চৈতন্য

চৈতন্য চৈতন্য- "জ্যোতির্ময় চেতনা" শ্লোগানে ২০ বই প্রকাশনী
(1)

Baatighar Chattogram Baatighar Dhaka  Baatighar Sylhet পাওয়া যাচ্ছে
29/03/2025

Baatighar Chattogram Baatighar Dhaka Baatighar Sylhet পাওয়া যাচ্ছে

📖 হোয়াই নেশনস ফেইল
✍️ অনুবাদক: মোহাম্মদ আরিফ খান
💰 মূল্য ৭১২ টাকা

▶️ বইটি অর্ডার করতে মেসেজ করুন বা কমেন্টে দেয়া লিংকে ক্লিক করুন। ফোনে অর্ডার করুন : 01973-304344

চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত জীবনী সিরিজ এর বই পাবেন বাতিঘরে।
20/03/2025

চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত জীবনী সিরিজ এর বই পাবেন বাতিঘরে।

19/03/2025

ঈদ উপলক্ষ্যে বিশেষ ছাড় ২৫% ও কুরিয়ার ফ্রি।

হোয়াই নেশনস ফেইল
ক্ষমতা, সমৃদ্ধি ও দারিদ্রের উৎসের খোঁজে

মূল দারোন অ্যাসেমোগলু ও জেমস এ. রবিনসন (এ বছরে নোবেল পুরস্কারপ্রাপ্ত)
অনুবাদঃ মোহাম্মদ আরিফ খান (পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ)
প্রচ্ছদ রাজীব দত্ত। পৃষ্ঠা ৫৯০। মূল্য ৯৫০/-

নোগলস একটি অভিন্ন শহর যাকে দেওয়াল দ্বারা বিভক্ত করা হয়েছে। এর উত্তরের অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং দক্ষিণের অংশটি মেক্সিকোতে। উত্তরের অংশটিতে অপরাধপ্রবণতা বহুলাংশে কম এবং এর অধিবাসীরা দীর্ঘজীবী হয়। তদুপরি তারা তাদের দক্ষিণের প্রতিবেশীদের চেয়ে তিন গুণ বেশি উপার্জন করে।
মূলত একটি শহর, বিভক্তিমূলক দেওয়ালের এপাশ-ওপাশে একই জাতিসত্তার পটভূমি, একই ভৌগোলিক অবস্থান এবং অভিন্ন জলবায়ু হওয়া সত্ত্বেও কী করে স্থান দুটির মধ্যে ৫০টিরও অধিক ভিন্ন ভিন্ন পার্থক্য তৈরি হতে পারে- সেই প্রশ্নটির উত্তর খুঁজতে প্রথিতযশা শিক্ষাবিদ ড্যারন এসিমোগলু এবং জেমস এ রবিনসন এই বইটিতে প্রয়াস চালিয়েছেন।
সমৃদ্ধির জন্য নাগরিকদের দরকার হয় একগুচ্ছ 'অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের' যা উদ্ভাবন, অর্থনৈতিক সম্প্রসারণ ও বিস্তৃত ধারণকৃত সম্পদের 'সাধুচক্রগুলো' তৈরি করে। লেখকদ্বয় সেই বিষয়গুলোকে অত্যন্ত প্রভাবশালী ও সুচারু যুক্তি ধারায় তাদের নতুন থিওরি মাধ্যমে প্রকাশ করেছেন।
বইটি লেখকদ্বয়ের পনেরো বছরের গবেষণার ফসল। সেই দীর্ঘ যাত্রায় তাঁরা সেখানে জেফরি স্যাকও থেকে শুরু করে জারর্ড ডায়মন্ডের মতো বহু লেখকের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক যুক্তিতর্কে লিপ্ত হয়েছেন এবং সেগুলোর উত্তর খুঁজেছেন।
'হোয়াই নেশনস ফেইল' বইটি অর্থনীতি, রাজনীতি ও ইতিহাসকে মিশ্রিত করে সমৃদ্ধি ও দারিদ্র‍্যকে বোঝার একটি শক্তিমান ও বোধযোগ্য উপায় সরবরাহ করে।

কবিতা জীবনের কথা বলে; জীবনের সাথে জড়িয়ে থাকা অনুভূতির কথা বলে। আর এমন সব জীবনঘনিষ্ঠ কবিতা নিয়ে কবি আর কে পাল এর নতুন কাব...
08/03/2025

