Mustafiz RS

Mustafiz RS Music Composer
(1)

12/04/2025

আকাশে পাখি না উড়ে উড়ছে মৃত লাশ,
সেই আকাশের নিচেই নাকি মানুষের বসবাস।

original: Jahid nirob

24/03/2025

Surah Al-Mulk Full | Ramadan special Quran Recitation

► Surah Al-Mulk
► Reciter: Hafeez Mustafiz RS

ফিলিস্তিন নিয়ে জাগরণের গান, জাগবে ফিলিস্তিন। #ফিলিস্তিন  #জাগরণেরগান  #জাগবেফিলিস্তিন
21/03/2025

ফিলিস্তিন নিয়ে জাগরণের গান, জাগবে ফিলিস্তিন।

#ফিলিস্তিন #জাগরণেরগান #জাগবেফিলিস্তিন

ফিলিস্তিন নিয়ে জাগরণের গান । জাগবে ফিলিস্তিন | Jagbe Filistin Badar Special | Mustafiz RS 2025গান: জাগবে ফিলিস্তিন কথা ও সুর: মাহমুদ মারজানশিল্....

ফিলিস্তিন নিয়ে জাগরণের গান। জাগবে ফিলিস্তিন۔۔۔
20/03/2025

ফিলিস্তিন নিয়ে জাগরণের গান। জাগবে ফিলিস্তিন۔۔۔

ফিলিস্তিন নিয়ে জাগরণের গান । জাগবে ফিলিস্তিন | Jagbe Filistin Badar Special | Mustafiz RS 2025গান: জাগবে ফিলিস্তিন কথা ও সুর: মাহমুদ মারজানশিল্....

19/03/2025

জাগরণের গান । জাগবে ফিলিস্তিন | Jagbe Filistin Badar Special | Mustafiz RS x Hudhud Team 2025

গান: জাগবে ফিলিস্তিন
কথা ও সুর: মাহমুদ মারজান
শিল্পী: মুস্তাফিজ আরএস
নাবিল, মিনহাজ( হুদহুদ টিম)
রেকর্ড লেবেল: ড্রিম আর্ট স্টুডিও
সাওউন্ড এবং ভিডিও: মুস্তাফিজ আরএস

#জাগরণের_গান #হুদহুদ #জাগবে_ফিলিস্তিন

17/03/2025

Heart Touching Ramadan special Quran Quran Recitation | Surah Al-Waqiah Full

► SURAH Al-Waqiah
► Reciter: Hafeez Mustafiz RS

13/03/2025

Surah Ar-Rahman سورة الرحمن | Recitation by Mustafiz RS

Surah: Ar RahmanRecitation: Mustafiz RSGfx:  Hassan Mahir
12/03/2025

Surah: Ar Rahman
Recitation: Mustafiz RS
Gfx: Hassan Mahir

রেস্টুরেন্টে বসা একটি ছবি সামনে থেকে খাবারের অংশটুকু কেটে দিছি। রোজা রমজানের দিন আপনার রোজা হালকা হয়ে যেতে পারে।
12/03/2025

রেস্টুরেন্টে বসা একটি ছবি সামনে থেকে খাবারের অংশটুকু কেটে দিছি। রোজা রমজানের দিন আপনার রোজা হালকা হয়ে যেতে পারে।

Listening.....🎧
11/03/2025

Listening.....🎧

08/03/2025

یُدَبِّرُ الۡاَمۡرَ مِنَ السَّمَآءِ اِلَی الۡاَرۡضِ ثُمَّ یَعۡرُجُ اِلَیۡہِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُہٗۤ اَلۡفَ سَنَۃٍ مِّمَّا تَعُدُّوۡنَ.
তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন, অতঃপর একদিন সব কিছুই তাঁর সমীপে সমুত্থিত হবে, যে দিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান।

