03/07/2025
মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে, যখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। কান্না চেপে রাখতে রাখতে চোখের কোণটা ভিজে যায়, অথচ মুখে হাসি ধরে রাখতেই হয়-কারণ সবাই ভাবে তুৃমি ঠিক আছো। বলা যায় না কিছুই, বোঝানো যায় না কষ্টটা।
কারণ কেউ শুনতে চায় না, কেউ বোঝার চেষ্টাও করে না। সবাই শুধু দেখে তুমি কতটা শক্ত, অথচ কেউ জানে না সেই শক্ত হয়ে থাকার পেছনে কতটা ভাঙা পড়ে থাকতে হয় প্রতিদিন।
কিছু অনুভূতি আছে-যা শব্দে বলা যায় না, শুধু অনুভব করা যায় নিঃশব্দে।
©️