জালালাবাদ নিউজ

জালালাবাদ নিউজ দেশ ও দশের কথা বলে

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলামফ্রান্স প্রতিনিধি:-জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর ভারপ্রাপ্ত...
02/08/2025

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

ফ্রান্স প্রতিনিধি:-
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট জনসংযোগ বিশেষজ্ঞ মো. কামরুল ইসলাম। শনিবার (২ আগস্ট) প্রকাশনা প্রতিষ্ঠান বিজয় বাংলা মিডিয়া লিমিটেড-এর এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণের পরদিন অফিসে সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। পেশাগত জীবনে কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে জনসংযোগ ও এভিয়েশন খাতে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ইউনাইটেড এয়ারওয়েজ এবং জিএমজি এয়ারলাইন্স-এও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা ও যোগাযোগ খাতে তার রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা এবং অবদান।

কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪-৯৫ সালে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)-র জেনারেল সেক্রেটারি (জিএস) ছিলেন। পরে ২০১৯-২১ মেয়াদে সাস্ট ক্লাব লিমিটেড-এর সভাপতির দায়িত্ব পালন করেন।

একাধারে লেখক, কলাম লেখক ও গবেষক কামরুল ইসলাম বিমান ও পর্যটন বিষয়ে রচিত ‘Blackbox’ শীর্ষক বইয়ের লেখক। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে তার লেখা নিয়মিত প্রকাশিত হয়।

তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার, যিনি নিয়মিত টিভি টকশো, সেমিনার এবং যোগাযোগ বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে থাকেন। তাঁর অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ তিনি ‘অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্যা ইয়ার–২০২৪’ সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

ঢাকা পোস্টের সম্পাদনা বিভাগে কামরুল ইসলামের অভিজ্ঞতা, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্টের মায়ের রোগমুক্তি কামনায় প্যারিসে মিলাদ ও দোয়া মাহফিলপ্যারিসে বাংলাদেশি অভিবাসীদের ...
31/07/2025

লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্টের মায়ের রোগমুক্তি কামনায় প্যারিসে মিলাদ ও দোয়া মাহফিল

প্যারিসে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন লিগ্যাল এইড ফ্রান্স-এর প্রেসিডেন্ট আজাদ মিয়া'র মায়ের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায়, প্যারিসের উপকণ্ঠ ম্যারি দ্য অবারভিলিয়ে-তে অবস্থিত লিগ্যাল এইড ফ্রান্সের নিজস্ব হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামে মসজিদ, অভারভিলিয়ে ফ্রান্স-এর খতিব মাওলানা নুরুল ইসলাম। মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আজাদ মিয়ার মায়ের রোগমুক্তি কামনা করা হয়।

দোয়া মাহফিলে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন:
সালেহ আহমেদ চৌধুরী, প্রধান খাদেম, বাংলাদেশ জামে মসজিদ অভারভিলিয়ে,আজহারুল হক মিন্টু, ভাইস প্রেসিডেন্ট, লিগ্যাল এইড ফ্রান্স,আব্দুল মালিক মানিক, সাবেক সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স, শামীম মুহাম্মদ মোল্লাহ, ট্রেজারার, গ্রান্ড মস্ক দু পন্তা
মুফতি হাবিবুর রহমান, সভাপতি, তাফসিরুল কোরআন পরিষদ ফ্রান্স ,মাওলানা জিল্লুর রহমান, মুহতামিম, বাংলাদেশ কমিউনিটি মাদ্রাসা ফ্রান্স
হাফেজ সাইফ, সাংগঠনিক সম্পাদক, তাফসিরুল কোরআন পরিষদ ,তাইজুল ফয়েজ, সভাপতি, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স ,তাজ উদ্দিন, সভাপতি, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স (ফ্রান্স শাখা) ,হাজী কাওছার দুদু, প্রধান উপদেষ্টা, গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ফ্রান্স ,আমিনুর রশিদ লেচু, সভাপতি, হেল্পিং হ্যান্ডস, ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক, তাফসিরুল কোরআন পরিষদ ,জাহিদুল ইসলাম সোহাগ, ডিরেক্টর, লিগ্যাল এইড ফ্রান্স, শাহিনুর রহমান আশরাফ, প্রচার সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স
,সাংবাদিক মামুন মাহিন, নিউজ২৪ প্রতিনিধিও আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা আজাদ মিয়ার মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এমন বন্ধন ও সহানুভূতির চর্চা বজায় রাখার আহ্বান জানান।

