জালালাবাদ নিউজ

জালালাবাদ নিউজ দেশ ও দশের কথা বলে

ফ্রান্সে কাজী নজরুল ইসলাম সেন্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠনপ্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রাণের কবি কাজী নজরুল ইসলা...
30/08/2025

ফ্রান্সে কাজী নজরুল ইসলাম সেন্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে সংগঠিত হলো একদল উদ্যমী মানুষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে সম্প্রতি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলামের অনুমোদনের মাধ্যমে জুলাই গনঅভ্যুত্থান-২৪ স্মরণে ২৪ বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি সোহেল আহমেদ।

সহ-সভাপতি হয়েছেন চৌধুরী রেজাউল হায়দার, জাকির খান এবং দেলোয়ার হোসেন লিপু।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক নজমুল হক।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ময়নুল হক, রুজি বেগম ও নাজমুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ আজিজুল হক , আর কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন জুবেল আহমেদ।

প্রচার সম্পাদক হয়েছেন জামিল আহমেদ, সহ-প্রচার সম্পাদক জামিল আহমেদ রায়হান। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন ইসরাত ফ্লোরা (সহ সভাপতি পদমর্যাদা) এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমেদ। শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হয়েছেন নাঈম আহমেদ। আইন ও অভিবাসন বিষয়ক সম্পাদক হয়েছেন জায়িমা নাহিয়ান খন্দকার। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন জাহেদুল জুনেদ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন মিজান আলম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাজউদ্দিন (উপদেষ্টা পদমর্যাদা), মহিউদ্দিন সোহেল (সন্মানিত), সোহেল আহমেদ (সন্মানিত), সাকিবুর রহমান লাভলু (সন্মানিত), ফয়েজ আহমেদ এবং ফখরুল ইসলাম।

কমিটি গঠনের মাধ্যমে ফ্রান্সে নজরুল চর্চা ও প্রচারের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নয়, তিনি এক অনন্ত চেতনা। তাঁর সাহিত্য, সংগীত, মানবতাবাদী দর্শন ও প্রতিবাদী মনোভাব প্রবাসী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই সেন্টারের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফ্রান্সে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের কাছে নজরুলকে নতুনভাবে উপস্থাপন এবং তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই গঠিত হলো এই পূর্ণাঙ্গ কমিটি।
কমিটি অনুমোদনের পর প্রবাসীরা জানিয়েছেন, এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নজরুলকে পরিচিত করার ক্ষেত্রেও এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

রাসূলুল্লাহ সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম একবার সিজদা থেকে উঠছিলেন না।খানিক পরে উঠলে আব্দুর রহমান ইবনে আওফ রদ্বিইয়াল্ল-...
29/08/2025

রাসূলুল্লাহ সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম একবার সিজদা থেকে উঠছিলেন না।

খানিক পরে উঠলে আব্দুর রহমান ইবনে আওফ রদ্বিইয়াল্ল-হু আনহু বললেন,
ইয়া রাসূলাল্ল-হ্!
আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম সিজদাতে আপনার রূহ কবজ হয়ে গেলো নাকি!

প্রিয়তম সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম জানালেন,
আসলে জিবরীল আলাইহিস সালাম এসেছিলেন এবং একটা সুসংবাদ দিয়ে গেছেন। সেজন্য আমি শুকরিয়ার সিজদা জ্ঞাপন করছিলাম।

কি ছিলো সেই সুসংবাদ? যার শুকরিয়ায় তিঁনি এত লম্বা সিজদা দিলেন!

“আল্লাহ্ বলে পাঠিয়েছেন,
যে নবীর উপর দরূদ পড়বে, আল্লাহ্ তার উপর দরূদ(রহমত) পাঠাবেন। যে নবীকে সালাম দিবে, আল্লাহ্ তার উপর সালাম পাঠাবেন।”

আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ!