কবিতা জীবনের কথা বলে; জীবনের সাথে জড়িয়ে থাকা অনুভূতির কথা বলে। আর এমন সব জীবনঘনিষ্ঠ কবিতা নিয়ে কবি আর কে পাল এর নতুন কাব্যগ্রন্থ 'ক্রোধাগ্নি'। ২৫% ছাড়ে অর্ডার করুন রকমারি থেকে।

জীবনের বন্ধুর পথের বাঁকে বাঁকে সম্মুখীন হওয়া শত শত সুখ-দুঃখ, ভালোবাসা-ঘৃণা, অবজ্ঞা-অবহেলা ও আশা-আকাঙ্ক্ষার স্পর্শ আছে এই কাব্যগ্রন্থের প্রতিটি শব্দে, পর্বে, ছন্দে ও অলংকারে। ঝিনুকের প্রদাহের মতো কবির হৃদয় প্রদাহের অনুরণন ঘটেছে এই কাব্যগ্রন্থে।
মুক্তার মতই রত্নময় কবিতাগুচ্ছের বইটি কবিতাপ্রেমীরা আজই সংগ্রহ করুন।

চৈতন্য র পেজে অর্ডার দিতে পারেন। বাতিঘর এ পাবেন। রকমারি তো আছেই।

অর্ডার লিঙ্ক👉 https://rkmri.to/J2EBTUE0YDWQ

04/03/2025

চৈতন্য নিয়ে

চৈতন্য র কিছু বই❤️
01/03/2025

চৈতন্য র কিছু বই❤️

চৈতন্য নতুন বই।কুয়েত ও কায়া লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হুদা খানপ্রচ্ছদ রাজীব দত্ত মূল্য ৫০০ টাকা এই প্রথম বাংলায় কুয়েত  ...
26/02/2025

চৈতন্য নতুন বই।

কুয়েত ও কায়া
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হুদা খান
প্রচ্ছদ রাজীব দত্ত
মূল্য ৫০০ টাকা

এই প্রথম বাংলায় কুয়েত এর ইতিহাস, ঐতিহ্য, স্থান ও স্থাপনা এবং কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা ও অন্যান্য বিষয় নিয়ে বই।

প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাইরে কুয়েত আমার অন্যতম প্রিয় দেশ। দীর্ঘ সময়ের ব্যবধানে হলেও কুয়েত সশস্ত্র বাহিনীতে দুই মেয়াদে নিযুক্তি, অর্ধযুগের বেশি সময় মরুভূমি অধ্যুষিত এ দেশটির আলো বাতাস প্রকৃতি ও মানুষের সাথে পরিচিতি দেশটিকে আমার প্রিয় করে তুলেছে। স্বচক্ষে দেশটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়ন ও সমৃদ্ধি দেখেছি। দেখা হয়েছে দেশের আকর্ষণীয় সব স্থানগুলো। আমার প্রিয় পরিবারের সদস্যরাও সাথী হয়েছেন অনেকটা সময় ধরে। তারই কিছু অংশ স্বল্প পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি এবারের প্রয়াসে। আর ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে; প্রবাদটির মর্মার্থ মিথ্যে নয়। চিকিৎসা পেশার একজন হিসেবে বিভিন্ন সময় ও অবসরে স্বাস্থ্য সচেতনতামূলক কিছু নিবন্ধ লেখা হয়েছে। এসব নিবন্ধগুলো সংরক্ষণ করা ও পাঠকদের মধ্যে সামান্য সচেতনতা সৃষ্টির প্রচেষ্টার অংশ হিসেবে লেখাগুলোকে এ বইয়ে অন্তর্ভুক্তি।
কুয়েত-বাংলাদেশ বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দেশটিতে বাংলাদেশী প্রবাসি রয়েছে প্রায় তিন লক্ষাধিক। ১৯৯১ সালে কুয়েত দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক বাহিনীর সাথে কুয়েতের পাশে দাড়ায় বাংলাদেশও। তারপর থেকে দেশটির পুনর্গঠন ও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সদস্যগণ কুয়েত সশস্ত্রবাহিনীতে প্রেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর সারসংক্ষেপও তুলে ধরা হয়েছে বইটিতে। জ্ঞান ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বইটিতে নানা ত্রুটি থেকে যেতে পারে। সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে, “কুয়েত ও কায়া কথা” বইটি প্রকাশের প্রচেষ্টাকে উৎসাহিত করবেন আশা রাখি।