ঢাবিতে তালামীযে ইসলামিয়ার সেমিনার অনুষ্ঠিতকারবালার চেতনা যুগে যুগে জুলুমের বিরুদ্ধে প্রেরণা জোগায়-অধ্যাপক ড. সিদ্দিকুর ...
25/07/2025

ঢাবিতে তালামীযে ইসলামিয়ার সেমিনার অনুষ্ঠিত
কারবালার চেতনা যুগে যুগে জুলুমের বিরুদ্ধে প্রেরণা জোগায়
-অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, কারবালার চেতনা যুগে যুগে জুলুমের বিরুদ্ধে আমাদের প্রেরণা জোগায়। আজকে শত শত বছর পর ইমাম হোসাইন (রা.)-কে নিয়ে যে আলোচনা করছি তা প্রমাণ করে যে, বাহ্যিক সব বিজয় প্রকৃত বিজয় নয়; হয়তো আপাতদৃষ্টিতে মনে হয়েছে ইমাম হুসাইন রা. কারবালায় পরাজিত হয়েছেন, কিন্তু তিনি যে আদর্শের জন্য লড়াই করে গেছেন- সেই আদর্শের পরিসমাপ্তি হয়নি। কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং এই চেতনায় উদ্দীপ্ত হয়ে আমাদের অঙ্গিকার হোক, আমরা নি‌জেরা অন‌্যায় করব‌ো না, বরং যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করবো।

২৫ জুলাই ২০২৫, শুক্রবার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে "কারবালা: আহলে বায়তের ত্যাগ ও শিক্ষা" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের "সিরাজুল ইসলাম লেকচার হলে" অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, সহযোগী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক মাহদী হাসান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. হারুন মিয়া এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল্লাহ যোবায়ের।

তালামীযে ইসলামিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আফরাজ আল মাহমুদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আহমদ রায়হান ফারহি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত।

এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহসিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত ইকরাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান আল হাসান, সহ প্রচার সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক শামসুল আরেফিন সাহান, অফিস সম্পাদক খন্দকার মাঈন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদ্বওয়ান আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোফাজ্জল রহমান, সদস্য- আবু ইসহাক মোহাম্মদ গুলশান, আহমদ ইশতিয়াক তানভীর, সিদ্দিকুর রহমান প্রমুখ।

সাংবাদিকদের সুরক্ষায় ৭ দফা প্রস্তাবনা প্যারিসে  ফ্রান্স প্রতিনিধি: সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে...
24/07/2025

সাংবাদিকদের সুরক্ষায় ৭ দফা প্রস্তাবনা প্যারিসে

ফ্রান্স প্রতিনিধি:
সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে ৭ দফা প্রস্তাবনা পেশ করেছে ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা গতকাল বুধবার (২৩ জুলাই ২০২৫) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্যারিসের এক অভিজাত হলে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হক। প্রধান অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন-শাহ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা অটো ইকুলের পরিচালক হোসেন সালাম রহমান, মানবাধিকার নেতা সেলিম আহমদ ও জবরুল ইসলাম। সাংবাদিকদের সুরক্ষা বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, নিউজ টুয়েন্টিফোরের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম, আমাদের কথার সম্পাদক লুৎফুর রহমান বাবু, মতামত পত্রিকার সম্পাদক মারুফ চৌধুরী অমিত, ফ্রান্স বিডি নিউজ ২৪-এর সম্পাদক সাইফুল ইসলাম রনি ও অনলাইন লেখক রনি হাসান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিবিসি নিউজ ও চ্যানেল এস-এর ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, ফ্রান্স টি বি এন পত্রিকার সম্পাদক সাবুল আহমদ, মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম সম্পাদক শাহেদ আহমেদ,ফ্রান্স কমিউনিটি নেতা মওদুদ আহমদ,খন্দকার খলিলুর রহমান, বুরহান উদ্দিন, শিহাব উদ্দিন, মানবাধিকার কর্মী তাওহীদ আহমেদ, সিরাজ উদ্দিন, আমিনুর রহমান, মাসুম আহমদ,সহবিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

