Krishnapada Debnath

Krishnapada Debnath Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishnapada Debnath, Digital creator, Village : Maijgaon . Upozilla : Kulaura. zilla : moulvibazer District : Sylhet, Kulaura.

আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা ।
I am creating content about social awareness, travelling vlog, food, tradition, health tips, and my weakness is Agriculture because I love my farmer.

লাউয়ের নেতিয়ে পড়া বা ঢলে পড়া রোগ  :লক্ষণঃ পুরো গাছ আস্তে আস্তে নেতিয়ে পড়ে । পরবর্তীতে পুরো গাছ মারা যায়।সমন্বিত দমন ব্যব...
11/09/2025

লাউয়ের নেতিয়ে পড়া বা ঢলে পড়া রোগ :

লক্ষণঃ পুরো গাছ আস্তে আস্তে নেতিয়ে পড়ে । পরবর্তীতে পুরো গাছ মারা যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংশ করা বা পুড়ে ফেলা।
বপনের পূর্বে বীজ শোধন করা (কার্বেন্ডাজিম ৫০ ডব্লিউপি- ২ গ্রাম প্রতি কেজি বীজ) দ্বারা শোধন করা ।

চারা গজানোর পর অতিরক্ত সেচ না দেওয়া ।

এ রোগের আক্রমণ দেখা দিলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম কুপ্রাভিট অথবা চ্যাম্পিয়ন (কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক) মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাবেন।

স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।
ফসল সংগ্রহের পর পুরাতন গাছ ও আবর্জনা আগুনে পুড়িয়ে দিন

মাদার মাটি শোধন করা (ফরমালিন দ্বারা)/ মাদায় ট্রাইকোডারমা ভিড়িডি ৩০ গ্রাম ৫০০ গ্রাম গোবরের সাথে মিশিয়ে ব্যবহার করা ।

-কৃষি সম্পর্কিত আরো তথ্য এবং পরামর্শ পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। পোস্টটি কৃষক ভাইদের কাছে পৌঁছাতে শেয়ার করুন।

-কৃষ্ণপদ দেবনাথ
উপসহকারী কৃষি কর্মকর্তা।

10/09/2025

এভাবে লাউয়ের মাদা তৈরী করলে লাউয়ের ফলন পাবেন শতভাগ #কৃষি #কৃষিকথা #সিলেটেরকৃষি

সঠিক ভাবে লাউয়ের মাদা তৈরী করুন, লাউয়ের মাদা যতো ভালোভাবে করতে পারবেন লাউও ততোই ভালো পাবেন। লাউয়ের মাদা তৈরী নিয়ে ভিডিও ...
10/09/2025

সঠিক ভাবে লাউয়ের মাদা তৈরী করুন, লাউয়ের মাদা যতো ভালোভাবে করতে পারবেন লাউও ততোই ভালো পাবেন। লাউয়ের মাদা তৈরী নিয়ে ভিডিও আসছে রাত ৮টায়, চোখ রাখুন আমার পেইজে।

-কৃষ্ণপদ দেবনাথ
উপসহকারী কৃষি কর্মকর্তা

দৈনিক আবহাওয়া বার্তা!! তারিখ : ১০ ই সেপ্টেম্বর, বুধবারআকাশ : এদিন দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পা...
10/09/2025

দৈনিক আবহাওয়া বার্তা!! তারিখ : ১০ ই সেপ্টেম্বর, বুধবার

আকাশ : এদিন দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।তবে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, বিশেষ করে বিকেল ও রাতে।

বৃষ্টি : চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা বরিশাল ও রাজশাহী বিভাগের দু একটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

তথ্যসূত্র :BWOT

অতি বৃষ্টিপাত হলে কৃষক ভাইদের করণীয় :

দ্রুত পরিপক্ব সবজি সংগ্রহ করে ফেলুন।
• জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন।
• জলাবদ্ধতা পরিহারের জন্য সবজির জমির চারপাশে নিষ্কাশন নালা তৈরি করুন।
• আমন ধানের জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন, যেন পানি জমতে না পারে।
• আমন ধানের জমির আইল উঁচু করে দিন।
• সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।
• কলা ও দণ্ডায়মান সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন। • আখের ঝাড় বেঁধে দিন।
• গবাদিপশু ও হাঁস-মুরগির থাকার জায়গা পরিষ্কার ও শুকনো রাখুন।
আরও পড়ুন পাহাড়ে অ্যাভোকাডো চাষে সফল ওমর শরীফ চারা পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হাওরাঞ্চলের কৃষকদের • পুকুরের চারপাশ উঁচু করে দিন। সম্ভব হলে চারপাশে জাল বা বাঁশের চাঁটাই দিয়ে ঘিরে দিন। যেন অতিরিক্ত পানিতে মাছ ভেসে না যায়।
• খরা ও লবণাক্ত এলাকায় জমির এক কোণে মিনি পুকুর খনন করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে পারেন, যেন পরে সম্পূরক সেচ নিশ্চিত করা যায়।• পরিণত হওয়ার পর বৃষ্টিতে নষ্ট হওয়ার আগে ভুট্টার মোচা সংগ্রহ করে ঘরের বারান্দায় রেখে রোদে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