ব্রাডফোর্ডের সুমাইয়া বেগমের স্বপ্নব্রিটেনের উত্তরাঞ্চলে অবস্থিত ইয়র্কশায়ার—সবুজ উপত্যকা, পাথুরে টিলা আর শিল্পঐতিহ্যের...
10/08/2025

ব্রাডফোর্ডের সুমাইয়া বেগমের স্বপ্ন

ব্রিটেনের উত্তরাঞ্চলে অবস্থিত ইয়র্কশায়ার—সবুজ উপত্যকা, পাথুরে টিলা আর শিল্পঐতিহ্যের নিঃশব্দ সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে থাকা এক পরিচিত শহরের নাম ব্রাডফোর্ড। একসময় এই শহরের কারখানাগুলো গর্জে উঠেছিল টেক্সটাইল বিপ্লবের তালে। আজ এ শহরে বাস করে নানান ভাষাভাষী মানুষ। পাথরের বাড়ি, সরু গলি, মেঘে ঢাকা রাস্তাগুলোকে ঘিরে গড়ে উঠেছে এক মিশ্র সমাজ।

ব্রাডফোর্ডের বুকজুড়ে গড়ে উঠেছে এক শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি। শহরের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এই মানুষেরা কেউ ট্যাক্সি চালান, কেউ কারখানায়, কেউ দোকানে, কেউবা অফিসে। বারকারেন্ড, থর্নবেরি, ম্যানিংহ্যাম—এসব এলাকায় বাংলায় লেখা সাইনবোর্ড; মসজিদে আর গ্রোসারি দোকানে আলাপচারিতায় বোঝা যায়—এটা যেন এক টুকরো সিলেট।

কোনো রাস্তা দিয়ে হাঁটলে হঠাৎ দেখা মিলবে স্কুল ড্রেস পরা কিশোরীদের দল, যাদের কেউ কেউ হিজাবে ঢাকা, কেউবা চুলে রং লাগানো। অভিবাসী পরিবারগুলোর ঘরে জন্ম নেওয়া প্রজন্ম আজ হাঁটে দু’টি সংস্কৃতির মাঝে—একটিতে তাদের পূর্বপুরুষদের শেকড়, আরেকটিতে তাদের নিজেদের বেছে নেওয়া পরিচয়।

ঠিক এই শহরের বুকেই একদিন নিঃশব্দে ঝরে পড়ে একটি স্বপ্ন। একটি মেয়ে, যার মুখে ছিল চিরচেনা হাসি, চোখে ছিল প্রতিজ্ঞার দীপ্তি, আর পায়ে ছিল সমাজ বদলের সাহসী পদচিহ্ন—তার নাম ছিল সুমাইয়া বেগম।

সিলেটের একটি অখ্যাত গ্রামের নাম মনে নেই আজ আর কারো, কিন্তু সেখান থেকেই শুরু হয়েছিল এ গল্প। নব্বই দশকের শুরুতে জীবিকার তাগিদে আব্দুল করিম আর তার স্ত্রী আয়েশা বেগম দেশ ছেড়ে এসেছিলেন এই দূরদেশে। প্রথমদিকে করিম কাজ করতেন একটি টেক্সটাইল ফ্যাক্টরিতে, পরে নিজের চেষ্টায় খুলে ফেলেন একটি ছোট্ট গার্মেন্টসের দোকান। আয়েশা বেগম ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেন, আর বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ বলতে শুধু পাশের প্রতিবেশী আর মসজিদের ইমামের পরিবার। কিন্তু ব্রাডফোর্ডের বারকারেন্ড এলাকায় তাদের সেই সাদামাটা জীবনে একটি উজ্জ্বল ফুল ফুটেছিলো, তার নাম সুমাইয়া। ২০০২ সালে জন্ম নেওয়া এই মেয়েটি দেখতে যেমন মায়াবী, তেমন তার চাহনিতেই ছিল এক অভাবিত দৃঢ়তা।

সুমাইয়া স্কুলে ছিল মেধাবী, বিনয়ী আর মন খোলা এক কিশোরী, যার স্বপ্ন ছিল একদিন সমাজের জন্য কিছু করা। সময় গড়িয়ে গেছে। সুমাইয়া বড়ো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে উঠেছে। লিডস বেকেট বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম নিয়ে পড়তে পড়তে সে স্থানীয় কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে শুরু করল। শিশুদের পড়ানো, বয়স্কদের ফর্ম পূরণে সাহায্য করা, মেয়েদের নিয়ে সচেতনতা কর্মশালায় অংশ নেওয়া-এসব ছিল তার নিত্যদিনের ব্যস্ততা। সবসময় সে বলতো—“আমি চাই আমাদের কমিউনিটির মেয়েরা শিক্ষিত হোক।”