সভায় কোরআন তেলাওয়াত করেন কারী আমিনুল ইসলাম এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নুরুল আমিন, জারিফ আহমদ ও তারেক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ সম্পাদক আহমদ লুবেদ।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদ ও সম্প্রতি ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

৭ দফা প্রস্তাবনা

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে যে প্রস্তাবনা গৃহীত হয় তা হলো—
১. সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন ও কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন।
২. সাংবাদিকদের ওপর হামলা-নিপীড়নের ঘটনার তাৎক্ষণিক তদন্ত ও বিচার।
৩. সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
৪. রিপোর্টিংয়ে রাজনৈতিক ও সরকারি প্রভাব বন্ধ।
৫. সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে তদন্তের আগে গ্রেপ্তার না করা।
৬. রাজধানীসহ মফস্বল ও প্রবাসী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
৭. বাকস্বাধীনতা ক্ষুণ্ণকারী কোনো আইন প্রণয়ন না করা।

প্রধান অতিথি সাত্তার আলী সুমন বলেন, “আমরা চাই মুক্ত, স্বচ্ছ ও সাহসী সাংবাদিকতা, যা সমাজ বদলে দিতে পারে। দেশে ও প্রবাসে সাংবাদিকরা এখনো হুমকি, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন—এটি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

তিনি আরও বলেন, “সাগর-রুনির মতো মেধাবী সাংবাদিকের হত্যাকাণ্ড বিচারহীনতায় রয়ে গেছে, যা আমাদের বিবেককে নাড়িয়ে দেয়। একইভাবে ২৬৬ জন সাংবাদিক হত্যা মামলার আসামি হয়েছেন—তাদের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

সভা থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা কামনা করা হয়।

সাংবাদিকদের সুরক্ষায় ৭ দফা প্রস্তাবনা প্যারিসেআয়োজনে : ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স।মোড়ক উন্মোচন  ও আলোচনা সভায় প্রধান...
24/07/2025

সাংবাদিকদের সুরক্ষায় ৭ দফা প্রস্তাবনা প্যারিসে

আয়োজনে : ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স।

মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন-শাহ আলম,
প্যানেল আলোচক ছিলেন ফ্রান্সের সাংবাদিক নেতৃবৃন্দ।

প্যারিস ২৩/০৭/২০২৫।

শর্ষীনার বর্তমান পীর ছাহেব শাহ আবু নাছর নেছারুদ্দীন আহমদ হুসাইন এর সঙ্গে আজকের প্রথম সাক্ষাতটি ছিল দীর্ঘ, অন্তরঙ্গ ও বিস...
22/07/2025