• এ সময়ে উৎপাদিত শাক-সবজির মধ্যে ডাঁটা, গিমাকলমি, পুঁইশাক, চিচিঙা, ধুন্দল, শসা, ঢ্যাঁড়শ এবং বেগুনের গোড়ার আগাছা পরিষ্কার করে প্রয়োজন হলে মাটি তুলে দিতে হবে।
পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে।

-কৃষি সম্পর্কিত বিভিন্ন পরামর্শ পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন, এবং যোগাযোগ করুন আমার সাথে।

-পোস্টটি শেয়ার করে কৃষকদের কাছে পৌঁছাতে সাহায্য করুন।

- কৃষ্ণপদ দেবনাথ
উপসহকারী কৃষি কর্মকর্তা

ছেলে এখন তার মামাবাড়িতে, আমার ছেলের এই বিশ্ব জয় করা হাসিকেআমি ভীষণরকম মিস করছি। আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন। ♥
09/09/2025

ছেলে এখন তার মামাবাড়িতে,
আমার ছেলের এই বিশ্ব জয় করা হাসিকে
আমি ভীষণরকম মিস করছি।
আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন। ♥

09/09/2025

মাত্র ৫ শতক জায়গায় শসা চাষ করেছেন এই কৃষক। যত্ন এবং পরিচর্যা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে নিচ্ছেন তার কৃষিকে। বাংলার কৃষি এভাবেই এগিয়ে যাক। #কৃষি #বাংলারকৃষি

সিলেট হচ্ছে শান্তির জায়গা ।কিন্তু আরো আরো বেশি শান্তি পেতে হলে আপনাকে মৌলভীবাজারের এই জায়গাগুলোতে আসতে হবে।Sylhet is tru...
09/09/2025

সিলেট হচ্ছে শান্তির জায়গা ।
কিন্তু আরো আরো বেশি শান্তি পেতে হলে আপনাকে
মৌলভীবাজারের এই জায়গাগুলোতে আসতে হবে।

Sylhet is truly a land of peace. But if you want to experience even deeper tranquility, you must visit these enchanting places in Moulvibazar. If I say that Sylhet is God’s own homeland, it would not be wrong.

ধানের পাতা মোড়ানো পোকা (Leaf Roller)।ধানের অন্যতম ক্ষতিকর পোকার মধ্যে একটি ।  ক্ষতির ধরণ : এই পোকা ধান গাছের পাতার সবুজ ...
09/09/2025

ধানের পাতা মোড়ানো পোকা (Leaf Roller)।
ধানের অন্যতম ক্ষতিকর পোকার মধ্যে একটি ।

ক্ষতির ধরণ : এই পোকা ধান গাছের পাতার সবুজ অংশ চুষে খেয়ে ফেলে। এবং ধানের পাতাকে মুড়িয়ে ফেলে। মোড়ানো পাতার ভেতর পোকার কীড়া মল এবং ডিম পাওয়া যায়।
ধানের পাতার রস শুষে খেয়ে পাতাকে সাদা করে ফেলে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

প্রাথমিক অবস্থায় পোকার ডিম বা কীড়াসহ পাতা সংগ্রহ করে ধ্বংস করা। আলোর ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক মথ ধরে মেরে ফেলা।
জমিতে ডালপালা পুঁতে পোকাখেকো পাখির সাহায্যে পূর্ণবয়স্ক মথ দমন করা।
জমিতে চারা রোপণের ৪০ দিন পর্যন্ত আগাছামুক্ত রাখতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

১) পাতা মোড়ানো পোকা দমনের জন্য- এসিপ্রিড প্লাস (কারটাপ +এসিটামিপ্রিড) ৯৫ এস পি ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। বিঘা প্রতি মাত্রা ২০ গ্রাম এবং একর প্রতি মাত্রা ৬০ গ্রাম।

অথবা...

