29/09/2025
আপনি কি জানেন❓
৯০% ব্যবসা ফেসবুকে উপস্থিত থাকলেও, মাত্র অল্প কিছু ব্যবসাই সত্যিকারের মার্কেটিং করছে।
👉 শুধু ফেসবুক পেজ খুললেই মার্কেটিং হয় না।
👉 শুধু পোস্ট করলেই কাস্টমার আসে না।
👉 শুধু বুস্ট করলেই সেলস হয় না।
✅ আসল Facebook Marketing মানে হলো:
• সঠিক অডিয়েন্স খুঁজে বের করা 🎯
• ভ্যালু দেওয়া কন্টেন্ট শেয়ার করা ✨
• রিলস, পোস্ট, স্টোরি দিয়ে কানেকশন তৈরি করা
• আর শেষে কাস্টমারকে নরমালি সেলসের দিকে আনা 🚀
আজকের দিনে ফেসবুকই সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম—
কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজি ছাড়া কাজ করেন, তাহলে শুধু সময় আর টাকা নষ্ট হবে।
তাহলে প্রশ্ন হলো—
👉 আপনি কি এখনো শুধু পোস্ট দিচ্ছেন?
নাকি সত্যিকারের Facebook Marketing শুরু করেছেন?
কমেন্টে লিখুন FB Marketing – আমি আপনাকে একটি ছোট স্টেপ-বাই-স্টেপ গাইড পাঠিয়ে দেবো। 📘