Ayna আয়না

Ayna আয়না দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন...
Stay with us for news

12/07/2025

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম এ সালাম উদ্যোগে সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে “জুলাই গণঅভ্যুত্থান: আগামীর বাংলাদেশ ও তারেক রহমান” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয়, সিলেট জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার দলীয় নেতৃবৃন্দ এবং সিলেটের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কবি ও আইনজীবী এডভোকেট আব্দুল মুকিত অপির সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে ব্যারিস্টার এম এ সালামের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ।

মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি নেতা নিখোঁজ এম. ইলিয়াছ আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, সচিব প্রফেসর মামুন আকবর চৌধুরী, সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের আহ্বায়ক ডাক্তার শামীমুর রহমান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ গোলাম রব্বানী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল নূর, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপরি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ¦ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক তছলিম আহমদ নিহার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু।

অনুষ্ঠানে বিগত ২০২৪ সালে পুলিশের গুলিতে নিহত মেধাবী সাংবাদিক এটএিম তুরাব ও সিলেট -৩ আসনের অন্তর্গত সকল জুলাই যুদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
#বিএনপি া

12/07/2025

🔴ব্যারিস্টার এমএ সালাম

11/07/2025

৯৭ ব্যাচ'র সহপাঠীদের আড্ডা ও বিদায় সংবর্ধনা

ইতালি গমন উপলক্ষে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ'র ১৯৯৭ ব্যাচ'র সহপাঠীদের পক্ষ থেকে মো. আব্দুল মুকিতকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার স্থানীয় মোরারবাজারে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, আফজল খাঁন, আখতার আহমদ, মিন্ঠু চন্দ্র বিশ্বাস, আব্দুল জলিল (মখন), শামীম আহমদ, নুনু মিয়া, আলমগীর হোসেন, মো. সুজন আহমদ, রিপন চন্দ্র পাল।

11/07/2025

সিলেটে সুন্নাহভিত্তিক চিকিৎসাকেন্দ্র রুকাইয়া এন্ড হিজামা সেণ্টার। একযোগে দু’টি শাখায় নারী-পুরুষের জন্য রয়েছে আলাদা-আলাদা থেরাপিসেণ্টার। নারীদের জন্য রয়েছেন নারী থেরাপিস্ট।
➡️ প্রোপ্রাইটর : এইচএম জাকারিয়া।
যোগাযোগ ঠিকানা...
📌 শিবগঞ্জ শাখা : নবারুণ-২২৯, উপশহর রোড, সাফরন রেষ্টুরেণ্ট’র পাশে।
📞 মোবাইল নম্বর : 01780255535 / 01715250660

📌 মিরবক্সটুলা শাখা : আজাদী-১১৩, আরএন টাওয়ারের বিপরীত এবং ইউনিভার্সেল কলেজের সাথে।
📞 মোবাইল নম্বর : 01780323262 / 01621265722
া #বাংলাদেশ #চিকিৎসা #হিজামা #রুকাইয়াহ

10/07/2025

অগ্নি.কান্ডে গৃহহারা কৃষকের পাশে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান

গত সোমবার (০৭ জুলাই) ভয়াবহ অগ্নি.কান্ডে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আসিদ আলীর সম্পূর্ণ ভষ্মী.ভূত বসতভিটা পরিদর্শন করেছেন সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। তিনি আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কৃষক আসিদ আলীর পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে আসেন। পরিদর্শনকালে তিনি গৃহ.হারা আসিদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে ভয়া.বহ অগ্নি.কান্ডে গৃহ.হারা আসিদ আলীর গৃহনির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান ৬বান্ডিল ঢেউটিন হস্তান্তর করেছেন। এ সময় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
া #বিএনপি #বালাগঞ্জ #খবর #সিলেট #বাংলাদেশ #সহায়তার_আবেদন

