ে তোমার বউ এর জন্য চুড়ি কিনে নিও।

আমার কথা শেষ হতেই বৃদ্ধ লোকটা ডুকরে কেঁদে উঠে,
"স্যার কার জন্য চুড়ি নিবো? যার জন্যে চুড়ি নিবো সে তো আস্ত একটা বেঈমান ছিলো। একদিন আমি তাকে আমারই রিক্সায় করে বাপের বাড়ি নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে সে ঐ দোকানটির দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো সেই দোকান থেকে কিছু কাঁচের চুড়ি কিনে দিতে। এদিকে শশুর বাড়ি যাচ্ছি ভালোমন্দ কিছু নেওয়ার পয়সা নেই আবার এ সময় চুড়ি! বউকে সেদিন চুড়ি কিনে দিতে পারি নি বলে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তাকে বিবাহবার্ষিকী তে যে করেই হোক সেই দোকান থেকেই চুড়ি কিনে দিবো। কিন্তু একদিন একটা বাক্সে আমি অনেক গুলা চুড়ি দেখতে পায় যেগুলো আমার বউ লুকিয়ে রেখেছিলো। আমার মনে খানিকটা সন্দেহ জাগে, এরপর একদিন আমি রিক্সা নিয়ে বের হয়ে আড়াল হয়ে আমার বউ এর উপর নজর রাখতে শুরু করি। বউ আমার বোরখা নিকাব পরে চলে যেত সেই চুড়িওয়ালার কাছে। আমি আর সহ্য করতে পারি নাই। রাতে বাড়ি ফিরেই রিক্সার চাকার শিক গরম করে দিছি তাত হাতের ভেতর ঢুকিয়ে। তার হাত পা বেঁধে পুরো শরীরে এভাবে লোহার শিকটা ঢুকিয়ে দিতে আরম্ভ করলে একটা পর্যায়ে সে মারা যায়। আর আমি এমনই এক মধ্যরাতে তার লাশটা নিয়ে নদীতে ভাসিয়ে দিই। এরপর থেকেই এই এলাকায় বেশ রাত অব্দি আমি রিক্সা চালায়। সবার উপর নজরদারি রাখি আর কেউ আমার রিক্সাতে উঠে পরকিয়া করলেই আমি তাদের হাতে গরম শিক লাগিয়ে হাতে দাগ করে দিই, যাতে ভবিষ্যতে আর এমনটা না করে। কিন্তু এই কাজের জন্য এলাকার কিছু চরিত্রহীন লোকেরা আমায় পাগল বলে মারধর করে। তাদের গণপিটুনি তে এক পর্যায়ে আমার মৃত্যু হলেও আজও আমি এই শহরে রিক্সা নিয়ে ঘুরে বেড়াই।...

আমি ভয়ে ভয়ে হাত ঘড়ির দিকে তাকালাম, দেখলাম রাত দু'টো বেজে বিশ মিনিট। অথচ আমি রিক্সায় উঠেছিলা বারোটা হওয়ার খানিক আগে। হ্ঠাৎ খেয়াল করলাম বৃদ্ধ লোকটার হাতে আমার লিখা সেই চিঠিটা। তা পড়ছে আর সে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। এমন ভয়ানক দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। ..
সকালে সূর্যের আলোতে জ্ঞান ফিরতেই দেখি বউ আমার কাঁদোকাঁদো হয়ে আমার দিকে তাকিয়ে আছে। শুনলাম রাতে এলাকার দারোয়ান আর কিছু ছেলে এসে আমাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে দিয়ে যায়। বউ এর হাতে আমার সেই চিঠিটা। আমার জ্ঞান ফিরতেই সে আমাকে এসব বলে কপালে একটা চুমু দিয়ে জানালো আমার জন্য চা বানাতে যাবে সে। আমি তার হাতটা ধরে হেঁচকা টান দিতেই সে আমার বুকের উপর এসে পড়লো। "সকাল সকাল দুষ্টামি করা হচ্ছে?" তা বলেই আমার থেকে হাত ছাড়িয়ে নিতেই আমি লক্ষ্য করলাম আমার বউ এর ডান হাতে একটা লম্বা কালো পোড়া দাগ। আমি তা স্পর্শ করতেই সে আঁতকে উঠে বললো,
"আর বলো না তো, কাল রাতে তোমার কিছু কিছু জিনিস কিনতে বেরিয়েছিলাম। আর তুমি তো জানো এই এলাকায় একটা রিক্সাও পাওয়া যায় না তার উপর পুরো রাস্তা ফাঁকা। অনেক্ষণ অপেক্ষা করার পর একটা রিক্সা পেলাম। আমি নেমে তাকে ভাড়া দিতে যাবো ওমনি বৃদ্ধ লোকটা আমার হাতে গরম একটা শিক লাগিয়ে দিলো?

