22/05/2024
রাজিব - আসসালামু আলাইকুম, জাহিদ সাহেব এত মনোযোগ দিয়ে কি পড়ছেন?
জাহিদ - ওয়ালাইকুম আসসালাম,আর বলেন না রাজিব সাহেব,আসলে কি খাচ্ছি আমরা ভাত না বিষ?
রাজিব- কেন কি হয়েছে ভাতের?
জাহিদ- আরে ভাই আমরা যে বড় বড় ব্যান্ডের চালের ভাত খাই তা নাকি কেমিক্যাল মিশিয়ে প্রক্রিয়াজাত করা এবং পলিশ করে চাল চিকন করা হয়।
রাজিব - জি আপনি ঠিকই জেনেছেন, আসলে আমরা যে চালের ভাত খাই যেমন নাজির শাইল,জিরাশাইল,মিনিকেট ইত্যাদি নামে কোন জাতই হয় না। এগুলো সব চাল প্রক্রিয়াজাত করে ভিন্ন ভিন্ন নাম দিয়ে আমাদের চালের বদলে বিষ খাওয়াচ্ছে।
এগুলো চালে ইউরিয়া এবং ফিটকারী দিয়ে ঝকঝকে করা হচ্ছে এবং পলিশ করে চাল চিকন করা হয়। ইঊরিয়া হলো দেহের বজ্য পদার্থ, এটা যদি খাবারের মাধ্যমে শরীরে যাই তাহলে সেটা বিষ ছাড়া আর কি?
জাহিদ - আর চাল পলিশ করার ফলে চালের তো, আসল পুষ্টি গুণ কমে যাই। তাহলে কি আমরা ভাত খাবো না ?
রাজিব- ভাত খাবেন না কেন! অবশ্যই খাবেন তবে সেটি বিষমুক্ত টা খাবেন। যেমন আমি এবং আমার পরিবার খাই "বাহারি এগ্রো ফার্মের" চাল। বাহারি এগ্রো ফার্মের" চাল গ্রামীণ কৃষকের গোলার ধান, হাস্কিং মেশিনে ভেঙে কুলা দিয়ে ঝেড়ে কোন কেমিক্যাল ছাড়ায় এই চাল প্রস্তুত করা হয়।
জাহিদ - ধন্যবাদ রাজিব সাহেব। তবে পাবো কিভাবে?
রাজিব- বাহারী এগ্রো ফার্মের পেজে অথবা স্কিনে দেওয়া নাম্বারে অর্ডার করলে হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ।