
14/06/2025
‘দুই শিং ওয়ালা ফাতরা’টি এতটাই ব্যথিত যে যৌথ বিবৃতি’ নিয়ে সে একটি লাইনও লিখতে পারছে না। দেশের জন্য উত্তম কাজ না করে, গাধাটি বলতে শুরু করেছে, প্রধান উপদেষ্টার লণ্ডন সফর নাকি ফলশূন্য একটি মিশনে পর্যবসিত হয়েছে। তাকে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে দায়িত্বপালনরত ডিজিএফআই-এর কর্মকর্তা ‘দ্যা হোটেল ডরচেস্টার’ থেকে সংগ্রহ করে বিলের একটি কপি সরবরাহ করেছে এবং ঢাকা থেকে ডিরেক্টর মিলিটারি ইন্টালিজেন্সের (ডিএমআই) নির্দেশে সে এসব প্রচার করছে।
জেনারেল ওয়াকারকে এমন সকল অপকর্ম বন্ধ করতে হবে। সে গত ১০ মাসে যাবৎ ইন্ডিয়ার স্বার্থের পক্ষে দাড়িয়ে দেশের বিরুদ্ধে অনেক ক্ষতিকর কাজ সম্পন্ন করেছে। আর তাঁর এই সকল অপকর্মের মূল সহযোগী হচ্ছে, ঘনিষ্ঠ তিন তরুণ ব্রিগেডিয়ার। বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসার ও সৈনিকদের কাছে এই কুচক্রীদের স্বরূপ ইতিমধ্যে উন্মোচিত হয়ে পড়েছে; ঘৃণিত এই ত্রয়ী ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ট সহযোগী ছিলো। গত ১৭ বছর এরা কোথায় কোন পদে নিয়োজিত ছিলো এবং তাদের ভূমিকা কি ছিলো তা তদন্ত করে ব্যবস্থা নেয়া উচিত।