২০২২ সালের ২৫ জুন, শনিবার। দুপুরবেলা আয়েশা বেগম রান্না করছিলেন। করিম গিয়েছিলেন দোকানে। সুমাইয়া ফোনে কথা বলছিল কারও সঙ্গে—চোখেমুখে একধরনের অস্থিরতা। তারপর সে বেরিয়ে পড়ে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়—নীল জিন্স, কালো হিজাব, হাতে একটা ছোটো ব্যাগ। বিকেল তিনটা। সেটাই ছিল তার শেষ চিত্র।

পরদিন থেকে শুরু হয় উৎকণ্ঠা। ফোন বন্ধ, ফেসবুকে অনুপস্থিত। আত্মীয়স্বজনের বাড়ি খোঁজ করে কিছু মেলে না। পুলিশে খবর দেওয়া হয়। ব্রাডফোর্ড মেট্রোপলিটন পুলিশ অপারেশন শুরু করে। হেলিকপ্টার, স্নিফার কুকুর, ড্রোন—সব নামানো হয়। আর কমিউনিটি তো থেমে থাকেনি। কেউ পোস্টার ছেপেছে, কেউ ফেসবুকে পোস্ট দিচ্ছে। সবাই একরকম জেনেও ফেলেছিল—কিছু একটা হয়ে গেছে। কিন্তু কী?

ছয়দিন পর, ১ জুলাই—একটি ফোন আসে থানায়। হ্যাপি ভ্যালি পিকচার হাউস নামের একটি পরিত্যক্ত সিনেমা হলের পাশ থেকে ভেসে আসছে দুর্গন্ধ। পুলিশ গিয়ে যা দেখে, তা যেন কোনো ক্রাইম থ্রিলারের চিত্রনাট্য নয়, এক বাস্তব বিভীষিকা। একটি কার্পেটে মোড়ানো লাশ, গলা টিপে হত্যা করা হয়েছে। মেয়েটির মুখ চেনা, শরীর চেনা, শুধু প্রাণ নেই। সুমাইয়া—নিঃসন্দেহে।

এরপর তদন্তে উঠে আসে এক অভিশপ্ত নাম—হাশেম ইব্রাহিম আবেদিন। বয়স একত্রিশ। সুমাইয়ার চাচাতো ভাই। একটি কুরিয়ার কোম্পানির ড্রাইভার। জানা যায়, হাশেম সুমাইয়াকে বিয়ে করতে চেয়েছিল। পারিবারিকভাবে সে চাপ দিচ্ছিল, গোপনে হুমকিও দিত। সুমাইয়া স্পষ্টভাবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে, বলেছিল, “আমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই।” হাশেমের দৃষ্টিতে এই উত্তর ছিল এক চরম অবমাননা। সে অপবাদ দেওয়া শুরু করে—“সুমাইয়াতো পশ্চিমা সংস্কৃতিতে ডুবে গেছে।”

সেদিন সে ফোন করে ডাকে সুমাইয়াকে। হয়তো বলেছিল, “একবার আমার সাথে দেখা করো, তোমার সাথে কিছু কথা বলার আছে।” সরল বিশ্বাসে সুমাইয়া নির্দিষ্ট স্থানে চলে আসে। আর সেখানেই হাশেম তাকে গলা টিপে হত্যা করে। তারপর নিথর দেহ কার্পেটে মুড়ে ফেলে আসে সেই পরিত্যক্ত সিনেমা হলের পেছনে।

সুমাইয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে সারা ব্রিটেনে। বিশেষ করে ব্রাডফোর্ডের বাংলাদেশি কমিউনিটিতে যেন এক বেদনার বিস্ফোরণ ঘটে।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাস। আদালতের কাঠগড়ায় দাঁড়ায় হাশেম। কোনো নাটক করে না সে, বরং ঠান্ডা মাথায় নিজের দোষ স্বীকার করে নেয়। বিচারক রায় দেন—আজীবন কারাদণ্ড।

(সংযুক্ত সুমাইয়া বেগমের কল্পিত ছবি)

*** প্রেস রিলিজ ***২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমোদন বাতিল না করলে লাগাতার কর্মসূচীর ঘোষণা দিতে বাধ্য ...
10/08/2025

