
02/08/2025
ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম
ফ্রান্স প্রতিনিধি:-
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট জনসংযোগ বিশেষজ্ঞ মো. কামরুল ইসলাম। শনিবার (২ আগস্ট) প্রকাশনা প্রতিষ্ঠান বিজয় বাংলা মিডিয়া লিমিটেড-এর এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পরদিন অফিসে সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। পেশাগত জীবনে কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে জনসংযোগ ও এভিয়েশন খাতে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ইউনাইটেড এয়ারওয়েজ এবং জিএমজি এয়ারলাইন্স-এও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা ও যোগাযোগ খাতে তার রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা এবং অবদান।
কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪-৯৫ সালে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)-র জেনারেল সেক্রেটারি (জিএস) ছিলেন। পরে ২০১৯-২১ মেয়াদে সাস্ট ক্লাব লিমিটেড-এর সভাপতির দায়িত্ব পালন করেন।
একাধারে লেখক, কলাম লেখক ও গবেষক কামরুল ইসলাম বিমান ও পর্যটন বিষয়ে রচিত ‘Blackbox’ শীর্ষক বইয়ের লেখক। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে তার লেখা নিয়মিত প্রকাশিত হয়।
তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার, যিনি নিয়মিত টিভি টকশো, সেমিনার এবং যোগাযোগ বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে থাকেন। তাঁর অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ তিনি ‘অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্যা ইয়ার–২০২৪’ সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
ঢাকা পোস্টের সম্পাদনা বিভাগে কামরুল ইসলামের অভিজ্ঞতা, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।