চৈতন্য প্রকাশন এর শিশু সিরিজ এর বই।জলধি ও মৌটুসীর গল্পMahbub Qadery  প্রচ্ছদ রাজীব দত্তমূল্য : ১৫০ টাকা
23/02/2025

চৈতন্য প্রকাশন এর শিশু সিরিজ এর বই।
জলধি ও মৌটুসীর গল্প
Mahbub Qadery
প্রচ্ছদ রাজীব দত্ত
মূল্য : ১৫০ টাকা

চৈতন্যর কিছু বই
21/02/2025

চৈতন্যর কিছু বই

দুর্ব্বৃত্ত জাতি বইটি প্রকাশিত হয়েছিল ১৯১৬ খ্রিস্টাব্দে, এখন ২০২৫, এই দীর্ঘ সময়ের মধ্যে এর তথ্য ও বিবরণ অন্য কোথাও আলোচি...
18/02/2025

দুর্ব্বৃত্ত জাতি

বইটি প্রকাশিত হয়েছিল ১৯১৬ খ্রিস্টাব্দে, এখন ২০২৫, এই দীর্ঘ সময়ের মধ্যে এর তথ্য ও বিবরণ অন্য কোথাও আলোচিত না-হওয়ায় শতাব্দপ্রাচীন এই বইয়ের গুরুত্ব বহুগুণ বেড়েছে। এমনিতে ঔপনিবেশিক শাসকেরা সাধারণত যা করে থাকেন, এখানেও তাই করেছেনÑশাসনকাজের সুবিধার কথা ভেবে ব্যবহারিক কারণেই লিখেছেন বইটি। বইয়ের নাম ‘বাঙ্গালাদেশে যে সকল দুর্ব্বৃত্ত জাতি চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক’, লেখক বাঙ্গালা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর-জেনেরাল এফ্, সি, ডালি, সি, আই, ই, আর মুদ্রক কলকাতা ‘বেঙ্গল সেক্রেটারীয়েট যন্ত্রালয়’। এ-ধরনের অন্যান্য বই প্রকাশের অভিজ্ঞতা থেকে আন্দাজ করি, এটি দাপ্তরিক প্রয়োজনে অল্পসংখ্যক বের হয়েছিল,১ যে-কারণে বহুল প্রচারের কোনো সুযোগই আর তৈরি হয়নি।

বইয়ের শুরুতে ১৯১৫ খ্রিস্টাব্দের জুন মাসের একুশ তারিখে লিখিত ভূমিকায় এফ, সি, ডালি জানিয়েছিলেন, বাংলার অধিবাসী এবং অন্য প্রদেশ-থেকে-আসা লোকদের মধ্যে যারা চুরি-ডাকাতি করে তাদের কার্যপ্রণালী সম্পর্কে পুলিশ কর্মচারীদেরকে শিক্ষা দেওয়াই এই বই লেখার উদ্দেশ্য। আরও লিখেছিলেন :
কার্য্যক্ষেত্রে পুলিশ কর্ম্মচারিগণকর্তৃক ব্যবহারের জন্য এই পুস্তক লিখিত হওয়ায় ইহাতে দুর্ব্বৃত্ত জাতিদিগের উৎপত্তি বা জাতিতত্ত্ব সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা প্রয়োজন মনে হয় নাই। আশা করা যায় যে, কার্য্যক্ষেত্রে যে সকল বিষয় জানা আবশ্যক হয় এই পুস্তকে কেবলমাত্র সেই সকল বিষয়ের আলোচনা থাকায় পুলিশ কর্ম্মচারিগণ এই পুস্তক আগ্রহ করিয়া পড়িবেন, বুঝিবেন ও মনে রাখিবেন।