*** প্রেস রিলিজ ***

২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমোদন বাতিল না করলে লাগাতার কর্মসূচীর ঘোষণা দিতে বাধ্য হবো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে শিক্ষার্থীদের আপত্তি ও দাবীর প্রতি অন্তর্বর্তী সরকার ভ্রুক্ষেপ না করায় এর প্রতিক্রিয়া জানিয়ে আজ ১০ আগস্ট ২০২৫ রোববার বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রান্থাগারের সামনে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গত সৈরাচারের আমলে আমরা দেখেছি- বিভিন্ন এনজিওর ফান্ডিংয়ে স্কুল সিলেবাসে শরীফ-শরীফার গল্প ঢুকিয়ে বাচ্চাদের মগজে ট্রান্সজেন্ডার বা সমকামিতাকে বৈধ করার অপচেষ্টা করা হয়েছিল।
জাতিসংঘের মানবাধিকার অফিসের ওয়েবসাইটে এলজিবিটিকিউ/সমকামিতাকে কথিত অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া এবং সেটাকে প্রমোট করার এজেন্ডার কথা বলা হয়েছে।

অতএব, জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে থাকলে শরীফ-শরীফার গল্প শুধু স্কুলে নয়, দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে চলে আসবে! বিশ্ববিদ্যালয়গুলো ‘সমকামী বিদ্যালয়’ এ পরিণত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এলজিবিটিকিউ বা সমকামিতার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক হয়ে যাবে। ফলে অঙ্গহানির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন, চিন্তা-ভাবনা ও মানসিকতায় বিকৃতি প্রোকট আকার ধারণ করবে শিক্ষার্থীদের মাঝে! অবিভাবকরা তাদের সন্তানদের মানসিক বিকৃতি ও অনৈতিকতা দেখে বেদিশা হয়ে যাবে! পারিবারিক কাঠামো নষ্ট হয়ে সামাজিক অবক্ষয় অপ্রতিরোধ্য হয়ে যাবে!
শুধু তাই না, দেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কাযক্রম চলমান থাকলে পুনরায় কোটা প্রথা ফিরে আসবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও চাকুরী পরীক্ষায় ট্রান্সজেন্ডার/সমকামী কোটার প্রচলন করা হবে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মসজিদে ‘সমকামী ইমাম’ নামে নতুন কোটারও বন্দোবস্ত করা হবে!

এছাড়া, জাতিসংঘের মানবাধিকার অফিসের কাযক্রম দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর আঘাত হানবে। এতে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হবে। বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ-পরোক্ষাভাবে মদদ দেয়া হবে। মূল্যবোধ নষ্ট হবে। সমকামিতার মত জঘন্য বিকৃতি ও অপরাধকে বৈধতা দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তাদের আক্বীদা-বিশ্বাস তথা ইমান হারিয়ে বেইমান করা হবে! পতিতাবৃত্তির নামে নারী নিপীড়ন ও নারী পাচারকে স্বীকৃতি দেয়া হবে। দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা হরণ হবে। এককথায়, দেশের মানুষের সাথে এক ধরণের আদর্শিক কনফ্লিক্ট (সংঘাত) তৈরি হয়ে দেশে গৃহযুদ্ধের মত অবস্থা তৈরী হবে!
অন্যদিকে, ধর্ষক ও খুনীদের, বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনো ক্যাপিটাল পানিশমেন্ট (মৃত্যুদণ্ড) হবে না। জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে বাধা দিবে। এসব তাদের এজেন্ডা।

অতএব, কোনো অবস্থাতেই জাতিসংঘের মানবাধিকার কাযালয়ের অফিস বাংলাদেশে থাকতে পারে না। সরকারকে দেশের সার্বভৌমত্ব, মূল্যবোধ ও গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষার স্বার্থে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কাযালয়ের অফিসের অনুমোদন বাতিল করতে হবে।

আমরা একাধিকবার সরকারকে এই ব্যাপারে অনুরোধ জানালেও সরকার আমাদের কথায় কর্ণপাত করেনি।
অতএব, অন্তর্বর্তী সরকারকে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি! সরকার যদি ২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘের মানবাধিকার অফিস বাতিল না করে তাহলে দেশ ও দেশের শিক্ষার্থীদের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে লাগাতার কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