আমি ভ্রু কুচকে প্রশ্ন করলাম,
"তোমার সাথে কেউ ছিলো না?"
"হ্যাঁ ছিলো তো। না, না... ইয়ে মানে কেউ ছিলো না। এত রাতে আমার সাথে কে থাকবে বলো? তাই তো আমি দৌঁড়ে পালিয়ে বাসায় চলে আসি।

বউ এর চোখমুখ দেখে মনে হচ্ছে সে আমার কাছে কিছু একটা লুকোচ্ছে। সে আমার হাতটা ছাড়িয়ে আর কথা না বাড়িয়ে রান্না ঘরের দিকে চলে গেলো। আমি বিছানা ছেড়ে নামতেই আমার পায়ের কাছে একটা লম্বা লোহার শিক পড়ে থাকতে দেখতে পাই। আয়নার দিকে তাকাতেই নিজেকে বেশ অদ্ভুত মনে হলো, নিচ থেকে তা হাতে তুলে নিতেই আমার মুখে হাসি ফুটলো আর আমি রান্না ঘরের দিকে এগোতে থাকলাম......

সমাপ্ত~

ামা_যাবা?

জীবনে শেষ অধ্যায় এসে দেখবেন  #কবরছাড়া কেউ আপনার অপেক্ষায় নেই।
15/06/2023

জীবনে শেষ অধ্যায় এসে দেখবেন #কবর
ছাড়া কেউ আপনার অপেক্ষায় নেই।

Address

07 West World Shopping City (3rd Floor) , Zindabazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when ভয়ের খোঁজে Bhoyer Khuje Investigation of Paranormal Activity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভয়ের খোঁজে Bhoyer Khuje Investigation of Paranormal Activity:

Share

Category

ভয়ের খুঁজে Bhoyer Khuje Investigation of Paranormal Activity

অনেক এ বলে থাকে ভূত বলতে এই পৃথিবীতে কোনো জিনিস নাই কিন্তু কোনো এক অজানা ভয় আমাদের মনে সবসময় থাকে যে ভয় আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে আমাদের আসে পাশে কিছু না কিছু আছে যদি ভূত, আত্মা, জিন, পরী, বলতে কিছু না ই হয়ে থাকে তাহলে এই অনুভূতি টা কি বা যারা বলে তাদের সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে তাহলে সেটা কি শুধু ই কি তাদের মনের ভুল না সত্যিকার ই কিছু আছে এই সমস্ত ঘটনা গুলোর কারণ খুঁজে বের করতে আমাদের এই (ভয়ের খুঁজে ) এটি একটি ভৌতিক বা প্যারানরমাল গ্রুপ আমাদের কাজ এই পৃথিবীতে যে সমস্ত অস্বাবিক বা প্যারানরমাল ঘটনা গুলো আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে যাদের কোনো সঠিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না বা আমরা ভৌতিক, অতৃপ্ত আত্মা, বা জীন পরী, ধারা সেই সমস্ত ঘটনা গুলি ঘটেছে বলে আমরা মনে করি সেই সব ঘটনা গুলির সঠিক ব্যাখ্যা অনুসন্ধান করা