স্পষ্ট বোঝা যায়, কাজের ক্ষেত্রে যে-সকল বিষয় জানা দরকার, আরও স্পষ্টভাবে বললে, এদেরকে চিনে, ধরে, শায়েস্তা করার জন্য যা যা দরকার, তারই জন্য তথ্য লিপিবদ্ধ করা হয়েছে, কোনো জাতির উৎপত্তি বা জাতিতত্ত্ব সম্বন্ধে সবিস্তার বিবরণ প্রকাশ করা এ-বইয়ের লক্ষ্য নয়।
বইটি বাজারজাত করার লক্ষ্যে বের হলে, বা কোনোভাবে বাজারে এলে, যেকোনো পাঠকের মনে নিম্নোক্ত প্রশ্নগুলো জাগত :
১. এ-বইয়ে যাদেরকে ‘দুর্ব্বৃত্ত’ বলা হচ্ছে, তা সংগত কি না;
২. এরা কি জাতি, না পেশাজীবী?
৩. তারা যে এইসব অপরাধের/পেশার সঙ্গে নিজেদের জড়িয়েছে বা জড়াতে বাধ্য হয়েছে, এর নেপথ্যের সামাজিক কারণগুলো কী?
৪. পরিচয় জানতে চাইলে এদের অনেকেই তথ্য গোপন রাখতে চায় কেন?

এইসব প্রশ্নের উত্তর কোনো ঔপনিবেশিক শাসক, লেখক বা তথ্যসংগ্রাহকের কাছে পাওয়ার কথা নয়, এর উত্তর দিতে গেলে এর দায়টা যে নিজেদের ঘাড়ে নিতে হবে এর সবচেয়ে বড়ো প্রমাণ তো উনিশ শো চল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথই দিয়ে গিয়েছিলেন। ‘পল্লীসেবা’ প্রবন্ধে তিনি লিখেছিলেন, নিজে শহরবাসী হলেও ইংল্যান্ডের কোনো এক গ্রামে এক গেরস্ত চাষির ঘরে তিনি কিছুসময় থেকেছিলেন, কিন্তু সেখানে তাঁর থাকতে কোনো অসুবিধা হয়নি; তবু তিনি খেয়াল করেছিলেন সুযোগসুবিধা থাকা সত্ত্বেও গ্রামের চাষিরা শহরে চলে যেতে আগ্রহী এবং গ্রামে থাকার কারণে তারা নিজেদেরকে ‘বঞ্চিত’ও মনে করে। রবীন্দ্রনাথ তাদেরকে জিজ্ঞেস করে এর কারণ জেনেছিলেনÑইউরোপের শহর আর গ্রামের মধ্যে যে-ব্যবধান রয়েছে, তা পরিমাণগত, অর্থাৎ শহরে যা বহুল পরিমাণে পাওয়া যায়, গ্রামে সেরকম পাওয়া যায় না। যা বলবার জন্য রবীন্দ্রনাথ এ-অভিজ্ঞতার কথা লিখেছিলেন এখানে তা সরাসরি পড়ে নিতে পারি :

চৈতন্য স্টল নাম্বার ৬০৭-৬০৮

চৈতন্যর ছোটদের জীবনীগ্রন্থ সিরিজ। মহান একুশে গ্রন্থমেলা  ২০২৫। স্টল নাম্বার ৬০৭-৬০৮প্রচ্ছদ : শাহাদাত হোসেন
15/02/2025

চৈতন্যর ছোটদের জীবনীগ্রন্থ সিরিজ। মহান একুশে গ্রন্থমেলা ২০২৫। স্টল নাম্বার ৬০৭-৬০৮
প্রচ্ছদ : শাহাদাত হোসেন

বইমেলায় পাওয়া যাচ্ছে । স্টল নং ৬০৭-৬০৮। অনলাইনে অর্ডার করতে পারেন চৈতন্য প্রকাশন আইডিতে।হোয়াই নেশনস ফেইলক্ষমতা, সমৃদ্ধি ...
15/02/2025

বইমেলায় পাওয়া যাচ্ছে । স্টল নং ৬০৭-৬০৮। অনলাইনে অর্ডার করতে পারেন চৈতন্য প্রকাশন আইডিতে।

হোয়াই নেশনস ফেইল
ক্ষমতা, সমৃদ্ধি ও দারিদ্রের উৎসের খোঁজে

মূল দারোন অ্যাসেমোগলু ও জেমস এ. রবিনসন (এ বছরে নোবেল পুরস্কারপ্রাপ্ত)
অনুবাদঃ মোহাম্মদ আরিফ খান (পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ)
প্রচ্ছদ রাজীব দত্ত। পৃষ্ঠা ৫৯০। মূল্য ৯৫০/-

