Our Story
আমাদের চারপাশে প্রতিদিন ঘটে যায় নানান ঘটনা। এরমধ্যে কোন কোন ঘটনা হয়ে উঠে আলোচিত সংবাদ, হয়ে উঠে শিরোনাম। অনেক সময় অনেক অসংগতি, অন্যায়, দুর্নীতি-নিপীড়ন মূলধারা মিডিয়াতে প্রকাশিত হয় না পেশাদার সাংবাদিকদের দুর্নীতি কিংবা প্রশাসনের বাঁধার কারণে। কিন্তু, মুক্ত গণমাধ্যমে যখন আপনি নিজেই সাংবাদিক, তখন সেসব ঘটনা প্রচারে কোন বাঁধা নেই। আপনার সামনে ঘটে যাওয়া ছোটখাট কোন ঘটনা শেয়ার করুন আমাদের সাথে, জানান আমাদের। প্রয়োজনে হাতের মোবাইলটি দিয়ে তুলে ফেলুন একটা ছবি অথবা করে ফেলুন একটা ভিডিও আর পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে অথবা ইমেইলে। প্রচারের দায়িত্ব আমাদের। নিরাপত্তার সমস্য হলে আমাদেরকে আগেই জানিয়ে রাখুন। আমরা আপনার নাম প্রকাশ থেকে বিরত থাকব। সমাজ পরিবর্তনের জন্য শুরু করুন আপনার সাংবাদিকতা, নিজেই হয়ে উঠুন সাংবাদিক।