22/05/2025
"রাতটা ছিল ১৭ এপ্রিল, ২০১২…
সেই রাতেই নিখোঁজ হলেন সিলেটের এক সাহসী সন্তান—এম ইলিয়াস আলী।
আজও তাঁর মা পথ চেয়ে থাকেন…
স্ত্রী’র চোখে ঘুম নেই…
সন্তানরা বড় হয়ে গেছে, কিন্তু বাবার মুখ আজও ছবি থেকেই দেখে।
আমরা কি সবাই ভুলে গেছি?
নাকি অভ্যস্ত হয়ে গেছি অন্যায়ের সাথে বাঁচতে?
ইলিয়াস আলী ফিরে আসেননি,
কিন্তু তাঁর সাহস আমাদের রক্তে রয়ে গেছে।
এই অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে,
কাল হয়তো হারিয়ে যাবো আমরা সবাই…
ইলিয়াস আলী নিখোঁজ নেই—তিনি আছেন প্রতিটি প্রতিবাদী হৃদয়ে।
তাকে ফিরিয়ে আনা শুধু রাজনৈতিক দাবি নয়,
এটা মানবতার দায়।
#সাহসেরনেতা_ইলিয়াস"