09/07/2025

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনে দলীয় মনোয়ন প্রত্যাশী আলহাজ্ব এমএ মালিকের উদ্যোগে সিলেট জেলা ও মহাননগর বিএনপির সহযোগিতায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (০৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর সানরাইজ কমিউনিটি সেণ্টারে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠিত এ দোয়া ও আলোচনা সভায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিলসহকারে অংশগ্রহণ করেন।
া #বিএনপি #শুভেচ্ছা #খবর #বাংলাদেশ #সিলেট

09/07/2025

বালাগঞ্জে গত সোমবার (০৭ জুলাই) ভয়া'বহ অগ্নি.কান্ডে গৃহ'হারা পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র বর্গাচাষী আসিদ আলীর পাশে দাঁড়িয়েছেন সিলেটের বিশিষ্ট সমাজকর্মী, দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। তিনি আজ বুধবার (০৯ জুলাই) সকালে কৃষক আসিদ আলীর ক্ষ'তিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী আসিদ আলীর সাথে কথা বলেন এবং ক্ষতি'গ্রস্ত ভিটেমাটি ঘুরে দেখেন। তিনি কৃষক আসিদ আলীর পরিবারকে তাৎক্ষণিক নগদ ১০হাজার টাকা অনুদান প্রদান করেছেন এবং তার গৃহনির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
া #বালাগঞ্জ #সিলেট #খবর #বাংলাদেশ #সহায়তার_আবেদন #সাহায্যে_আবেদন

08/07/2025

কার্ডিফ বিএনপি নেতা আলহাজ্ব আশরাফ হোসেন'র নেতৃত্বে সিলেটের রাজপথে শোডাউন

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক'র উদ্যোগে গত সোমবার (০৭ জুলাই) সিলেটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় যোগদান উপলক্ষে নগরীতে এ শোডাউন অনুষ্ঠিত।
শোডাউনে সিলেট-৩ আসনের বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এদিকে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
া #বিএনপি #খবর #সিলেট

08/07/2025

রহস্য'জনক অগ্নি.কাণ্ডে পু.ড়ে ছাই দরিদ্র কৃষকের বসতঘর

বালাগঞ্জে রহস্য'জনক অগ্নি.কাণ্ডে দেওয়ান বাজার ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আসিদ আলীর বসতঘর সম্পূর্ণ ভষ্মি.ভূত হয়ে গেছে। গতকাল সোমবার (০৭ জুলাই) ভোররাতে এ অগ্নি.কাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার রাতের আগের দিন থেকে গৃহকর্তা আসিদ আলী এবং তার স্ত্রী-সন্তান তাদের এক আত্মীয় বাড়িতে ছিলেন। ঘটনার রাতে তাদের বসতঘরে কেউ ছিলেন না, দরজা বাইরে তালা ছাড়া সিটকিনী দেয়া ছিল। ভোররাতে ফজরের কাছাকাছি সময়ে প্রতিবেশীরা অগ্নিকা/ণ্ডের বিষয়টি প্রত্যক্ষ করেন।
া #বাংলাদেশ #খবর #সাহায্যে_আবেদন #সিলেট #সহায়তার_আবেদন

07/07/2025

বিএনপির সমাবেশ ও দোয়া মাহফিল সফল করতে যুক্তরাজ্য বিএনপির নেতা আশরাফ হোসেনের নেতৃত্বে মি.ছি.ল

06/07/2025

🔴 সিলেটে বিএনপির সমাবেশ সফলের লক্ষে মোরারবাজারে প্রস্তুতি সভা...
া #বিএনপি

06/07/2025

🔴 জাবিদ আলীর ব্রেইন টিউ.মার অপা'রেশন করতে ঢাকায় নেয়া হচ্ছে

➡️ বিত্তবান, হৃদয়বান সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তার বি.ধ.বা মা এবং পরিবারবর্গ
➡️ জাবিদ আলীর বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নিজগহরপুর।
➡️ যোগাযোগ, বিকাশ এবং নগদ : 01771052985
া #বালাগঞ্জ #খবর #বাংলাদেশ #সাহায্যে_আবেদন

Address

Sylhet

Telephone

+8801716441288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayna আয়না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayna আয়না:

Share