নোগলস একটি অভিন্ন শহর যাকে দেওয়াল দ্বারা বিভক্ত করা হয়েছে। এর উত্তরের অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং দক্ষিণের অংশটি মেক্সিকোতে। উত্তরের অংশটিতে অপরাধপ্রবণতা বহুলাংশে কম এবং এর অধিবাসীরা দীর্ঘজীবী হয়। তদুপরি তারা তাদের দক্ষিণের প্রতিবেশীদের চেয়ে তিন গুণ বেশি উপার্জন করে।
মূলত একটি শহর, বিভক্তিমূলক দেওয়ালের এপাশ-ওপাশে একই জাতিসত্তার পটভূমি, একই ভৌগোলিক অবস্থান এবং অভিন্ন জলবায়ু হওয়া সত্ত্বেও কী করে স্থান দুটির মধ্যে ৫০টিরও অধিক ভিন্ন ভিন্ন পার্থক্য তৈরি হতে পারে- সেই প্রশ্নটির উত্তর খুঁজতে প্রথিতযশা শিক্ষাবিদ ড্যারন এসিমোগলু এবং জেমস এ রবিনসন এই বইটিতে প্রয়াস চালিয়েছেন।
সমৃদ্ধির জন্য নাগরিকদের দরকার হয় একগুচ্ছ 'অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের' যা উদ্ভাবন, অর্থনৈতিক সম্প্রসারণ ও বিস্তৃত ধারণকৃত সম্পদের 'সাধুচক্রগুলো' তৈরি করে। লেখকদ্বয় সেই বিষয়গুলোকে অত্যন্ত প্রভাবশালী ও সুচারু যুক্তি ধারায় তাদের নতুন থিওরি মাধ্যমে প্রকাশ করেছেন।
বইটি লেখকদ্বয়ের পনেরো বছরের গবেষণার ফসল। সেই দীর্ঘ যাত্রায় তাঁরা সেখানে জেফরি স্যাকও থেকে শুরু করে জারর্ড ডায়মন্ডের মতো বহু লেখকের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক যুক্তিতর্কে লিপ্ত হয়েছেন এবং সেগুলোর উত্তর খুঁজেছেন।
'হোয়াই নেশনস ফেইল' বইটি অর্থনীতি, রাজনীতি ও ইতিহাসকে মিশ্রিত করে সমৃদ্ধি ও দারিদ্র‍্যকে বোঝার একটি শক্তিমান ও বোধযোগ্য উপায় সরবরাহ করে।

চৈতন্য র লোকবিষয়ক বই। খুব শিগগিরই বেরুচ্ছে।( চুরাশিজন পল্লিকবির পরিচিতি ও আলোচনা-সহ ২৭২ টি গানের বই)  সিলহেটের পল্লিকবি ...
11/02/2025

চৈতন্য র লোকবিষয়ক বই। খুব শিগগিরই বেরুচ্ছে।
( চুরাশিজন পল্লিকবির পরিচিতি ও আলোচনা-সহ ২৭২ টি গানের বই)

সিলহেটের পল্লিকবি ও তাঁহাদের গান
মুহম্মদ নূরুল হক
সংকলন ও সম্পাদনা : জফির সেতু
প্রচ্ছদ : নির্ঝর নৈশব্দ্য
পৃষ্ঠা ২৭২
মূল্য ৬০০

সিলহেটের পল্লিকবি ও তাঁহাদের গান বিশশতকের বঙ্গীয় মুসলমান রেনেসাঁ-পুরুষ মুহম্মদ নূরুল হকের লোকসংগীত বিষয়ক অগ্রন্থিত আলোচনা ও গানের সংকলনগ্রন্থ। এই গ্রন্থে বৃহত্তর সিলেট অঞ্চলের চুরাশিজন পল্লিকবির পরিচিতি ও আলোচনা-সহ দুইশো বাহাত্তরটি গান ও গীত স্থান পেয়েছে। মুহম্মদ নূরুল হক বিগত শতকের ষাটের দশকে আল ইসলাহ পত্রিকায় ধারাবাহিকভাবে সিলেট অঞ্চলের এসব মরমি কবির গান/গীত সংগ্রহ করে আলোচনাসমেত প্রকাশ করেছিলেন। বাঙালি জাতীয়তাবাদী প্রেরণায় তখন ছিল লোকঐতিহ্য ও লোকসাহিত্য সংগ্রহের স্বর্ণযুগ। মুহম্মদ শহীদুল্লাহ্, মুহম্মদ মনসুরউদ্দীন প্রমুখের কর্মকাণ্ডের দ্বারা উজ্জীবিত হয়ে মুহম্মদ নূরুল হক পল্লির নিভৃত কোণ থেকে সিলেটের সাধক ও স্বভাব কবিদের বিভিন্ন তথ্য ও গান সংগ্রহ করে পত্রিকার পৃষ্ঠায় মুদ্রিত রেখে যে-দায়িত্ব পালন করে গেছেন তা অবিস্মরণীয়। কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টি প্রায় অজ্ঞাত ছিল সকলের কাছে। লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক জফির সেতুর গোচরে আসার পর তিনি তা সংকলন ও সম্পাদনপূর্বক গ্রন্থভুক্ত করে প্রকাশ্যে আনার প্রয়োজন বোধ করেন এবং কর্মটি তিনি সম্পন্ন করেন গভীর নিষ্ঠা, মমতা ও দায়িত্বশীলতার সঙ্গে। লোকগানের ভক্ত-পাঠক ও গবেষকদের কাছে গ্রন্থটি বিশেষ মূল্য পাবে বলে আমাদের বিশ্বাস।

