Hridoye Sylhet

Hridoye Sylhet www.hridoyesylhet.com
""সত্য প্রকাশে আপোষহীন""
https://youtube.com/
(2)

10/08/2025

ড্রাইভার কে বাহির করার চেষ্টা স্হানীয়দের----
🎯 আবারো সড়ক দু*র্ঘ*ট*না সিলেট তামাবিল সড়কে।
➡️ভিডিও -বদরুল ইসলাম।

10/08/2025

সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন-পারভেজ (৩৮) তার স্ত্রী ফারজানা(২৮) ৪ দুই সন্তান মোহাম্মদ(৬) ও মারওয়ান(২) এবং আত্মীয় হেনা (২৮)।

10/08/2025

গোলাপগঞ্জে ফেইসবুকে পোস্টের জেরে ছু*রিকাঘাতে যুবদল কর্মী খু ন

বিস্তারিত কমেন্টে

09/08/2025

এই সাহসী মায়ের কারণে অনেকগুলো ছেলে সে দিন পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছিলো---!
স্যালুট মা 👌
#জুলাই

_সভাপতি দিপু সিদ্দিকী, সাধারণ সম্পাদক সাকী_  *সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স'র আত্মপ্রকাশ...
09/08/2025

_সভাপতি দিপু সিদ্দিকী, সাধারণ সম্পাদক সাকী_
*সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স'র আত্মপ্রকাশ*

সিলেটের ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে 'সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স' নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। সাংবাদিকদের আবাসন সংকট নিরসন, সুরক্ষিত সাংবাদিকতাসহ সংবাদ মাধ্যমের উন্নয়নে কাজ করবে নতুন এ সংগঠনটি।

বাংলাভিশনের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকীকে সভাপতি ও চ্যানেল আই'র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিম।

শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিমের সভাপতিত্বে ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান শিপার চৌধুরীর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, আমরা কারো প্রতিপক্ষ নয়, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবো। এটা এমন একটি প্লাটফর্ম যা একই সঙ্গে সদস্যদের কল্যাণ সাধন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবেলা এবং কর্মক্ষেত্রের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
এই সংগঠন হবে সকল ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষার সুযোগ।
নবগঠিত জার্নালিস্ট অ্যালায়েন্স এর অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি এম. সাইফুর রহমান তালুকদার (আজকের সিলেট), সহ সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী (এসএ টিভি), কোষাধ্যক্ষ শিপার চৌধুরী (মোহনা টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার (গ্লোবাল টিভি), দপ্তর সম্পাদক আজিজুর রহমান (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (এনটিভি-ইউরোপ), নির্বাহী সদস্য সদস্য এমএ রহিম (বাংলাদেশ বেতার), তারেক আহমদ (এনটিভি-অনলাইন) ও জাকারিয়া হোসেন জোসেফ (চ্যানেল নাইন)

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ----! #ভোট  #নির্বাচন
09/08/2025

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ----!
#ভোট #নির্বাচন

গাজীপুরে সাংবাদিক তুহিন হ**ত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ওরফে k2 মিজান, গোলাপি, স্বাধীন এবং আলামিন সহ মোট ৪ জনকে গ্রে/...
08/08/2025

গাজীপুরে সাংবাদিক তুহিন হ**ত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ওরফে k2 মিজান, গোলাপি, স্বাধীন এবং আলামিন সহ মোট ৪ জনকে গ্রে/প্তা/র করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

ধন্যবাদ গাজীপুরের পুলিশ প্রশাসনকে।

08/08/2025

সিলেটের ক্রীড়াঙ্ন নিয়ে সবাই যা বললেন---

08/08/2025

চারখাই কাটলিপুলের পাশে মাইক্রোবাস ও সিএনজি'র মু'খা'মু'খি সং'ঘ'র্ষে দুর্ঘটনা উনি মা'রা'ত্ম'ক আহত হয়েছেন।

এই ভাইর পরিচয় মিলছে না ----পরিচিত কেউ থাকলে চারখাই মাল্টিকেয়ার এ যোগাযোগ করবেন। আজ সন্ধ্যার আগে চারখাই কাটলিপুলের পাশে ম...
08/08/2025

এই ভাইর পরিচয় মিলছে না ----
পরিচিত কেউ থাকলে চারখাই মাল্টিকেয়ার এ যোগাযোগ করবেন।
আজ সন্ধ্যার আগে চারখাই কাটলিপুলের পাশে মাইক্রোবাস ও সিএনজি'র মু'খা'মু'খি সং'ঘ'র্ষে দুর্ঘটনা উনি মা'রা'ত্ম'ক আহত হয়েছেন।

বিস্তারিত কমেন্ট বক্সে ⤵️
08/08/2025

বিস্তারিত কমেন্ট বক্সে ⤵️

08/08/2025

কে এই হুমায়ুন কবির, যার পক্ষে বিশ্বনাথ-বালাগঞ্জে জনতার জেয়ার নেমেছে---

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Hridoye Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hridoye Sylhet:

Share