28/04/2023
*_নির্ঘুম এ রাতে
নিজেকে বড় একা, আর বোকা মনে হয়,
কেনো ??
তুমি তো এমন ছিলে না,
রাত জাগলে যেমন রাতের গভীরতা উপলব্ধি করা যায়
ঠিক তেমনি _----____--- তোমাকে ভালোভাবে ই উপলব্ধি করছি আমি,
তুমি ভয় পেয়ো না,
আমি ফিরবো__--ফিরবো তো অবশ্যই।_*