চৈতন্যর অনুবাদের বই আমার গুপ্তকথাসালভাদোর দালি সম্পাদিত অনুবাদ: মলয় রায়চৌধুরীপ্রচ্ছদ : রাজীব দত্তমূল্য :  ২৫০ টাকা স্টল ...
10/02/2025

চৈতন্যর অনুবাদের বই
আমার গুপ্তকথা
সালভাদোর দালি
সম্পাদিত অনুবাদ: মলয় রায়চৌধুরী
প্রচ্ছদ : রাজীব দত্ত
মূল্য : ২৫০ টাকা
স্টল নং ৬০৭-৬০৮

"আমি প্রায়ই বলি যে একজন মানুষের সবচেয়ে দার্শনিক প্রত্যংগ হল তার চোয়াল"

বিখ্যাত স্প্যানিশ স্যুররিয়ালিস্ট শিল্পী সালভাদোর দালির আত্মজীবনী ‘দ্য সিক্রেট লাইফ অফ সালভাদোর দালি' ১৯৪২ সালে প্রকাশিত হয়। আধুনিক চিত্রকলারীতি ছাড়াও সুররিয়ালিজম, কিউবিজম, ডাডাইজম দালি-র ছবির অন্যতম বৈশিষ্ট্য। দালি সাঁইত্রিশ বছর বয়সেই তাঁর জীবদ্দশায় নিজের জীবনবৃত্তান্ত লিখে যান। তাঁর অপ্রতিরোধ্য এলোমেলো জীবনের যাপিত অভিজ্ঞতাই অকপট স্বীকারোক্তিতে বিবৃত হয়েছে ‘দ্য সিক্রেট লাইফ অফ সালভাদোর দালি' বইটিতে। বইটি প্রকাশিত হওয়ার পর ‘টাইম’ ম্যাগাজিন দালির আত্মজীবনীটিকে ‘বছরের সবচেয়ে অপ্রতিরোধ্য বইগুলির মধ্যে একটি' বলে চিহ্নিত করে।

রেশমি গেলাফতুষার আহামেদধরণ: কাব্যগ্রন্থ মলাট মূল্য: ২৫০/-প্রকাশকাল : একুশে গ্রন্থমেলা ২০২৫সন্ধ্যার আনোখা বাতাস বয়েনিয়ে আ...
08/02/2025

রেশমি গেলাফ
তুষার আহামেদ
ধরণ: কাব্যগ্রন্থ
মলাট মূল্য: ২৫০/-
প্রকাশকাল : একুশে গ্রন্থমেলা ২০২৫

সন্ধ্যার আনোখা বাতাস বয়ে
নিয়ে আসে আজানের পবিত্র লিরিক
নদী ছুঁয়ে, মেঘ ছুঁয়ে, রাজধানীর পতাকা ছুঁয়ে
ছুঁয়ে আসে ইতিহাস, ধূসর তারিখ।

ঐ শোনো, আজানের সব কণ্ঠ এক নয়
দৃশ্যের ভারে ঝুলে পড়া দৃষ্টি জানে কায়ামাত কতদূর।

তোমরা কেবলই বিচার বসাও ঈশ্বরের-
জনস্বার্থে দ্বীপান্তর দেশান্তর বা যাবজ্জীবন কারাবাস।
ঈশ্বর কতদিন বাঁচে?
তার মৃত্যু ক্যানো
-দ্যাখেনা কেউই?

