Pagla

Pagla পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুজবি শেষে।
তোরা কেউ যাস'নে পাগলের কাছে"

17/03/2025

কলকাতার হাওড়ার পরোটা বিক্রেতা রাজু দা,
আর বাংলাদেশের তরমুজ বিক্রেতা র একই অবস্থা মিডিয়া আর ব্লগার দের উৎপাতে।

17/03/2025

হায় রে জনগণ 🫤🫤

কি হয়েছে  কারো সাথে?
24/02/2025

কি হয়েছে কারো সাথে?

With হাসির আড্ডা DV – I just got recognized as one of their rising fans! 🎉
06/07/2024

With হাসির আড্ডা DV – I just got recognized as one of their rising fans! 🎉

এটাই উত্তম।
22/06/2024

এটাই উত্তম।

আহা শৈশবের মধুর স্মৃতি।
22/06/2024

আহা শৈশবের মধুর স্মৃতি।

14/05/2024
🫠
14/05/2024

🫠

এটাই এক সময়ের বার্গার,রোল আমাদের।এটা চিনবে না এখনকার পোলাপানরা।
13/05/2024

এটাই এক সময়ের বার্গার,রোল আমাদের।

এটা চিনবে না এখনকার পোলাপানরা।

লুকোচুরি : রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি ক’রেচাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,ভোরের বেলা মা গো, ডালের ’পরেকচি পাতায় করি ল...
12/05/2024

লুকোচুরি : রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যদি দুষ্টুমি ক’রে

চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,

ভোরের বেলা মা গো, ডালের ’পরে

কচি পাতায় করি লুটোপুটি,

তবে তুমি আমার কাছে হারো,

তখন কি মা চিনতে আমায় পারো।

তুমি ডাকো, ‘খোকা কোথায় ওরে।’

আমি শুধু হাসি চুপটি করে।

যখন তুমি থাকবে যে কাজ নিয়ে

সবই আমি দেখব নয়ন মেলে।

স্নানটি করে চাঁপার তলা দিয়ে

আসবে তুমি পিঠেতে চুল ফেলে;

এখান দিয়ে পুজোর ঘরে যাবে,

দূরের থেকে ফুলের গন্ধ পাবে—

তখন তুমি বুঝতে পারবে না সে

তোমার খোকার গায়ের গন্ধ আসে।

সন্ধেবেলায় প্রদীপখানি জ্বেলে

যখন তুমি যাবে গোয়ালঘরে

তখন আমি ফুলের খেলা খেলে

টুপ করে মা, পড়ব ভুঁয়ে ঝরে।

আবার আমি তোমার খোকা হব,

‘গল্প বলো’ তোমায় গিয়ে কব।

তুমি বলবে, ‘দুষ্টু, ছিলি কোথা।’

আমি বলব, ‘বলব না সে কথা।’

Artist : Anupam Huda

মনুষ্যত্বের কত অভাব! ময়মনসিংহের ভালুকায়, গত১১/৫/২৪ইং  রাতে রোড এক্সিডেন্টে এক মহিলাসহ সাথে ১ বছরের এক বাচ্ছা, মারাত্বক ভ...
12/05/2024

মনুষ্যত্বের কত অভাব!

ময়মনসিংহের ভালুকায়, গত১১/৫/২৪ইং
রাতে রোড এক্সিডেন্টে এক মহিলাসহ সাথে ১ বছরের এক বাচ্ছা, মারাত্বক ভাবে আহত অবস্থায় পড়ে থাকে।
এমন পরিচয়নহীন মহিলা ও বাচ্চা পড়ে থাকলে স্থানীয় মানুষের বদৌলতে হাসপাতালে নিয়ে আসা হয় মা শিশুকে।এমতাবস্থায় মহিলা মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কিন্তু-এই অজ্ঞাত মহিলা ও শিশুকে আহত অবস্থায় কিছু অমানুষ দেখেছিল,সাহায্যের বদলে সে মুমূর্ষু মহিলার হাতে থাকা -ঘড়ি,মানিব্যাগ,মোবাইল, গলার স্বর্নের অলঙ্কারগুলো লুন্ঠনকর্ম সেরে পালিয়ে যায়।
পাশে থাকে শিশুর কান্না,আর অর্ধমৃত মহিলাকে ফেলে রেখে চলে যায় ঐ পাষন্ড অমানুষ।

যদি মহিলার সাথে থাকা ফোন থাকতো, পরিচয় পেতে এতো বেগ পেতে হত না।

অবশেষে, মহিলার পরিচয় মিলেছে উনার বাড়ি সুনামগঞ্জ।

একটি শীতের সকাল।
25/12/2023

একটি শীতের সকাল।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Pagla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share