অস্থির মামা 420

অস্থির মামা 420 💻 Digital Marketer | SEO & Ads Expert| wordpress Developer
🎥 Sharing tips & tricks for online growth
🚀 Helping brands shine in digital world

আপনি কি জানেন❓৯০% ব্যবসা ফেসবুকে উপস্থিত থাকলেও, মাত্র অল্প কিছু ব্যবসাই সত্যিকারের মার্কেটিং করছে।👉 শুধু ফেসবুক পেজ খুল...
29/09/2025

আপনি কি জানেন❓
৯০% ব্যবসা ফেসবুকে উপস্থিত থাকলেও, মাত্র অল্প কিছু ব্যবসাই সত্যিকারের মার্কেটিং করছে।

👉 শুধু ফেসবুক পেজ খুললেই মার্কেটিং হয় না।
👉 শুধু পোস্ট করলেই কাস্টমার আসে না।
👉 শুধু বুস্ট করলেই সেলস হয় না।

✅ আসল Facebook Marketing মানে হলো:
• সঠিক অডিয়েন্স খুঁজে বের করা 🎯
• ভ্যালু দেওয়া কন্টেন্ট শেয়ার করা ✨
• রিলস, পোস্ট, স্টোরি দিয়ে কানেকশন তৈরি করা
• আর শেষে কাস্টমারকে নরমালি সেলসের দিকে আনা 🚀

আজকের দিনে ফেসবুকই সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম—
কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজি ছাড়া কাজ করেন, তাহলে শুধু সময় আর টাকা নষ্ট হবে।

তাহলে প্রশ্ন হলো—
👉 আপনি কি এখনো শুধু পোস্ট দিচ্ছেন?
নাকি সত্যিকারের Facebook Marketing শুরু করেছেন?

কমেন্টে লিখুন FB Marketing – আমি আপনাকে একটি ছোট স্টেপ-বাই-স্টেপ গাইড পাঠিয়ে দেবো। 📘

ডিজিটাল মার্কেটিং মানে শুধু ফেসবুক অ্যাড নয়! 💡এটা হলো—সঠিক মানুষকে, সঠিক সময়ে, সঠিক জায়গায় পৌঁছানো।❓আপনার মতে কোন ব্যবসা...
27/09/2025

ডিজিটাল মার্কেটিং মানে শুধু ফেসবুক অ্যাড নয়! 💡
এটা হলো—সঠিক মানুষকে, সঠিক সময়ে, সঠিক জায়গায় পৌঁছানো।
❓আপনার মতে কোন ব্যবসায় ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বেশি দরকার?”

ভাবুন তো— কেউ পরপর ঢুকে বলছে, “চল friendship করি!” আপনি কি একথা শুনে সরাসরি বিশ্বাস করে নেবেন? সম্ভবত না। মানুষ আগে জানত...
24/09/2025

ভাবুন তো— কেউ পরপর ঢুকে বলছে, “চল friendship করি!” আপনি কি একথা শুনে সরাসরি বিশ্বাস করে নেবেন? সম্ভবত না। মানুষ আগে জানতে চায়—আপনি কে, কেন বিশ্বাস করব, আপনার সঙ্গে আমার কী লাভ।

ঠিক একইটি ডিজিটাল মার্কেটিং-এ ঘটে।
🔸 সেলস হলে অনেক সময়ই মনে হয়—ঝট করে কিছু বিক্রি করে দিলো।
🔸 মার্কেটিং হলে আপনি আগে সম্পর্ক গড়েন—মানুষকে চিনান, তাদের সমস্যা বুঝেন, বিশ্বাস অর্জন করেন।
🔸 আর কন্টেন্ট হচ্ছে সেই প্রথম চা—কখনো টিউটোরিয়াল, কখনো কেস-স্টাডি, কখনো ব্যক্তিগত গল্প; সবই সম্পর্ক বানায়।