জল্লাদের লাল চোখে ঈশ্বর ফুল হয়ে ফুটে ওঠে
এক গলা মৃত্যুর অবসরে
রাষ্ট্রের চৌকাঠ বারান্দা ছাইঞ্চার কার্নিশে
প্রত্নবিৎ রাস্তায় গলিতে
আর যুদ্ধবাজ সৈনিকের প্রিয়তম বন্দুকের নলের ডগায়।

রকমারি লিংক: https://www.rokomari.com/book/454022/reshmi-gelaf

কবি সঞ্জয়-বিরচিত 'মহাভারত'অধ্যাপক ডক্টর মুনীন্দ্রকুমার ঘোষ সম্পাদিতপ্রথম প্রকাশ ১৯৬৯। চৈতন্য সংস্করণ ২০২৪সার্বিক তত্ত্বা...
07/02/2025

কবি সঞ্জয়-বিরচিত 'মহাভারত'
অধ্যাপক ডক্টর মুনীন্দ্রকুমার ঘোষ সম্পাদিত
প্রথম প্রকাশ ১৯৬৯। চৈতন্য সংস্করণ ২০২৪
সার্বিক তত্ত্বাবধায়ক : ড. মোহাম্মদ সাদিক
ড. মোস্তাক আহমাদ দীন

বিশেষ কৃতজ্ঞতা : করুণা সিন্ধু চৌধুরী বাবুল
প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য ৩০০০/-

মহাকবি সঞ্জয় সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও তাঁর অনুদিত বাংলা মহাভারতের নিদর্শন কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে। গবেষকদের মতে মহাকবি সঞ্জয় ছিলেন সুনামগঞ্জের অধিবাসী। তাহিরপুর উপজেলার লাউড় এলাকা ছিল তাঁর জন্মস্থান। ভূবন বিখ্যাত জাত মহাকাব্য মহাভারতের সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন মহাকবি সঞ্জয়। সংস্কৃত ভাষায় রচিত মহাভারতের অন্য কোন ভাষায় এটিই প্রথম অনুবাদ। প্রায় ৫শত বছর পূর্বে জন্ম নেয়া মহাকবি সঞ্জয় বাংলায় মহাভারত অনুবাদের মাধ্যমে আদি জনক-ভাষা সংস্কৃতের সঙ্গে বাংলা ভাষার সম্পর্ককে আরো ভাব গাম্ভীর্যময় ও দৃঢ় করেন। মহাকবি সঞ্জয়ের সেই প্রয়াসকে এই স্মারকস্তম্ভে স্থাপত্যের ভাষায় প্রতীকায়িত করা হয়েছে।

কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিকের দাবি, বাংলায় মহাভারতের আদি অনুবাদক সুনামগঞ্জের তাহিরপুর অর্থাৎ লাউড়ের মহাকবি সঞ্জয়। মহাকবি সঞ্জয়ের মহাভারতে লাউড়ের নিপতি রাজা ভগদত্ত এবং সৈন্যবাহিনীকে মহাভারতের যুদ্ধে অংশ গ্রহণের পরিচয় পাওয়া যায় এবং তিনি রাজা ভগদত্তকে বহুবার ‘লাউড়-ইস্বর’ বলে সম্বোধন করেছেন, ‘অঙ্গবীর পড়িল সকলে দিল ভঙ্গ’। ত্বরিৎ গমন সব ভীমের আতংক ॥ তাহা দেখি ভগদত্ত ‘লাউড়-ইস্বর’। চড়ি সুপ্রস্তিক হস্তি দাইল সত্বর ॥

সঞ্জয় বিষয়ক এই গবেষণালব্ধ তথ্য বাংলা সাহিত্য চর্চা তথা মধ্যযুগের সাহিত্যের আদি নিদর্শন সমূহের একটি। অধ্যাপক ড. মুনীন্দ্র কুমার ঘোষ সম্পাদিত কবি সঞ্জয় বিরচিত মহাভারত ১৯৬৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত হয় এবং সেখানে গবেষক কবির পরিচয় দিতে গিয়ে বলেছেন, সঞ্জয় লাউড়ের এই বরদ্বাজগোত্রীয় বারেন্দ্র ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন।