বার্তা প্রেরক-
বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখ: ১০ আগস্ট, ২০২৫ (রোববার)।

ফ্রান্স দর্পণ পএিকার কমিউনিটি অ্যাওয়ার্ড ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফ্রান্স প্রতিনিধি:-ইউরোপে প্রবাসী বাংলাদেশি কমিউনিট...
10/08/2025

ফ্রান্স দর্পণ পএিকার কমিউনিটি অ্যাওয়ার্ড ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্স প্রতিনিধি:-
ইউরোপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম গণমাধ্যম ফ্রান্স দর্পণ তাদের দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে প্রতিষ্ঠাবার্ষিকী ও“কমিউনিটি অ্যাওয়ার্ড–২০২৫”। ৯ই আগষ্ট শনিবার সন্ধ্যায় প্যারিসের অভারভিলায় একটি অভিজাত হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী সমাজে বিশেষ অবদান রাখা গুণীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফ্রান্স দপর্ণের নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী ও ইশারাত মেঘলা। পবিত্র কুরআন তেলাওয়াত ও ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে পএিকার সম্পাদক শামসুল ইসলাম বলেন, “দশ বছরের পথচলায় আমরা প্রবাসীদের সাফল্য ও ইতিবাচক সংবাদ তুলে ধরেছি; এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন স্কটল্যান্ডের পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নজির আহমেদ, বিবিসি ওয়ার্ল্ডের লন্ডন সাংবাদিক মোহাজ্জেম হোসেন, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ হাসনাত জাহান, কমিউনিটি ব্যক্তিত্ব মোজ্জামেল হক, প্রকাশক মিয়া মাসুদ, মিল্টন সরকার, ফারুক আহমেদ, মামুন মিয়া,শাহিন আরমান চৌধুরী, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য সোনিয়া জামান প্রমুখ।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন—

ইসলামী ও নৈতিকতা শিক্ষা: বদরুল বিন হারুন (প্রিন্সিপাল, এমসিসি ইনস্টিটিউট)

বর্ষসেরা সামাজিক সংগঠন: বিসিএফ

বর্ষসেরা নারী অধিকার কর্মী: সৈয়দা তাওফিকা সাহেদ (সভানেত্রী, বিকশিত নারী সংঘ)

বর্ষসেরা ব্যবসায়ী উদ্যোক্তা: মো. ফেরদৌস রহমান

বর্ষসেরা ক্রীড়াবিদ: নাজিবুল্লাহ পিয়াস

পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতিতে জানান, এই স্বীকৃতি প্রবাসে সমাজের জন্য আরও বেশি কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পী প্রিয়ন্তি ও মৌসুমি চক্রবর্তীর মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

ফুলতলী এতিমখানা থেকে ডাকসু!✍️ Abdul Basit জীবনের সবচেয়ে করুণ সময় ছিল আমার শৈশব। বাধ্য হয়েই এতিমখানায় যেতে হয়েছে। সেই থেক...
08/08/2025

ফুলতলী এতিমখানা থেকে ডাকসু!
✍️ Abdul Basit

জীবনের সবচেয়ে করুণ সময় ছিল আমার শৈশব। বাধ্য হয়েই এতিমখানায় যেতে হয়েছে। সেই থেকে জীবনের সংগ্রাম শুরু তা হয়তো মৃত্যুতে সমাপ্ত হবে। বাবা-মা ছাড়া জীবন কেমন হয়, তা আমার থেকে ভালো আর কে জানে? এতবছর ধরে এই অসীম দুঃখ সহ্য করে আসছি। এতিমখানার একটা কোণায় জীবনের মানে খুঁজতে থাকা আমি এখন ডাকসুর মতো জায়গায় নির্বাচনের সুযোগ পাচ্ছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ।

