Nazim Buzz

Nazim Buzz হাসতে পারো??

“হাসিনা আর যাই করুক, দেশের জন্য অনেক কাজ করেছে” বলা পাবলিকগুলার জন্য একটা তথ্য: বাংলাদেশের বর্তমান ঋণ ৯৯.৩ বিলিয়ন মার্কি...
09/08/2024

“হাসিনা আর যাই করুক, দেশের জন্য অনেক কাজ করেছে” বলা পাবলিকগুলার জন্য একটা তথ্য:

বাংলাদেশের বর্তমান ঋণ ৯৯.৩ বিলিয়ন মার্কিন ডলার, আর গত ১৬ বছরে পাচার হইছে ৯৪ বিলিয়ন মার্কিন ডলার।
যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে আসে ১১ লক্ষ কোটি টাকা (+-)।

এ টাকা দিয়ে খুব বেশি না ৫৭ টা মেট্রোরেল আর ২৬ টা পদ্মাসেতু করা যেত আরকি 🥱

16/07/2024

কথা পরিষ্কার।
কোন সুস্থ মস্তিষ্কের বৈধ সন্তান ছাত্রলীগ করতে পারে না।

26/11/2023

রেজাল্ট অবশ্যই একটা প্রায়রিটি তবে তা ব্যাক্তি কে ছাপিয়ে নয়।

অন্যান্য ১০টা কাজের মতো এটাও একটা কাজ। ভালো হলে ভালো, না হলেও আহামরি দোষের কিছু নেই যদি আপনি আপনার গন্তব্য বুঝে সঠিক ভাবে এগিয়ে যেতে পারেন।

এইচএসসি পরিক্ষায় আমি জিপিএ 4 পেয়েছিলাম। তার মানে এই না যে তখন যারা 5 পেয়েছিল তারা আমার চেয়ে সফল হয়েছে কিংবা এমনও না যে যারা 3 পেয়েছিল তাদের চেয়ে আমি সফল হয়েছি।

অসংখ্য জিপিএ 5 পাওয়া ছেলেমেয়েদের দেখেছি ১৫হাজার টাকার চাকরি করতে যেয়েও ইন্টারভিউ বোর্ড থেকে ছিটকে পড়েছে আবার ইন্টারে ফেইল করা অনেকেই এখন ব্যাবসা করে কয়েক লক্ষ টাকা মাসে সফলভাবে আয় করছে।

সঠিক গন্তব্য ঠিক করে একবার যদি স্বিদ্ধান্ত নিয়ে নেন যে আপনি শেষ দেখে ছাড়বেন, বিশ্বাস করেন আপনাকে আটকে রাখার সাধ্য কারো নেই।❤️

26/11/2023

আস্সালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আজকে একটি বিষয় আপনারা আমাদের ফেসবুক পেজের কমেন্টে শেয়ার করবেন। সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত যারা যারা অত্র বিদ্যালয় থেকে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে দেশের ও দেশের বাইরে অনেকেই বিভিন্ন কর্মে নিয়োজিত আছেন। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা কে কোন কাজে বা কোন ডিপার্টমেন্টে কাজ করছি ও কে কোন দেশে অবস্থানরত এবং কততম ব্যাচ উল্লেখ করে সকলের তথ্য আজকে সবাই কমেন্টের মধ্যে শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারব। এছাড়াও দেখা যাবে একই ব্যাচের একজনের সাথে আরেকজনের কোন যোগাযোগ নাই, কিন্তু কমেন্টের মাধ্যমে যোগাযোগও হতে পারে। সবার সাথে পেজটি শেয়ার করে সকলকে কমেন্ট করার জন্য সুযোগ করে দিন। সকলকে ধন্যবাদ।

03/10/2023

বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম। গতানুগতিক ধারা পরিবর্তন করে দক্ষতাভিত্তিক এবং বিভিন্ন উন্নত দেশের সঙ্গে মিল রেখে কর্মসংস্থানমুখী শিক্ষাক্রম তৈরি করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সত্যি ছবিটা দেখার পর নিজের প্রতি কোনো অভিযোগ নেই.. 🥲🙂
23/09/2023

সত্যি ছবিটা দেখার পর নিজের প্রতি কোনো অভিযোগ নেই.. 🥲🙂

17/09/2023

_ দিন কত ঘন্টা পড়াশোনা করছ...?

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazim Buzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazim Buzz:

Share

Category