সঞ্জয় সংক্রান্ত এই গবেষণাকর্ম ভারতে সম্পাদিত হওয়ায় আমাদের দেশে এই বিষয়ক আলোচনা এখনও সীমিত। আমাদের দেশে মহাকবি সঞ্জয়কে নিয়ে আরও গবেষণা আবশ্যক। সুনামগঞ্জের সাহিত্য ও সংস্কৃতির প্রাচীণ ইতিহাস আলো করে দাঁড়িয়ে আছেন মহাকবি সঞ্জয়।

উল্লেখ্য, সিলেট অঞ্চল প্রাচীনকালে যে কয়টি রাজ্যে বিভক্ত ছিল তার অন্যতম লাউড় রাজ্যের রাজধানী ছিল তাহিরপুরের হলহলিয়ায়। এখনও ওখানে রয়েছে প্রাচীন নিদর্শন। হলহলিয়া লাউড় এলাকার নিকটবর্তী। বর্তমান লাউড়ের গড়কে ঘিরে ভারত সীমান্তবর্তী যে বাংলাদেশি ভূখন্ড বিস্তৃত রয়েছে সেখানে শ্রীচৈতন্যের অন্যতম পারিষদ অদ্বৈত মহাপ্রভুর জন্মস্থান। মধ্যযুগীয় বৈষ্ণব সাহিত্যের অনেক অমরকীর্তি এই এলাকায় এবং এলাকার মানুষের হাতে রচিত হয়েছে। প্রাকৃতিক পরিবর্তনের ফলে সেইসব ঐতিহাসিক নিদর্শন লুপ্তপ্রায়।

বেরিয়েছে চৈতন্য র অনুবাদ এর বই। বইমেলায় পাবেন স্টল নং ৬০৭-৬০৮আমার গুপ্তকথাসালভাদোর দালি সম্পাদিত অনুবাদ: মলয় রায়চৌধুরীপ্...
04/02/2025

বেরিয়েছে চৈতন্য র অনুবাদ এর বই।
বইমেলায় পাবেন স্টল নং ৬০৭-৬০৮

আমার গুপ্তকথা
সালভাদোর দালি
সম্পাদিত অনুবাদ: মলয় রায়চৌধুরী
প্রচ্ছদ : রাজীব দত্ত
মূল্য : ২৫০ টাকা

"আমি প্রায়ই বলি যে একজন মানুষের সবচেয়ে দার্শনিক প্রত্যংগ হল তার চোয়াল"

বিখ্যাত স্প্যানিশ স্যুররিয়ালিস্ট শিল্পী সালভাদোর দালির আত্মজীবনী ‘দ্য সিক্রেট লাইফ অফ সালভাদোর দালি' ১৯৪২ সালে প্রকাশিত হয়। আধুনিক চিত্রকলারীতি ছাড়াও সুররিয়ালিজম, কিউবিজম, ডাডাইজম দালি-র ছবির অন্যতম বৈশিষ্ট্য। দালি সাঁইত্রিশ বছর বয়সেই তাঁর জীবদ্দশায় নিজের জীবনবৃত্তান্ত লিখে যান। তাঁর অপ্রতিরোধ্য এলোমেলো জীবনের যাপিত অভিজ্ঞতাই অকপট স্বীকারোক্তিতে বিবৃত হয়েছে ‘দ্য সিক্রেট লাইফ অফ সালভাদোর দালি' বইটিতে। বইটি প্রকাশিত হওয়ার পর ‘টাইম’ ম্যাগাজিন দালির আত্মজীবনীটিকে ‘বছরের সবচেয়ে অপ্রতিরোধ্য বইগুলির মধ্যে একটি' বলে চিহ্নিত করে।

Address

Payra 54, Dargamoholla Jornarpar
Sylhet
3100

Telephone

+8801718284859

Website

Alerts

Be the first to know and let us send you an email when চৈতন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চৈতন্য:

Share

Category

চৈতন্য

“জ্যোতির্ময় চেতনা” শ্লোগানে চৈতন্য ২০১২ সাল থেকে বই প্রকাশ করে যাচ্ছে।

ব্লু ওয়াটার শপিং সিটি (লিফটের ষষ্ঠ তলা), জিন্দাবাজার

সিলেট ৩১০০

মোবাইলঃ ০১৭১৮২৮৪৮৫৯