এতিমখানার নানান অভিজ্ঞতা থেকে চেষ্টা করি মানুষের জন্য কাজ করার। মানুষের দুঃখ লাঘবে যতটুকু সামর্থ্য রয়েছে তার সর্বোচ্চটুকু দেই। প্রাকৃতিক দূর্যোগে জর্জরিত (২২ এ সিলেট, ২৪ এ ফেনী), শীতে কাতর মানুষ (উত্তরবঙ্গে শীতবস্ত্র বিতরণ), পথশিশু (খাবার, পোষাক বিতরণ) কিংবা আমার মতো এতিম (আর্থিক, মানসিক) যারা রয়েছে তাদের জন্য কাজ করে যাচ্ছি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যাবো ইনশা আল্লাহ। যেকোনো যৌক্তিক আন্দোলনে (নিরাপদ সড়ক, কোটা, মানবাধিকার কমিশনের কার্যালয়) নিজেকে বিলিয়ে দিয়েছি, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার ছাত্রলীগ আমাকে মেরে হল থেকে বের করে দেয় তাও দমে যাইনি, অন্যায় এবং ন্যায়ের মধ্যে সবসময় ন্যায়কেই প্রাধান্য দিয়েছি। আজীবন দিয়ে যাবো। আমার কাছে টাকা-পয়সা কিংবা ক্ষমতার চেয়ে বিনয়কেই মানুষের মন জয় করার একমাত্র হাতিয়ার। এক্ষেত্রে আমি অনেকখানি সফলও বটে। বিনয়ের সাথে ছোটকে স্নেহ ও বড়কে সম্মান করার যে শিক্ষা এতিমখানায় পেয়েছিলাম তা আজও ধরে রেখেছি। নম্রতা, ভদ্রতা, সুন্দর আচরণই আমার একমাত্র অবলম্বন।

সব ধর্মকে সম্মান করে নিজ ধর্ম ইসলামের জন্য জীবন ত্যাগেও কুণ্ঠাবোধ করি না। ইসলামের মধ্যে থেকে যারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। মূল্যবোধে আঘাত হানে এমন কিছু বরদাস্ত করি না।

"ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস" নামে একটা অর্গানাইজেশন করেছি যেখানে শিক্ষার্থীদের আর্থিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। যেহেতু কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, তাই ডাকসুকে একটা সম্ভাবনা হিসেবে দেখছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার। এরকমক বেশ কয়েকটি সৃজনশীল, স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত রয়েছি। তারই প্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সকলের দোয়া, সমর্থন আশা করছি।

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলামফ্রান্স প্রতিনিধি:-জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর ভারপ্রাপ্ত...
02/08/2025

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

ফ্রান্স প্রতিনিধি:-
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট জনসংযোগ বিশেষজ্ঞ মো. কামরুল ইসলাম। শনিবার (২ আগস্ট) প্রকাশনা প্রতিষ্ঠান বিজয় বাংলা মিডিয়া লিমিটেড-এর এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণের পরদিন অফিসে সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। পেশাগত জীবনে কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে জনসংযোগ ও এভিয়েশন খাতে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ইউনাইটেড এয়ারওয়েজ এবং জিএমজি এয়ারলাইন্স-এও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা ও যোগাযোগ খাতে তার রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা এবং অবদান।

কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪-৯৫ সালে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)-র জেনারেল সেক্রেটারি (জিএস) ছিলেন। পরে ২০১৯-২১ মেয়াদে সাস্ট ক্লাব লিমিটেড-এর সভাপতির দায়িত্ব পালন করেন।

একাধারে লেখক, কলাম লেখক ও গবেষক কামরুল ইসলাম বিমান ও পর্যটন বিষয়ে রচিত ‘Blackbox’ শীর্ষক বইয়ের লেখক। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে তার লেখা নিয়মিত প্রকাশিত হয়।

তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার, যিনি নিয়মিত টিভি টকশো, সেমিনার এবং যোগাযোগ বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে থাকেন। তাঁর অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ তিনি ‘অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্যা ইয়ার–২০২৪’ সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

ঢাকা পোস্টের সম্পাদনা বিভাগে কামরুল ইসলামের অভিজ্ঞতা, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্টের মায়ের রোগমুক্তি কামনায় প্যারিসে মিলাদ ও দোয়া মাহফিলপ্যারিসে বাংলাদেশি অভিবাসীদের ...
31/07/2025

লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্টের মায়ের রোগমুক্তি কামনায় প্যারিসে মিলাদ ও দোয়া মাহফিল

