Voice of July 24

Voice of July 24 "সংগ্রাম চলমান,,,
Political | News | Analysis" ভয়েস অব জুলাই

আজ ০৩ অক্টোবর (শুক্রবার)  সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের মাসিক সভায় বক্তব্য দিচ্ছেন, ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা এডভোকেট ...
03/10/2025

আজ ০৩ অক্টোবর (শুক্রবার) সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের মাসিক সভায় বক্তব্য দিচ্ছেন, ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা এডভোকেট সালেহ আহমদ চৌধুরী।

19/09/2025

জুলাই সনদ এবং পি আর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিলে সিলেট

06/09/2025
14/08/2025

অল্প কথায় সাদা পাথর নিয়ে বক্তব্য আসলো জামায়াত নেতাভএমপি প্রার্থী জয়নাল ভাইর কাছ থেকে।
বিষয়টি পরিস্কার।

বেসরকারি প্রতিষ্ঠান  ইমপ্যাক্ট এনিশিয়েটিভ এর উদ্যোগে সিলেট মহানগরের  রোগীদের  মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতি...
14/08/2025

বেসরকারি প্রতিষ্ঠান ইমপ্যাক্ট এনিশিয়েটিভ এর উদ্যোগে সিলেট মহানগরের রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা- উন- নবী স্যার ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাাইটির ভাইস চেয়ারম্যান ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড চেয়ারম্যান জননেতা মাওলানা হাবিবুর রহমান, সমাজ সেবক,সংগঠন মোঃশাহজাহান আলী,ইম্প্যক্ট ইনিশিয়েটিভ সংস্থার প্রশাসনিক প্রধান মোঃ এনায়েত উল্লাহ।

14/08/2025

বাংলাদেশের ইতিহাসে আলেমরা বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন
-ধর্ম উপদেষ্টা

12/08/2025

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।

হাসপাতাল থেকে বাসায় যাচ্ছেন মুহতারাম আমীরে জামায়াত।

02/08/2025

উপদেষ্টা ও প্রেস সচিব কে স্বাগত জানাতে এগিয়ে আসলেন শিবির নেতারা ♥️🥰

02/08/2025

জামায়াতের আমির কে দেখতে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজিব -  আসসালামু আলাইকুম, জাহিদ সাহেব এত মনোযোগ দিয়ে কি পড়ছেন?জাহিদ -  ওয়ালাইকুম আসসালাম,আর বলেন না রাজিব সাহেব,আসলে কি...
22/05/2024

রাজিব - আসসালামু আলাইকুম, জাহিদ সাহেব এত মনোযোগ দিয়ে কি পড়ছেন?

জাহিদ - ওয়ালাইকুম আসসালাম,আর বলেন না রাজিব সাহেব,আসলে কি খাচ্ছি আমরা ভাত না বিষ?

রাজিব- কেন কি হয়েছে ভাতের?

জাহিদ- আরে ভাই আমরা যে বড় বড় ব্যান্ডের চালের ভাত খাই তা নাকি কেমিক্যাল মিশিয়ে প্রক্রিয়াজাত করা এবং পলিশ করে চাল চিকন করা হয়।

রাজিব - জি আপনি ঠিকই জেনেছেন, আসলে আমরা যে চালের ভাত খাই যেমন নাজির শাইল,জিরাশাইল,মিনিকেট ইত্যাদি নামে কোন জাতই হয় না। এগুলো সব চাল প্রক্রিয়াজাত করে ভিন্ন ভিন্ন নাম দিয়ে আমাদের চালের বদলে বিষ খাওয়াচ্ছে।

এগুলো চালে ইউরিয়া এবং ফিটকারী দিয়ে ঝকঝকে করা হচ্ছে এবং পলিশ করে চাল চিকন করা হয়। ইঊরিয়া হলো দেহের বজ্য পদার্থ, এটা যদি খাবারের মাধ্যমে শরীরে যাই তাহলে সেটা বিষ ছাড়া আর কি?

জাহিদ - আর চাল পলিশ করার ফলে চালের তো, আসল পুষ্টি গুণ কমে যাই। তাহলে কি আমরা ভাত খাবো না ?

রাজিব- ভাত খাবেন না কেন! অবশ্যই খাবেন তবে সেটি বিষমুক্ত টা খাবেন। যেমন আমি এবং আমার পরিবার খাই "বাহারি এগ্রো ফার্মের" চাল। বাহারি এগ্রো ফার্মের" চাল গ্রামীণ কৃষকের গোলার ধান, হাস্কিং মেশিনে ভেঙে কুলা দিয়ে ঝেড়ে কোন কেমিক্যাল ছাড়ায় এই চাল প্রস্তুত করা হয়।

জাহিদ - ধন্যবাদ রাজিব সাহেব। তবে পাবো কিভাবে?

রাজিব- বাহারী এগ্রো ফার্মের পেজে অথবা স্কিনে দেওয়া নাম্বারে অর্ডার করলে হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ।

Address

Sylhet
3100

Telephone

+8801635842650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of July 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share