২) এসিমিক্স ৫৫ ই সি (ক্লোরপাইরিফস +সাইপারমেথ্রিন) ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।

অথবা

৩) কেয়ার ৫০ এস পি (কারটাপ) ২৪ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ৪৮০ গ্রাম।

অথবা

৫) গোলা ৪৮ ই সি (ক্লোরপাইরিফস) ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।

কৃষি সম্পর্কিত তথ্য এবং পরামর্শ পেতে যোগাযোগ করুন আমার সাথে।
কৃষক ভাইদের নিকট পোস্টটি পোঁছাতে শেয়ার করুন।

-কৃষ্ণপদ দেবনাথ
উপসহকারী কৃষি কর্মকর্তা

08/09/2025

দেখি কে বলতে পারেন ? ;-)

08/09/2025

ধানের জমিতে পার্চিং, লাইন ও লোগো পদ্ধতি।

লাইন ও লোগো পদ্ধতি হলো ধান চাষের ক্ষেত্রে আধুনিক ও নতুন প্রযুক্তি যার মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে ধানের ভালো ফলন পাওয়া যায়।

লাইন পদ্ধতিতে ধান চাষঃ লাইন বা সারি পদ্ধতিতে ধানের চারা রোপণের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব হতে হবে ২০-২৫ সেমি বা ৮-১০ ইঞ্চি। ধানের সারিতে গুছি থেকে গুছির দূরত্ব হতে হবে ১৫-২০ সেমি বা ৬-৮ ইঞ্চি।

লাইন বা সারি পদ্ধতিতে চারা লাগানোর সুবিধাসমুহঃ

লাইন বা সারি করে চারা লাগালে গাছ পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো ও বাতাস পেয়ে থাকে। ফলে গাছের সালোকসংশ্লেষণে সুবিধা হয়।

সহজেই গুটি ইউরিয়া সার প্রয়োগ করা যায়।

লাইন বা সারি করে চারা লাগালে ধান গাছের অান্তঃপরিচর্যা করতে সুবিধা হয়। অর্থাৎ নিড়ানি যন্ত্র ব্যবহার করে খুব সহজেই জমি আগাছামুক্ত করা যায় এবং খরচও কম হয়ে থাকে।

এই পদ্ধতিতে সার প্রয়োগে সুবিধা হয়।

লাইন বা সারি পদ্ধতিতে ধান চাষ করলে জমিতে তুলনামুলকভাবে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়।

এই পদ্ধতিতে ধান চাষ করলে ফলন অনেক বৃদ্ধি পাবে।

লোগো পদ্ধতিতে ধান চাষঃ

লোগো পদ্ধতিও ধান চাষের নতুন একটি প্রযুক্তি। ধানের চারা রোপণের সময় প্রতি ১০ সারির পরে একটি সারি বাদ দেওয়া বা ফাঁকা রাখাই হলো লোগো পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতি ১০ সারি পরে ১২-১৬ ইঞ্চি ফাঁকা রাখা উত্তম। ধানের চারা রোপণের সময় প্রতি ১০ সারির পরে ১ টি লাইনে ধানের চারা লাগানো বাদ রেখে অন্য লাইনে চারা লাগাতে হবে। এই পদ্ধতিতে সম্পূর্ণ জমিতে ধানের চারা রোপণ শেষ করতে হবে।

ধান চাষে লোগো পদ্ধতির সুবিধাসমুহঃ

বাদামী ঘাসফড়িং ও মাজরা পোকা ধান গাছে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। ছায়াযুক্ত স্থানে সাধারণত এ ধরনের পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। লোগো পদ্ধতিতে ধান চাষ করা হলে ধান গাছ পর্যাপ্ত আলো ও বাতাস পাওয়ায় পোকার আক্রমণ কমে যায়। জমিতে এই পদ্ধতি ব্যবহারের ফলে আগাছা দমন, সঠিকভাবে সার প্রয়োগ ইত্যাদি অান্তঃপরিচর্যা অনেকটাই সহজ হয়ে যায়। তাছাড়া আগাছা পরিষ্কারের সময় লোগোর লাইনে বা সারিতে তা পুতেঁ রাখলে ভালো জৈব সার হয়। লোগো পদ্ধতির আরেকটি সুবিধা হলো লোগোযুক্ত জমিতে ইঁদুরের আক্রমণ কম হয়ে থাকে।

পার্চিং :

পার্চিং একটি প্রাকৃতিক পোকা দমনের পদ্ধতি যেখানে ফসলের জমিতে গাছের ডাল, বাঁশের কঞ্চি বা খুঁটি পুঁতে দেওয়া হয়, যাতে পাখিরা সেগুলোতে বসে ক্ষতিকারক পোকামাকড়, পোকার মথ ও ডিম খেয়ে ফেলতে পারে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো কীটনাশকের ব্যবহার কমিয়ে কম খরচে ফসলের উৎপাদন বৃদ্ধি করা এবং পরিবেশকে সুরক্ষিত রাখা।