প্যারিসে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন লিগ্যাল এইড ফ্রান্স-এর প্রেসিডেন্ট আজাদ মিয়া'র মায়ের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায়, প্যারিসের উপকণ্ঠ ম্যারি দ্য অবারভিলিয়ে-তে অবস্থিত লিগ্যাল এইড ফ্রান্সের নিজস্ব হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামে মসজিদ, অভারভিলিয়ে ফ্রান্স-এর খতিব মাওলানা নুরুল ইসলাম। মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আজাদ মিয়ার মায়ের রোগমুক্তি কামনা করা হয়।

দোয়া মাহফিলে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন:
সালেহ আহমেদ চৌধুরী, প্রধান খাদেম, বাংলাদেশ জামে মসজিদ অভারভিলিয়ে,আজহারুল হক মিন্টু, ভাইস প্রেসিডেন্ট, লিগ্যাল এইড ফ্রান্স,আব্দুল মালিক মানিক, সাবেক সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স, শামীম মুহাম্মদ মোল্লাহ, ট্রেজারার, গ্রান্ড মস্ক দু পন্তা
মুফতি হাবিবুর রহমান, সভাপতি, তাফসিরুল কোরআন পরিষদ ফ্রান্স ,মাওলানা জিল্লুর রহমান, মুহতামিম, বাংলাদেশ কমিউনিটি মাদ্রাসা ফ্রান্স
হাফেজ সাইফ, সাংগঠনিক সম্পাদক, তাফসিরুল কোরআন পরিষদ ,তাইজুল ফয়েজ, সভাপতি, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স ,তাজ উদ্দিন, সভাপতি, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স (ফ্রান্স শাখা) ,হাজী কাওছার দুদু, প্রধান উপদেষ্টা, গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ফ্রান্স ,আমিনুর রশিদ লেচু, সভাপতি, হেল্পিং হ্যান্ডস, ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক, তাফসিরুল কোরআন পরিষদ ,জাহিদুল ইসলাম সোহাগ, ডিরেক্টর, লিগ্যাল এইড ফ্রান্স, শাহিনুর রহমান আশরাফ, প্রচার সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স
,সাংবাদিক মামুন মাহিন, নিউজ২৪ প্রতিনিধিও আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা আজাদ মিয়ার মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এমন বন্ধন ও সহানুভূতির চর্চা বজায় রাখার আহ্বান জানান।

ঢাবিতে তালামীযে ইসলামিয়ার সেমিনার অনুষ্ঠিতকারবালার চেতনা যুগে যুগে জুলুমের বিরুদ্ধে প্রেরণা জোগায়-অধ্যাপক ড. সিদ্দিকুর ...
25/07/2025

ঢাবিতে তালামীযে ইসলামিয়ার সেমিনার অনুষ্ঠিত
কারবালার চেতনা যুগে যুগে জুলুমের বিরুদ্ধে প্রেরণা জোগায়
-অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, কারবালার চেতনা যুগে যুগে জুলুমের বিরুদ্ধে আমাদের প্রেরণা জোগায়। আজকে শত শত বছর পর ইমাম হোসাইন (রা.)-কে নিয়ে যে আলোচনা করছি তা প্রমাণ করে যে, বাহ্যিক সব বিজয় প্রকৃত বিজয় নয়; হয়তো আপাতদৃষ্টিতে মনে হয়েছে ইমাম হুসাইন রা. কারবালায় পরাজিত হয়েছেন, কিন্তু তিনি যে আদর্শের জন্য লড়াই করে গেছেন- সেই আদর্শের পরিসমাপ্তি হয়নি। কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং এই চেতনায় উদ্দীপ্ত হয়ে আমাদের অঙ্গিকার হোক, আমরা নি‌জেরা অন‌্যায় করব‌ো না, বরং যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করবো।

২৫ জুলাই ২০২৫, শুক্রবার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে "কারবালা: আহলে বায়তের ত্যাগ ও শিক্ষা" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের "সিরাজুল ইসলাম লেকচার হলে" অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, সহযোগী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক মাহদী হাসান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. হারুন মিয়া এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল্লাহ যোবায়ের।

তালামীযে ইসলামিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আফরাজ আল মাহমুদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আহমদ রায়হান ফারহি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত।

এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহসিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত ইকরাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান আল হাসান, সহ প্রচার সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক শামসুল আরেফিন সাহান, অফিস সম্পাদক খন্দকার মাঈন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদ্বওয়ান আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোফাজ্জল রহমান, সদস্য- আবু ইসহাক মোহাম্মদ গুলশান, আহমদ ইশতিয়াক তানভীর, সিদ্দিকুর রহমান প্রমুখ।

