অনুভূতির দেয়াল

অনুভূতির দেয়াল অন্তর আত্নার সন্ধানে _❤️
অনুভূতির দেয়ালে সাজিয়াছি অসীম স্বপ্নের ভূবন ।

অবিচল স্থির দরিয়াও যে মাঝে মাঝে প্রবল ভাবে উত্তাল হয়ে উঠে । আর এ তো মানুষের_মন !

মাঝে মাঝে তুমি নামক ঝড়ে একটু তো উথান-পতন হতেই পারে ।

03/07/2025

মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে, যখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। কান্না চেপে রাখতে রাখতে চোখের কোণটা ভিজে যায়, অথচ মুখে হাসি ধরে রাখতেই হয়-কারণ সবাই ভাবে তুৃমি ঠিক আছো। বলা যায় না কিছুই, বোঝানো যায় না কষ্টটা।
কারণ কেউ শুনতে চায় না, কেউ বোঝার চেষ্টাও করে না। সবাই শুধু দেখে তুমি কতটা শক্ত, অথচ কেউ জানে না সেই শক্ত হয়ে থাকার পেছনে কতটা ভাঙা পড়ে থাকতে হয় প্রতিদিন।

কিছু অনুভূতি আছে-যা শব্দে বলা যায় না, শুধু অনুভব করা যায় নিঃশব্দে।
©️

The most wonderful story ever told ✨©
24/06/2025

The most wonderful story ever told ✨
©

জেনে নিন!১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  যে কোন শ্রেণীর অধ্যায় এর শিখন ফল জানতে ২. gemini.google...
22/06/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে। যে কোন শ্রেণীর অধ্যায় এর শিখন ফল জানতে
২. gemini.google.com প্রশ্ন তৈরি করতে পারে
৩. school.ai , school ai.com
Math solve bar
৪. Claude.ai
৫. typing.com , typingtest.com , typingtestbangla.com লেখার স্পীড দেখার জন্য
৬.deepseek apps , photomath apps গণিত সমাধান করার জন্য
৭. gamma app power point presentation
৮. Screen stream মোবাইল লেপটপে কানেকশন দেওয়ার জন্য
৯. Geogebra.ai স্থানাংক সমস্যা সমাধান
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. mathway.com ত্রিকোণমিতি সমস্যা সমাধান
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. light shot install লেপটপে screenshot নেওয়ার জন্য
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।

©

19/06/2025

এই সময় টা হয়তো সবটা ফেলে আগাবার ,কিন্তু হয়েও যে উঠছে না..! 😊

Asaduzzaman Jibon 💝✍️
17/06/2025

Asaduzzaman Jibon 💝✍️

- ঈদ মোবারক! 🌸এই ত্যাগের মহোৎসব আমাদের জীবনে বয়ে আনুক — শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত ভালোবাসা।ত্যাগই পবিত্র ঈদুল আযহার প্রক...
06/06/2025

- ঈদ মোবারক! 🌸

এই ত্যাগের মহোৎসব আমাদের জীবনে বয়ে আনুক — শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত ভালোবাসা।

ত্যাগই পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। পশু কোরবানি কেবল প্রতীক; আত্মিক পরিশুদ্ধি, অহংকার ও পাশবিক প্রবৃত্তিকে বিসর্জন দেওয়াই এই ঈদের মূল বার্তা। 🕋

আসুন, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

আল্লাহ্‌ যেন আমাদের কোরবানি কবুল করেন
এবং আমাদের জীবনকে পরিশুদ্ধ করেন তাঁর রহমতে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে-
আপনাদের সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

- ঈদ মোবারক! 🌙🕌🐐

30/05/2025

আমার তো বুকে থাকার লোভ!
একদম বুক ঘেষে, বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকার লোভ।

অভিমানে আমার ভীষণ প্রেম পায়, ঠিক বুকে তুমুল ঝড়ে লণ্ডভণ্ড সব! বুকের সাথে বুক, ঠোঁটের সাথে ঠোঁট মিলেমিশে একাকার হওয়ার বায়না। তবে আমি নই, তুমি। আমি চাই, তুমিই আগে আসো। এসে খুব শক্ত করে জড়িয়ে ধরে চুমু খাও, বুকের সাথে বুক-মাথা মিশিয়ে ধরো। তারপর তো আমি সাড়া দিবো।

অভিমানে আমি চাই আদর। নরম আদর, শীতের কোলাজ সুখে মন আর শরীর নিস্তেজ হয় যেমন, ঠিক তেমন। আমি চাই, অবুঝ শিশুর মতো বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকতে। ঘুম না আসা রাতে, তোমার কাজল চোখে তাকিয়ে নির্ঘুম কাটিয়ে দিতে চাই।

আমার যে বুকে থাকার লোভ!
অভিমানে, হতাশায় বুকের সাথে বুক, বুকের উপর মাথা রাখার লোভ। আমি যে আদর চাই, যে রাতে ভীষণ কান্না পায়, নিজেকে খুব একা লাগে, সেই রাতেই আমার ভীষণ আদর চাই। আদর পেলেই আমার আর কোনো যন্ত্রণা হয় না, কষ্ট লাগে না।

©️

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হব্বাক। ওয়া হুব্বা মান ইয়ুহিব্বুক...
21/05/2025

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হব্বাক। ওয়া হুব্বা মান ইয়ুহিব্বুক।"

অর্থ: হে আমার রব! আমি আপনার নিকট আপনার ভালোবাসা চাই এবং আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই।🤲

☺️
03/02/2025

☺️

Address

Sylhet

Telephone

+8801971741117

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতির দেয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুভূতির দেয়াল:

Share