পার্চিং পদ্ধতি ব্যবহারের কারণ

জৈবিক দমন:

এটি একটি জৈবিক দমন ব্যবস্থা, যেখানে প্রকৃতি ও প্রাণীর ব্যবহারেই পোকা নিয়ন্ত্রণ করা হয়।

পরিবেশবান্ধব:

কীটনাশকের ব্যবহার না করে ফসলকে পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়, যা পরিবেশের জন্য নিরাপদ।

খরচ সাশ্রয়ী:

কম খরচে এই পদ্ধতি অবলম্বন করে ফসল রক্ষা করা যায়।

কীভাবে পার্চিং করা হয়

1. বস্তু স্থাপন:

ফসলের জমিতে গাছের ডাল, বাঁশের কঞ্চি, খুঁটি, ধইঞ্চার ডাল বা T-আকৃতির দণ্ড খাড়াভাবে পুঁতে দেওয়া হয়।

2. পাখিদের আকর্ষণ:

এই উঁচু জায়গাগুলোতে বিভিন্ন ধরনের পাখি এসে বসে।

3. পোকা দমন:

পাখিরা তখন জমিতে থাকা ক্ষতিকারক পোকামাকড়, যেমন – পোকার মথ ও ডিম খেয়ে ফেলে, ফলে পোকার সংখ্যা কমে যায়।

সুবিধা ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন হয়, কীটনাশকের ওপর নির্ভরতা কমে, কৃষকদের উৎপাদন খরচ কমে, পরিবেশ দূষণ হ্রাস পায়, ফসলের উৎপাদন বাড়ে.

#কৃষিকথা

শীঘ্রই আসছে লাউ চাষাবাদ করে লাভবান হওয়া এক কৃষক ভাইয়ের গল্প। লাউ চাষাবাদ কিভাবে করলে লাভজনক এবং কিভাবে মাদা তৈরী করবেন, ...
08/09/2025

শীঘ্রই আসছে লাউ চাষাবাদ করে লাভবান হওয়া এক কৃষক ভাইয়ের গল্প।
লাউ চাষাবাদ কিভাবে করলে লাভজনক এবং কিভাবে মাদা তৈরী করবেন, কিভাবে টুজি থ্রিজি কাটিং করবেন, এবং কখন কি ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করবেন সবকিছু নিয়েই ভিডিও আসছে।

আপনি যদি একজন লাউ চাষী হয়ে থাকেন তাহলে চোখ রাখুন আমার পেজে।
আমি কৃষ্ণপদ দেবনাথ উপসহকারী কৃষি কর্মকর্তা,কৃষি সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলবো আপনার সাথে। সমস্যা আপনার আর সমাধান দেবো আমরা।

-কৃষ্ণপদ দেবনাথ
উপসহকারী কৃষি কর্মকর্তা

#কৃষিকথা #কৃষি #বাংলারকৃষি #কৃষক

-০৫/০৯/২০২৫ তারিখ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাথারিয়া রিজার্ভ ফরেস্টে ঘুরতে গিয়েছিলাম আমরা। আমাদের এই যাত্রা ছিলো ব...
08/09/2025

-০৫/০৯/২০২৫ তারিখ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাথারিয়া রিজার্ভ ফরেস্টে ঘুরতে গিয়েছিলাম আমরা। আমাদের এই যাত্রা ছিলো বেশ কয়েকটি ঝর্ণা দেখার উদ্দেশ্যে, পথি মধ্যে সমনবাগ চা বাগানে কিছুক্ষণ সময় আমরা থেকেছিলাম, সমনবাগ চা বাগান ফ্যাক্টরিতে অসাধারণ কিছু মুহূর্ত কেটেছিলো আমাদের।আমরা এখানে আঠারো জন মানুষই প্রকৃতি প্রেমী, সময় পেলেই প্রকৃতিতে ছুটে বেরাই। তবে এই দিন আমাদের গ্রুপের অনেকেই অনুপস্থিত ছিলেন তাদেরকেও আমরা খুবই মিস করেছিলাম। আমাদের নেক্সট ডেসটিনেশান গ্রুপটি দীর্ঘজীবি হোক। ছবিটি এখানে থাকলো স্মৃতি হিসেবে।

Address

Village : Maijgaon . Upozilla : Kulaura. Zilla : Moulvibazer District : Sylhet
Kulaura

Alerts

Be the first to know and let us send you an email when Krishnapada Debnath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishnapada Debnath:

Share