14/07/2025
#রাজনীতির_চাকা_ঘুরেছে_কিন্ত_লক্ষ্য_যেন_একটাই
জামায়াত-শিবিরের বিরুদ্ধে এক সময় ছিল আওয়ামী লীগ—প্রতিরোধে, প্রতিবাদে, রাজপথে।
কালের পরিক্রমায় সেই জায়গায় এখন বিএনপি।
রাজনীতির চাকা ঘুরেছে, কিন্তু লক্ষ্য যেন একটাই—ইসলামী আদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
সময় বদলেছে, মুখোশ বদলেছে, কিন্তু ভেতরের প্রতিরোধ সেই একই রকম।