Shuhel 0.2

Shuhel 0.2 Sylhety Tv

শুভ সকাল
18/10/2024

শুভ সকাল

19/02/2024

পুরোটা পড়বেন কিন্তু
একটা শব্দ ও বাদ দিবেন না।
সামান্য একটু সময় ব্যয় করেন
আশা করি ঠকবেন না— ইনশাআল্লাহ!🌸🌸

কেমন আছেন.? 😊

যেমনই থাকেন একটু মুচকি হাসেন
এবার বলেন, আলহামদুলিল্লাহ 🥰
আবার বলেন
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল

সারাদিনে অনেক গুনাহ করলাম এবার আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নিই.?😊

আল্লাহুম্মাগফিরলি

আস্তাগফিরুল্লাহ

আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি

আস্তাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুম ওয়া আতুবু ইলাইহি

যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেষ
আশা রাখি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ

আল্লাহকে একটু স্মরণ করা যাক এবার?🥀

সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবর
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)"

তাজবী তো পড়লেন এবার নেকির বস্তাটা নিয়ে যান?

আল্লাহুম্মাগফির ওয়ালিল মু'মিনিনা ওয়াল মুমিনাত

আলহামদুলিল্লাহ 🥰

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ 🥀

পেয়ে গেলেন তো বিশ লাখ নেকি
আলহামদুলিল্লাহ 🌻

জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু

এখন থেকে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে

খুশি হয়ে একবার তো বলতে পারেন আলহামদুলিল্লাহ

আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ 😍

আবার পড়ুন।।(তিন বার)

বিসমিল্লাহ্‌ হিররাহমানীর রাহিম

কুল হুওয়াল্লা-হু আহাদ।
ওল্লা-হুসসামাদ।
লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।
ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।

পেয়ে গেলেন ত এক খতম কোরয়ান শরীফের ছাওয়াব
বলুন আলহামদুলিল্লাহ্‌।

‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।
(’তিন বার পড়ি)

মিজানের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর
কাছেও অধিক পছন্দনীয়।
এবার ত অনেক নেকীর মালিক হয়ে গেলেন।

নিচে জান...
এবার পড়েন

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

যখন উঠে দাড়াবেন তখন পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বসে থাকলে পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

হাঁটার সময় পড়বেন.....

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. রবী...
21/01/2024

১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. রবীন্দ্রনাথ ঠাকুর।

২.বউয়েরা ঘরের লক্ষী। এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয়, তত বেশি সংসার এ শান্তি আসে।..হুমায়ুন আহমেদ।

৩.স্ত্রীকে যথেষ্ঠ পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ঠ পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।..সুনীল গঙ্গোপাধ্যায়।

৪.সেই পুরুষই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।..কাজী নজরুল ইসলাম।

৫.প্রতিদিন একবার স্ত্রীকে " আমি তোমাকে ভালোবাসি" বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয় যায়।..সত্যজিৎ রায়।

৬.মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।..মার্ক জুকারবার্গ।

৭. মেয়েদের মন এ ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবেনা। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো।.. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৮.একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারেনা। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেয়।......জীবনানন্দ দাশ।

দারুন একটা ফটোগ্রাফি৭০% চোখ বন্ধ করে ছবিটি দেখুন..! 😍
27/09/2023

দারুন একটা ফটোগ্রাফি
৭০% চোখ বন্ধ করে ছবিটি দেখুন..! 😍

28/08/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

16/06/2023
হিরো আলমের বইয়ের ১০টা চুম্বক লাইন।১। আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই।২। আ...
04/03/2023

হিরো আলমের বইয়ের ১০টা চুম্বক লাইন।

১। আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই।

২। আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন?

৩। আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন? আল্লাহই তো আমারে বানাইছে। আমি তো বানাই নাই। আমি কি করবো? এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না৷

৪। জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া।

৫। শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিসকা চালায়ে খাইতেন। আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইছি, আপনার তো চেহারা মুটামুটি। আপনি তো তাও পারতেন না।

৬। আমি আমার ভক্তগো একবার ধন্যবাদ দিলে সমালোচকগো দুইবার ধন্যবাদ দেই। তারা আমার ভিডিও খিয়াল করে দেখে। ঘুমাতে যাওয়ার আগেও দেখে, উইঠেও দেখে।

৭। সারটিফিকেট ধারী শিক্ষিত লোক হইলো ভীতু। নিজেরা তো কিছু করবেই না, কেউ করতে দেখলেও গা জ্বলে। এরা যে কি চায় নিজেরাই জানে না।

৮। আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে, সিডি, ডিস লাইন, মিউজিক ভিডিও করে ১০-১৫টা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেন?

৯। আমি হিরো আলম আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এই জন্যে কাজ করি। আমার মাইনসের হাসিমুখ দেখতেই ভালো লাগে। এই সব ভাইরাল, সমালোচনা এসবের জন্যে কাজ করি না।

১০। আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্যে একটা সংস্থা করে যেতে চাই, যাতে, আমার মায়ের মতো কারো মার যেন মাইর খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে।

দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিবো।

আপনি হিরো আলমকে অপছন্দ করতে পারেন, কিন্তু তার কথাগুলো কিন্তু বাস্তব!

07/01/2023

না জানি আমাদের প্রিয় নবী কত সুন্দর ছিলেন

18/12/2022

বাংলাদেশের দোয়া চাইছে আর্জেন্টিনার সবাই।

13/12/2022

Congratulations Argentina 🎉
Just another step to fulfill the dream ✌️

❤️🇦🇷❤️
27/11/2022

❤️🇦🇷❤️

Address

Sylhet

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801716270196

Alerts

Be the first to know and let us send you an email when Shuhel 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuhel 0.2:

Share