শর্ষীনার বর্তমান পীর ছাহেব শাহ আবু নাছর নেছারুদ্দীন আহমদ হুসাইন এর সঙ্গে আজকের প্রথম সাক্ষাতটি ছিল দীর্ঘ, অন্তরঙ্গ ও বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র প্রতিনিধি দলের মধ্যস্থতা করতে গিয়ে এ সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি বিশেষত এ দেশে ইসলাম ও মুসলমানদের ভবিষ্যত এবং আমাদের করনীয় সম্বন্ধে তিনি খোলামেলা কথা বলেন। আমার একটি প্রশ্ন ছিল, সম্প্রতি আপনি বলেছেন, প্রয়োজনে আলিয়া মাদ্রাসা ছেড়ে দিয়ে আমরা দীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করব। তিনি বললেন, এ কথা মনের দুঃখ থেকে বলেছি। তিনি চট্টগ্রামের একটি উদাহরণ দিয়ে বললেন, আমার পূর্ব পুরুষ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন, অথচ ছাত্ররা বলছে যে, এখানে শর্ষীনার কী আছে, মাদ্রাসা আমাদের। তিনি বলেন, আলিয়া মাদ্রাসা নিয়ে আমাদের তিনটি আপত্তি। প্রথম কমিটির গঠন কাঠামো নিয়ে। যারা জমি দিয়ে, জীবন দিয়ে প্রতিষ্ঠান করল তারা সভাপতি হতে পারবেন না, মাদ্রাসার প্রতি তাদের দয়া মায়ার চেয়ে ডিসি এসপির মায়া কী বেশী। আমাদের আরেক আপত্তি সিলেবাস নিয়ে। বর্তমান সিলেবাসে যোগ্য আলেম তৈরির সুযোগ নেই। এখন সার্টিফিকেট মূখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, অথচ আমাদের মুরব্বিরা সার্টিফিকেট নিয়ে ভাবেন নি। তৃতীয় বিষয় নারী পুরুষের সহশিক্ষা। যেখানে ছেলেমেয়েদের মাঝে তফাৎ থাকবে না, সেখানে দ্বীনি ইলম শিক্ষার পরিবেশ কীভাবে থাকবে। ফলে আমরা ইতিমধ্যে পাঁচ হাজারের মতো দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এসবের সমাধান করতে হলে আপনাদের মতো গবেষকদের লিখতে হবে, আওয়াজ তুলতে হবে- তিনি বললেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হল, তিনি বললেন, আমরা সরাসরি রাজনীতিতে নেই, তবে রাজনীতির মঞ্চে যে ভাষায় পরস্পরকে ঘায়েল করা হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহৃত হচ্ছে তাতে নতুন প্রজন্মের মাঝে বিষাক্ত প্রতিক্রিয়া নিয়ে আমরা শংকিত। দীর্ঘ দেড় ঘণ্টার বেশিরভাগ সময় তিনি ছাত্রদের কথা শুনলেন। বয়সে নবীন হলেও চিন্তার পরিপক্বতা, জানার আগ্রহ, বিনয় এবং কর্মস্পৃহা আমাকে মুগ্ধ করেছে। ছাত্রদের তিনি মওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের সাথে সমন্বয় করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শর্ষীনার পীর ছাহেবকে আমার লেখা মওলানা জালাল উদ্দিন রূমী র প্রণীত মসনবী শরীফের গল্প (১-৬) সেট উপহার দিলে তিনি সানন্দে গ্রহণ করেন। পীর ছাহেব বিনিময়ে তার আব্বাজান শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব র এর জীবনী গ্রন্থ উপহার সৌজন্যতা প্রদর্শন করেন।
লেখক - ডঃ, ঈশা শাহেদী

প্যারিসে “তথ্য অধিকার ও প্রযুক্তি ব্যবহার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফ্রান্স প্রতিনিধি:ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্...
21/07/2025

প্যারিসে “তথ্য অধিকার ও প্রযুক্তি ব্যবহার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফ্রান্স প্রতিনিধি:
ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে “তথ্য অধিকার : প্রযুক্তি ব্যবহার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ জুলাই ২০২৫) সন্ধ্যায় প্যারিসের এক হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান।

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার নেতা সেলিম আহমদ, লিগ্যাল এইডের চেয়ারম্যান আজাদ মিয়া ও জবরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ।

আলোচনায় অংশ নেন লন্ডনপ্রবাসী যুবনেতা হাসান আহমদ, পরিবেশবাদী সাংবাদিক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ এমরান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের সভাপতি আমিনুর রহমান লেচু, ছাত্রনেতা সমাদুর রহমান অপু, শিহাব আহমদ ও হাসান আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের অর্থ সম্পাদক আহমদ লুবেদ।

সেমিনারের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা

১. তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইন ও স্কুল-কলেজে কর্মশালা আয়োজন।
২.প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ, যেমন সরকারি ওয়েবসাইট থেকে তথ্য অনুসন্ধান ও আবেদন প্রক্রিয়া শেখানো।
৩.সরকারি ওয়েবসাইটগুলোকে সহজ ভাষায় উপস্থাপন ও নিয়মিত হালনাগাদ করা।
৪. নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্যোগ, যেমন মহিলা ডিজিটাল সেন্টার, গ্রামীণ তথ্য সহায়তা বুথ এবং তথ্য সুরক্ষার নিশ্চয়তা।
৫.প্রবাসীদের অংশগ্রহণমূলক পরিসংখ্যান প্রণয়ন, যাতে দূতাবাসের মাধ্যমে বিভাগভিত্তিক ডেটা সংগ্রহ সম্ভব হয়।

