12/07/2025
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম এ সালাম উদ্যোগে সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে “জুলাই গণঅভ্যুত্থান: আগামীর বাংলাদেশ ও তারেক রহমান” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয়, সিলেট জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার দলীয় নেতৃবৃন্দ এবং সিলেটের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কবি ও আইনজীবী এডভোকেট আব্দুল মুকিত অপির সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে ব্যারিস্টার এম এ সালামের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ।
মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি নেতা নিখোঁজ এম. ইলিয়াছ আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, সচিব প্রফেসর মামুন আকবর চৌধুরী, সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের আহ্বায়ক ডাক্তার শামীমুর রহমান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ গোলাম রব্বানী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল নূর, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপরি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ¦ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক তছলিম আহমদ নিহার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু।
অনুষ্ঠানে বিগত ২০২৪ সালে পুলিশের গুলিতে নিহত মেধাবী সাংবাদিক এটএিম তুরাব ও সিলেট -৩ আসনের অন্তর্গত সকল জুলাই যুদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
#বিএনপি া