WELCOME ALL MEMBAR
গ্রুপে আপনাকে ভালো লেখক ভেবেই এড করেছি। যদি বিরক্তিকর মনে হয়, তাহলে লিভ নিয়ে নিবেন।(প্রয়োজনে আমাকে ব্লক করে নিবেন, যাতে আমি আপনাকে দ্বিতীয়বার বিরক্ত করতে না পারি)।প্রত্যেক জিনিস সুন্দর ভাবে পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন প্রয়োজন, তাই, অনুগ্রহ পূর্বক এই গ্রুপের নিতিমালা পরে নিন।
� কোনু ধরনের বাজে বা অসামাজিক পোষ্ট দিবেন না, যার জন্যে আমরা বাধ্য হই আপনাকে ব্যান করতে। এবং A
dd me রা ১০০ হাত দূরে থাকুন।
� গ্রুপের যেকোনু সদস্য একে অপরের সাথে, কোনু প্রকার খারাপ আচরণ করা যাবে না। গ্রুপের সদস্যদের সম্মান দিয়ে কথা বলুন। এখানে নারী– পুরুষ, ছেলে– মেয়ে সকলের থেকেই ভালো ব্যাবহার আশা করি।
� গ্রুপের কারো Personal Photo এবং Phone No দেয়া যাবে না, (অনুমতি ব্যতিত)। এবং কারো একান্ত Personal বিষয় গ্রুপে টেনে আনা যাবে না। (এরকম টা কিছু বিঘ্ন গটলে গ্রুপ, এডমিন, কতৃপক্ষ দ্বায়ী নয়।
� যে কোনু ধর্ম নিয়ে কটাক্ষ করে পোষ্ট করা যাবে না। সবাই, যার যার নিজ ধর্ম ভালো বাসবে, এটাই স্বাভাবিক। তবে নিজ্ব দ্বায়ীত্ব যুক্তিসংগত ধর্ম বিষয়ক পোষ্ট করে আলোচনা করতে পারেন।
� কোনু প্রকার উস্কানি মূলক, সাম্পদায়িক বা রাজনৈতিক পোষ্ট করা যাবে না। তবে হ্যা যুক্তিসংগত পোষ্ট আলোচনা করা যাবে। তবে মনে রাখতে হবে, তা যেন কোনু প্রকার উস্কানি মূলক না হয়।
� এই গ্রুপের সকলেই সকলের সাথে মিলে মিশে থাকার চেষ্টা করবেন। কেউ কাউকে হ্যাঁ করে কথা বললে এডমিনদের জানাবেন। এডমিনরা প্রয়োজনিয় ব্যবস্তা নিবে, ইনশাহ আল্লাহ।
� কোনু আর্নিং লিংক, অন্য পেজ বা গ্রুপ লিংক, রেফারেন্স, বিজ্ঞ্যাপন ও ভিডিও লিংক দেয়া যাবে না। (সরাসরি পোষ্ট করুন)।
� উপরের যে কোনু একটি কাজ, যেই করুক না কেনো, থাকে বিনা নুটিশে ব্যান করা হবে, বা তার প্রতি যথাযথ ব্যবস্তা নেয়া হবে। (এই জন্য, এডমিনরা কারো কাছে, কোনু প্রকার জবাব দিহি করতে বাধ্য নয়)।
� গ্রুপের সবাই মিলে, আমরা একটি পরিবারের মতো। তাই গ্রুপের সবার সাথে ভালো ব্যবহার করা, ও গ্রুপের নিয়ম– কানুক রক্ষা করার দ্বায়ীত্ব আমাদের সবার। (এটা খেয়াল রাখতে হবে)। গ্রুপের এডমিন যে কোনু সময়, যে কোনু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও অধিকার রাখে।সুতরাং যারা উপরোক্ত নিয়মাবলী মেনে গ্রুপে থাকতে চান, এবং পোষ্ট করতে চান, তোমাদেরকে মন থেকে জানাই, এই গ্রুপে আমন্ত্রন নিমন্ত্রন গ্রহন করুন।খুশি থাকুন, মায়ার বাধনে আবদ্ধ হোন, আনন্দিতো থাকুন, এই কামনা রইলো।।
আল্লাহ হাফিজ
—দীনহীন সুজেল আহমেদ