03/08/2025
🌱 সবুজ স্বপ্নের যাত্রা শুরু
জন্মভূমি হাকালুকি হাওরের পাশে তালিমপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিম ও বারমাসি কাঁঠালের গাছ রোপণের মাধ্যমে একটি সবুজ বিপ্লবের সূচনা করেছেন ড. মুদাব্বির হুসেন মুনিম।
এই বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়—এটি মানুষের হৃদয়ে আশা বপনের এক অনন্য প্রয়াস।
প্রতিটি গাছ মানেই একটি প্রতিজ্ঞা—ভালোবাসার, পরিবর্তনের, ভবিষ্যতের।
তার এই মহৎ উদ্যোগে স্থানীয় মানুষের ভালোবাসা, সহানুভূতি আর সহযোগিতা প্রমাণ করে—এই স্বপ্ন শুধু একজনের নয়, এটি আমাদের সবার।
🌿 আসুন, আমরা সবাই একসাথে হই এই সবুজ পরিবর্তনের অংশীদার।
— ড. মুদাব্বির হুসেন মুনিম
সমাজসেবক | পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে....🌴❤️