
28/11/2024
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন
--------------------------------------------------------
সিলেট জেলার, দক্ষিণ সুরমা উপজেলাধীন দাউদপুর ইউনিয়নের মির্জানগর নিবাসী, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মির্জানগর বড় জামে মসজিদ শাখার প্রতিষ্ঠাকালীণ নাজিম জনাব ক্বারী আলা উদ্দিন (আলাল মিয়া) চাচা
আজ (২৮.১১.২৪) বিকাল ৫:৩০ মিনিটের সময় নিজবাড়ীতে ইন্তেকাল করিয়াছেন।
মরহুমের জানাযা- আগামীকাল (২৯.১১.২৪) বা'দ জুম'আ মির্জানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা-
উনাকে যেনো ক্ষমা করে জান্নাতুল
ফেরদাউসের সু-উচ্চ মাকামে অধিষ্ঠিত করেন এবং তিনির শোকাহত পরিবার, প্রিয়জন, শুভাকাঙ্ক্ষী সহ সবাইকে দান করেন সাবরুন জামিল।
আমীন ইয়া রাব্বুল আল-আমীন।।
ﺁﻣِـــــﻴﻦ ﻳَـﺄ ﺭَﺏَّ ﺍﻟﻌَــــــﺄﻟَﻤِـــــﻴﻦ