সাংবাদিকদের সুরক্ষায় ৭ দফা প্রস্তাবনা প্যারিসে  ফ্রান্স প্রতিনিধি: সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে...
24/07/2025

সাংবাদিকদের সুরক্ষায় ৭ দফা প্রস্তাবনা প্যারিসে

ফ্রান্স প্রতিনিধি:
সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে ৭ দফা প্রস্তাবনা পেশ করেছে ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা গতকাল বুধবার (২৩ জুলাই ২০২৫) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্যারিসের এক অভিজাত হলে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হক। প্রধান অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন-শাহ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা অটো ইকুলের পরিচালক হোসেন সালাম রহমান, মানবাধিকার নেতা সেলিম আহমদ ও জবরুল ইসলাম। সাংবাদিকদের সুরক্ষা বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, নিউজ টুয়েন্টিফোরের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম, আমাদের কথার সম্পাদক লুৎফুর রহমান বাবু, মতামত পত্রিকার সম্পাদক মারুফ চৌধুরী অমিত, ফ্রান্স বিডি নিউজ ২৪-এর সম্পাদক সাইফুল ইসলাম রনি ও অনলাইন লেখক রনি হাসান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিবিসি নিউজ ও চ্যানেল এস-এর ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, ফ্রান্স টি বি এন পত্রিকার সম্পাদক সাবুল আহমদ, মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম সম্পাদক শাহেদ আহমেদ,ফ্রান্স কমিউনিটি নেতা মওদুদ আহমদ,খন্দকার খলিলুর রহমান, বুরহান উদ্দিন, শিহাব উদ্দিন, মানবাধিকার কর্মী তাওহীদ আহমেদ, সিরাজ উদ্দিন, আমিনুর রহমান, মাসুম আহমদ,সহবিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

সভায় কোরআন তেলাওয়াত করেন কারী আমিনুল ইসলাম এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নুরুল আমিন, জারিফ আহমদ ও তারেক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ সম্পাদক আহমদ লুবেদ।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদ ও সম্প্রতি ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

৭ দফা প্রস্তাবনা

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে যে প্রস্তাবনা গৃহীত হয় তা হলো—
১. সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন ও কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন।
২. সাংবাদিকদের ওপর হামলা-নিপীড়নের ঘটনার তাৎক্ষণিক তদন্ত ও বিচার।
৩. সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
৪. রিপোর্টিংয়ে রাজনৈতিক ও সরকারি প্রভাব বন্ধ।
৫. সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে তদন্তের আগে গ্রেপ্তার না করা।
৬. রাজধানীসহ মফস্বল ও প্রবাসী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
৭. বাকস্বাধীনতা ক্ষুণ্ণকারী কোনো আইন প্রণয়ন না করা।

প্রধান অতিথি সাত্তার আলী সুমন বলেন, “আমরা চাই মুক্ত, স্বচ্ছ ও সাহসী সাংবাদিকতা, যা সমাজ বদলে দিতে পারে। দেশে ও প্রবাসে সাংবাদিকরা এখনো হুমকি, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন—এটি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

তিনি আরও বলেন, “সাগর-রুনির মতো মেধাবী সাংবাদিকের হত্যাকাণ্ড বিচারহীনতায় রয়ে গেছে, যা আমাদের বিবেককে নাড়িয়ে দেয়। একইভাবে ২৬৬ জন সাংবাদিক হত্যা মামলার আসামি হয়েছেন—তাদের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

সভা থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা কামনা করা হয়।

সাংবাদিকদের সুরক্ষায় ৭ দফা প্রস্তাবনা প্যারিসেআয়োজনে : ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স।মোড়ক উন্মোচন  ও আলোচনা সভায় প্রধান...
24/07/2025

সাংবাদিকদের সুরক্ষায় ৭ দফা প্রস্তাবনা প্যারিসে

আয়োজনে : ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্স।

মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন-শাহ আলম,
প্যানেল আলোচক ছিলেন ফ্রান্সের সাংবাদিক নেতৃবৃন্দ।

প্যারিস ২৩/০৭/২০২৫।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when জালালাবাদ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category