প্রধান অতিথি ড. খালিদুর রহমান বলেন,

> “সেমিনারের প্রস্তাবনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিসংখ্যান বিভাগ এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবে। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর শ্রম বিদেশে রেমিটেন্স আকারে আসে, যা দেশের অর্থনীতিকে সচল রাখে। কিন্তু এই অর্থ পুনরায় ডলার হয়ে বিদেশে পাচার হয়ে যায়। আমরা যদি অর্থ পাচার রোধ করতে পারি, তবে একদিন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”

দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, মিশিগান স্টেট এর বিশেষ ছাদিছ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ি ও সার্টিফিকেট  প...
21/07/2025

দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, মিশিগান স্টেট এর বিশেষ ছাদিছ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ি ও সার্টিফিকেট প্রদান করছেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।

২০ জুলাই ২০২৫
মিশিগান, ইউএসএ।

আগামী ১৬ আগস্ট, শনিবার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী ও তাকমিল...
20/07/2025

আগামী ১৬ আগস্ট, শনিবার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী ও তাকমিল জামাতে উত্তীর্ণদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত।

20/07/2025

চলমান পদ্ধতিতে ৩৩% ভোট পেয়ে ক্ষমতায় যাওয়া আর ৩৬% ভোট পেয়ে ৫৭ আসন নিয়ে বিরোধী দলে বসার নজীর কিন্তু বাংলাদেশে আছে।
PR জার্মান, নরওয়ে, অস্ট্রেলিয়া, নেপালসহ (আংশিক) বহুদেশেই পিআর পদ্ধতি বিদ্যমান।
PR পদ্ধতি মানে কী?
PR (Proportional Representation) মানে হলো- যত ভোেট, তত আসন।
এই পদ্ধতিতে, মানুষ একজন প্রার্থীকে নয়, একটি দলকে ভোট দেয়। যে দল যত বেশি ভোট পায়, তারা তত আসন পায় সংসদে।
উদাহরণ:
একটি সংসদে ১০০টি আসন আছে।
~দল A পায় ৪০% ভোেট পাবে ৪০টি আসন
~দল B পায় ৩০% ভোট পাবে ৩০টি আসন
~দল C পায় ৩০% ভোট পাবে ৩০টি আসন
এই পদ্ধতির সুবিধা:
ভোট নষ্ট হয় না
ছোট দলগুলোও সুযোগ পায়
জনগণের রায় ঠিকভাবে সংসদে দেখা যায়
1, PR পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের ও সবার মতামত সংসদে জায়গা পায়।
এটাই গণতন্ত্রের সুন্দর্য।
প্রশ্ন: আপনি কী চান বাংলাদেশেও PR পদ্ধতি চালু হোক?

17/07/2025

লন্ডনে এক সংসার ভাঙার গল্প এবং আমাদের শিক্ষা!

গতকাল একজন মানুষের সাথে পরিচয়। মানুষটা অনেকটা বিমর্ষ। পরিচয়টা এক ছোট ভাইয়ের মাধ্যমে। সংঘত কারণে উনার নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। উনি থাকেন যুক্তরাজ্যের ব্রাডফোড সিটিতে। বয়সে আমার ছোট হবে তাতে কোন সন্দেহ নেই। বাড়ি সিলেট জেলাতেই। ইউকেতে এসেছেন প্রায় ১৪ মাস হয়। এসেছিলেন স্টুডেন্ট ভিসায়। ইউকে আসার প্রায় তিন মাস আগে উনার বিয়ে হয় পারিবারিক ভাবেই। ইউকে আসার পর থেকে একটি টেকওয়েটে চাকরি করছেন। উপার্জন মোটামুটি খারাপ না। চলে যাওয়ার মতই। সুখে চলছিলো উনার সংসার।

আসার পর প্রথমে উনার স্ত্রী কোন কাজ না করলেও গত প্রায় ৬ মাস থেকে একটি কফি শপে উনার স্ত্রী সপ্তাহে ৩ দিন কাজ করেন। এতে উনার সংসারে কিছুটা স্বচ্ছলতা তৈরি হয়। পারিবারিক কোন কলহও ছিলো না। দুজনে মিলে সুখের সংসার। বলা যায় টোনাটুনির সংসার। কিন্তু গত ৯ দিন আগে উনি কাজ শেষ করে রাতে বাসায় ফিরে দেখেন উনার স্ত্রী নেই। ফোন বন্ধ। যাওয়ার মতোও তেমন কোন জায়গা নেই। আছে শুধু উনার স্ত্রীর খালার বাসা। সেখানেও খোঁজ করে দেখেন ওখানেও নেই!