সুরা: আস-সিজদাহ্
আয়াত : ০৫

07/03/2025

যদি রাতের তারা গুলো
নিমিষেই ঝরে পরে,
যদি এ চাঁদ আকাশ থেকে
যমিনে ধশে পরে,
তবে কি এ ঘর আর আমার
নিঠুর দেহ রয়ে যাবে,
না না না তাতো হবে না।
আমার এই ঘর আর আমার দেহ
মাটিতেই মিশে যাবে।

02/03/2025

Sura Al Waqiah
Tilawat: Mustafiz RS

وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَطِلًا.'আর আসমান, জমিন এবং এদুয়ের মধ্যে যা আছে, তা আমি অনর্থক ...
27/02/2025

وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَطِلًا.
'আর আসমান, জমিন এবং এদুয়ের মধ্যে যা আছে, তা আমি অনর্থক সৃষ্টি করিনি।''

মহাজগতের এই বিশাল সৃষ্টির মাঝেই এক ক্ষুদ্র সত্তার আকারে স্রষ্টার সবচাইতে বড় উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। তবে আকৃতি ছোট হলেও মর্যাদায় সে আকাশকে ছাড়িয়ে যায়। তারই মায়ায় নিশুতি রাতে স্রষ্টা স্বয়ং ভালোবাসা বিলানোর আয়োজন করেন। বিশাল সব সৃষ্টির অনবরত প্রশংসার পরেও তিনি সেই ক্ষুদ্র সত্তার দু ঠোঁটের অস্ফুট আওয়াজেই তার নিকটবর্তী হয়ে যান। যে স্রষ্টাকে সন্তুষ্ট করে সমস্ত সৃষ্টিজগৎ তাঁর মহত্ত্ব বর্ণনা করছে, আর তিনি কিনা সেই ক্ষুদ্র সত্তায় সিজদায় লুটানো কপাল দেখেই সন্তুষ্ট হয়ে যান। তবে সে ক্ষুদ্র সত্তার প্রার্থনায় যেমন স্রষ্টার সন্তুষ্টি, তেমনই তার অবাধ্যতা আর অহংকার ডেকে আনে মহান স্রষ্টার ক্রোধ ও ঘোর অসন্তুষ্টি।

মহাবিশ্বের বিশালতার সামনে অণু সমান এই ক্ষুদ্র সত্তা হলো-'মানুষ'। সমুদ্র যাকে মুহূর্তেই নিজের মাঝে নিখোঁজ করে দিতে পারে, পৃথিবীর ওজোন স্তর থেকে যার অস্তিত্ব আর দৃশ্যমান হয় না, একটা মাঝবয়সি বটবৃক্ষ যাকে নিজের ভেতরে লুকিয়ে ফেলতে পারে অনায়াসেই এই নগণ্য সত্তা দুদিন পৃথিবীতে খেলেই নিজেকে এর মালিক ভাবতে শুরু করেছে। এত এত ক্ষুদ্রতা সত্ত্বেও সে প্রার মহত্ত্বের সামনে ঔদ্ধত্য প্রদর্শনে দ্বিধাবোধ করে না। তাকে ঘিরে চলা সপ্তাকাশো বিশাল আয়োজন সে জানে না। তার জন্য নির্ধারিত উদ্দেশ্য বর্ণনা করে প্রটা যা নিজের নির্দেশনা প্রেরণের পরেও সে তা গ্রহণ করে না। নির্বোধ মানুষ। একন নিজের অন্তিম পরিণতি সম্পর্কে বেখবর!

16/02/2025

Coming soon....

15/02/2025

জীবন একটি সফর, পথে পথে চেনা-অচেনা,
কখনো সহজ, কখনো কঠিন, কখনো বা বিপদের ডোরা।
তবুও এই পথের মাঝে,
পাই এক আশ্চর্য সুন্দর,
যেখানে মেলে যায় আলো,
যেখানে মেলে যায় স্বপ্ন।

09/02/2025

Allahu Allahu

Address

Star View Tower, Station Road, Bharthokhola
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Mustafiz RS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mustafiz RS:

Share