30/05/2025
আমার তো বুকে থাকার লোভ!
একদম বুক ঘেষে, বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকার লোভ।
অভিমানে আমার ভীষণ প্রেম পায়, ঠিক বুকে তুমুল ঝড়ে লণ্ডভণ্ড সব! বুকের সাথে বুক, ঠোঁটের সাথে ঠোঁট মিলেমিশে একাকার হওয়ার বায়না। তবে আমি নই, তুমি। আমি চাই, তুমিই আগে আসো। এসে খুব শক্ত করে জড়িয়ে ধরে চুমু খাও, বুকের সাথে বুক-মাথা মিশিয়ে ধরো। তারপর তো আমি সাড়া দিবো।
অভিমানে আমি চাই আদর। নরম আদর, শীতের কোলাজ সুখে মন আর শরীর নিস্তেজ হয় যেমন, ঠিক তেমন। আমি চাই, অবুঝ শিশুর মতো বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকতে। ঘুম না আসা রাতে, তোমার কাজল চোখে তাকিয়ে নির্ঘুম কাটিয়ে দিতে চাই।
আমার যে বুকে থাকার লোভ!
অভিমানে, হতাশায় বুকের সাথে বুক, বুকের উপর মাথা রাখার লোভ। আমি যে আদর চাই, যে রাতে ভীষণ কান্না পায়, নিজেকে খুব একা লাগে, সেই রাতেই আমার ভীষণ আদর চাই। আদর পেলেই আমার আর কোনো যন্ত্রণা হয় না, কষ্ট লাগে না।
©️