কি করবে ছেলেটা? পুলিশ ইনফর্ম করবে কি না! খালা শ্বাশুড়ি পরামর্শ দিলেন আপাতত পুলিশ ইনফর্ম করার দরকার নেই। এক দিন অপেক্ষা করো। কোথাও হয়ত গিয়েছে। এমনিতেই খোঁজ পাওয়া যাবে। খালা শ্বাশুড়ির কথায় উনার কিছুটা সন্দেহ হয়। যাই হোক, রাত যেহেতু ইতোমধ্যে অনেক তাই ওই রাত কাটলো। পরদিন বিকাল ৫ টার দিকে দেখলেন উনার স্ত্রীকে ওয়াটসাপে অনলাইন দেখাচ্ছে। সাথে সাথে কল দিলেন, অপর প্রান্ত থেকে ফোন রিসিভ না করে কেটে দিয়ে একটি ম্যাসেজ পাঠানো হলো, 'আমি ফ্রান্সে, ভাইয়ার কাছে।' এই ম্যাসেজ পেয়ে ছেলেটির মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। এর পর উনি একাধিকবার কল দিলেন রিসিভ হলো না, একাধিক ম্যাসেজ দিয়েও উত্তর মিললো না।

ঘণ্টাখানেক পর আরও একটি ম্যাসেজ, 'আমার ভাইয়ার বন্ধুর সাথে আমার বিয়ে দেবেন ভাইয়া। তুমি আমাকে মাফ করে দিয়ো। আমার দাবি ছেড়ে দাও। আমাকে মাফ করে দিয়ো। আল্লাহ হাফিজ। ' (ম্যাসেজগুলো ছেলেটি আমাকে দেখিয়েছে)

এমন ঘটনার পর ছেলেটি পাগলপ্রায়। হিসেব মিলাতে বাকি থাকলো না খালা শ্বাশুড়ির টেনশনফ্রি থাকার কারণ। একা বাসায় ছেলেটি যেন মৃতপ্রায়। তাই লন্ডন সিটিতে থাকা তার বন্ধু আমার এক ছোট ভাই তাকে ফোন করে আপাতত তার কাছে নিয়ে এসেছে। এবং গত ৪ দিন থেকে ওখানেই থাকছে।

যাই হোক, এই ৯ দিনে ছেলেটি ফ্রান্সে খবর নিয়েছে। খবর নিয়ে যেটুকু জানতে পেরেছে তাতে, তার সমন্দিকের বন্ধু ফ্রান্সে এসাইলামপ্রাপ্ত। এবং মূলত তার সাথে বিয়ে দেওয়ার উদ্দেশ্যেই মূলত ইউকে থেকে তাকে ফ্রান্সে নিয়ে যাওয়া।

এমন ঘটনার শুনার পর ছেলেটিকে কি শান্তনা দেবো তার কোন ভাষা খোঁজে পাইনি। এর পর থেকে মাথায় একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, মানুষ আর কত নিচে নামবে? আর কত লোভ তৈরি হবে? কতটা অমানুষ হলে এমন নিখুঁত অভিনয় করে একটি সংসার চালিয়ে যাওয়া সম্ভব আবার সুযোগ বুঝে অন্য গন্তব্যে যাওয়া যায়! হৃদয় কাঁপেনি মেয়েটির!

অবশ্য ইউকে আসার পর এমন বেশ কিছু ঘটনা দূর থেকে গল্প শুনেছি। তবে ডমেস্টিক ভায়োলেন্সের সাজানো অনেক নাটকের গল্প কাছে থেকেও দেখেছি। কিন্তু এমন কোন ঘটনা ভুক্তভোগীর মুখ থেকে শুনার দূর্ভাগ্য হয়নি আর শুনতে চাইওনি। কারণ এমন ঘটণা যন্ত্রনাদায়ক। অথচ শুনতে হলো! অতএব আমরা মানুষ হইনি কোন কালেও।

শাহ শরীফ উদ্দিন

17/07/2025

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when জালালাবাদ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category