ফলাফল? যখন মানুষের সাথে বিশ্বাস গড়ে ওঠে, সেলস আসে ন্যাচারাল—চাপ নেই, অস্বস্তি নেই। ✨

আপনি কি কন্টেন্ট ব্যবহার করে স্টেপ-বাই-স্টেপ মার্কেটিং শুরু করতে চান?
কমেন্টে লিখুন “marketing” — আমি আপনাকে ৭ দিনের প্ল্যান, প্রতিদিনের কন্টেন্ট আইডিয়া আর কী পোস্ট করবেন সেটাও দিবো।
শেয়ার করলে বেশি মানুষ উপকৃত হবে — বন্ধুদের ট্যাগ করুন। 🙌

09/09/2025
হ্যাঁ আমি প্রকাশ করি কম, ভালোবাসি বেশি.!🥺
09/09/2025

হ্যাঁ আমি প্রকাশ করি কম, ভালোবাসি বেশি.!🥺

06/09/2025

আমার কাছে নীরবতা ছাড়া আর কোনো সমাধান নেই, আমি কথা বললেই সবকিছু খারাপ হয়ে যায়.!❤️‍🩹😅

30/08/2025

*হারিয়ে গেলেও ক্ষতি নেই কারণ আমাকে খোজার মতো কেউ নেই..!*😅🍒🧃𝐘𝐨𝐔𝐫♡𝐉𝐀𝐍𝐍𝐀𝐓🧃🍒

28/08/2025

*“অপেক্ষা করলেই সবাই ফিরে আসে না, কেউ কেউ ভুলেই যায়..!! 🤧🖤*

💐 𝐑 ᴀ ᴊ ᴇ ꜱ ʜ ❤️‍🩹

21/08/2025

`বউ:` *চুলের গোড়া শক্ত হওয়ার তেল টা এনেছো..?? 🙄*

`স্বামী:` *হ্যাঁ,তুমি বলেছো আর আমি না এনে পারি? এই নাও..!! ☺️*

`বউ:` *ওটা তোমার কাছেই রাখো তোমার অফিসের ওই রিসিপশনিষ্ট মেয়েটা কে দিও ,ওর মাথার চুল প্রায়ই তোমার জামাতে আটকে থাকে..!! 😅😤*

*⸺꯭̥̊͟💐 𝐑 ᴀ ᴊ ᴇ ꜱ ʜ ❤️‍🩹᪳🌻🕊️𓂃*

20/08/2025

*ভালোবাসা শিখিয়েছে কীভাবে কাঁদতে হয়,*
*আর মেয়েরা শিখিয়েছে বিশ্বাস ভেঙে কীভাবে হাঁসতে হয়...🙂💔*

20/08/2025

তোমাকে যেদিন,, প্রথম দেখেছিলাম, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে পৃথিবীর সুন্দরতম মানুষটা তুমি। কেন জানিনা তোমাকে হারানোর এই দীর্ঘ সময় পরেও আমি তোমাকে নিয়ে ভাবি। রাতের অন্ধকারে যখন সবকিছু নিস্তব্ধতা, আমি বিছানায় শুয়ে নিদ্রাহীন চোখে তোমার সাথে কথা বলি। মাঝে মাঝে খোলা আকাশের নিচে হাঁটতে হাঁটতে, খন্ড খন্ড মেঘ গুলোর সাথে তোমাকে নিয়ে গল্প করি। তোমার হাতে হাত রেখে হেটে যাওয়ার রাস্তা গুলোর মাঝে যখন আমি পুনরায় আবার হাটতে যাই, তখন তোমার সাথে কাটানো মুহুর্ত গুলোর মাঝে হারিয়ে যাই বন্ধুদের সাথের চায়ের আড্ডায় যদি কখনো প্রেমালাপ শুরু হয়, আমি খুব আগ্রহ নিয়ে তোমার কথা বলি।🥺

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when অস্থির মামা 420 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share