Flavour Of Life

30/01/2024

কাটিং প্রোপাগেশন্ এর পদ্ধতি,ধাপ 1: পছন্দ অনুসারে একটি ব্রান্চ্ কে 6 থেকে 12 ইঞ্চি লম্বা টুকরো করে কাটুন। ধাপ 2: বোঝার জন...
19/01/2024

কাটিং প্রোপাগেশন্ এর পদ্ধতি,

ধাপ 1: পছন্দ অনুসারে একটি ব্রান্চ্ কে 6 থেকে 12 ইঞ্চি লম্বা টুকরো করে কাটুন।

ধাপ 2: বোঝার জন্য কাটিংগুলির নীচে তির্যক ভাবে কাটুন।

ধাপ 3: একটি বালতিতে জলের সাথে ফাংগিসাইড্ মেশান, একটি পাতলা সল্যুশন্ তৈরি করুন এবং সেই কাটিং গুলিকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। (ফাংগিসাইড্ সল্যুশন্ টি ফেলে দেবেন না, শেষে ব্যবহার করতে হবে )।

ধাপ 4: তারপর সল্যুশন্ থেকে সেই কাটিং গুলো বের করে শুকিয়ে নিন।

ধাপ 5: এরপর কাটিংগুলির নীচের দিকে ছুরি দিয়ে কিছুটা ছাল তুলে নিন।

ধাপ 6: জল দিয়ে রুট হরমোন এর একটি ঘন সল্যুশন্ তৈরি করুন এবং কাটিং গুলির ছাল ছাড়ানো অংশটি প্রলেপ দিন এবং শুকিয়ে নিন।

ধাপ 7: এখন একটি 6 ইঞ্চি পাত্রে 2:3 অনুপাতে মাটি এবং বালি মেশান (40% মাটি 60% বালি)।

ধাপ 8: পাত্রে সেই মাটির মিশ্রণে কিছুটা গর্ত করুন এবং কাটিং গুলিকে সেট্ করুন(মাটির মিশ্রণে কাটিং টি চেপে গর্ত তৈরি করার চেষ্টা করবেন না)। এরপর মাটিতে কিছু ফাংগিসাইড্ সল্যুশন্ ঢালুন যাতে এটি আর্দ্র এবং ফাংগাস্ মুক্ত থাকে।

ধাপ 9: এখন একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে পুরো জিনিসটি সিল করুন এবং ছায়ায় রাখুন।

ধাপ 10: ধৈর্য রাখুন অনুকূল আবহাওয়াতে 3 সপ্তাহ, অন্যথায় একটু বেশি সময় লাগতে পারে।

ফেইসবুকে ছবিটা পেয়ে অনেক্ষন তাকিয়ে ছিলাম।কত সুন্দর মিনিংফুল একটি ছবি। ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবার ...
15/01/2024

ফেইসবুকে ছবিটা পেয়ে অনেক্ষন তাকিয়ে ছিলাম।
কত সুন্দর মিনিংফুল একটি ছবি। ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবার ভেতরেই একটা শিশু সুলভ মন আছে। যে মিশতে চায়। মিলে মিশে থাকতে চায়। কম্প্রোমাইজ করতে চায়। কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা। বড় একা।
তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বুঝা যায় কত ছোট আমাদের পৃথিবী।
তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা।
ওই দিন আমার এক ফ্রেন্ড খুব হাইথট একটা কথা বলল। ওর কথাটা আমাকে অনেক্ষন ভাবিয়েছে।
বলল, তোর হাতের মোবাইলটার মালিক তুই, মানে এই মোবাইলটা তোর কিন্তু মোবাইলটা কিন্তু তুই না। তেমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না। তোর হাতটা কেটে ফেলেও তুই বেঁচে থাকবি। এই পা, মাথা সব কিছুই তোর কিন্তু কোনটাই তুই না। তাহলে তুই কে? হু আর ইউ? হয়ার আর ইউ?
আমি কিছুক্ষন টাসকি খেয়েছিলাম। আসলেইতো আমি কে? আমার পরিচয় কি? আমার দেহের ভেতর তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমাকে পাইনি। তার মানে জ্বীন ভুত মানুষের উপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে আছি। ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রন করে। আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা। কিন্তু আমি কে? কোথায় আমি? আমার পরিচয় কি?
পৃথিবীর জন্ম থেকে শুরু করে মিলিওন মিলিওন বছর কেটে গেছে। সামনে আরো মিলিওন বছর হয়তো টিকে থাকবে। তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকব। পৃথিবীর হিসেবে মাত্র কয়েক মিলিসেকেন্ড আমাদের স্থায়িত্ব।
তবুও কেন এতো মারামারি, এতো হানাহানি, এতো লোভ, এতো লালসা? এতো বিবেধ, এতো দূরত্ব?
নিজের পরিচয় জানিনা অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি। হাস্যকর না?
মানুষের দেহের গতি খুব বেশি না। কিন্তু মানুষটার গতি বিদ্যুতের চাইতেও বেশি। মানুষ চাইলে মুহুর্তেই বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে সেখান ধাম করে মঙ্গলগ্রহে।
মানুষ চাইলে পৃথিবীটাকে মুহুর্তেই ধ্বংস করে ফেলতে পারে আবার চাইলে শান্তিতে ভরিয়ে দিতে পারে।
ভাল থাকুক মানুষ। ইগো, রাগ, হিংসার হাজতে বন্দি না থেকে চারিদিকে ছড়িয়ে পরুক ভালবাসা। একে অপরের সাথে জাপটে লেপ্টে থাকুক।

সংগৃহীত

15/01/2024
এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!🔥🔥
26/07/2023

এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!🔥🔥

এসি ছাড়াই যে সকল উপায় ঘর ঠান্ডা রাখা যাবে!!!-১ /পর্যাপ্ত... See more
07/06/2023

এসি ছাড়াই যে সকল উপায় ঘর ঠান্ডা রাখা যাবে!!!

-১ /পর্যাপ্ত... See more

সোডিয়াম সাইক্লামেট নামের যৌগ যা 'ঘন চিনি' নামে পরিচিত বা‌লাদেশে। এই যৌগ চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি। অর্থাৎ, ১ কেজি ...
03/06/2023

সোডিয়াম সাইক্লামেট নামের যৌগ যা 'ঘন চিনি' নামে পরিচিত বা‌লাদেশে। এই যৌগ চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি। অর্থাৎ, ১ কেজি চিনি যতটা মিষ্টি স্বাদ আনতে পারে, মাত্র ২০ গ্রাম সোডিয়াম সাইক্লামেটের পক্ষেই খাবারকে ততটা মিষ্টি করে তোলা সম্ভব। কিন্তু এই সোডিয়াম সাইক্লামেট ভয়ঙ্কর বিষাক্ত।
দুঃখজনক হলেও সত্য যে বাজারের বেশিরভাগ মিষ্টি জাতীয় খাবার এখন এই ঘনচিনি ব্যাবহার করে তৈরী হচ্ছে এবং আমরা মহা সুখে তা খেয়ে যাচ্ছি,সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই যে অধিকাংশ মানুষ এই ব্যাপারে প্রায় কিছুই জানেনা 😥

13/01/2023

Sarojini Nagar, New Delhi.

I have reached 4.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
13/01/2023

I have reached 4.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

ট্যুর শেষ করে আসার পর আমাদের হাত পায়ের অবস্থা যেমনটা হয় ☺️☺️
24/08/2022

ট্যুর শেষ করে আসার পর আমাদের হাত পায়ের অবস্থা যেমনটা হয় ☺️☺️

02/08/2022

Funny Lodo Gameplay

02/08/2022

শাপলা বিলে সাপ
আমি দিলাম লাফ😁
©Al Amin

29/07/2022

part2

14/07/2022

-যৌনতার এ শহরে প্রেম যখন মাংস বিলাসী,🥺

-হতভাগা বোকা মন আজও আদরে বিশ্বাসী!!🖤

Address

Sylhet

Telephone

+8801717600047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flavour Of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category