দৈনিক গহরপুর সংবাদ

দৈনিক গহরপুর সংবাদ দৈনিক গহরপুর সংবাদ

প্রবীণ সমাজকর্মী, রাজনীতিক আব্দুল করিম তালুকদার আর নেইবালাগঞ্জ (সিলেট) থেকে মো. জিল্লুর রহমান জিলু : সিলেটের বালাগঞ্জ উপ...
06/08/2025

প্রবীণ সমাজকর্মী, রাজনীতিক আব্দুল করিম তালুকদার আর নেই

বালাগঞ্জ (সিলেট) থেকে মো. জিল্লুর রহমান জিলু : সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের প্রবীণ সমাজকর্মী, শিক্ষানুরাগী, রাজনীতিক আব্দুল করিম তালুকদার আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সোয়া ১২টায় সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় আকস্মিক গুরু’তর অসুস্থ হলে রাত ৯টা নাগাদ তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে সন্তানাদি, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল করিম তালুকদার সরকারি চাকুরি (কাস্টমস কর্মকর্তা) থেকে অবসর গ্রহণের পর নানা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। জীবদ্দশায় তিনি স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন, আমিন।
কপি : মো. জিল্লুর রহমান জিলু Zillur Rahman

📢 দোয়া মাহফিলছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে🟥 গহরপুর ব্লাড ফাইটার্স-এর আয়োজনেএকটি দোয়া ও মোনাজাত মা...
04/08/2025

📢 দোয়া মাহফিল
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে

🟥 গহরপুর ব্লাড ফাইটার্স-এর আয়োজনে
একটি দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হবে—
যেখানে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে
জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের।

🗓️ তারিখ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
🕖 সময়: সন্ধ্যা ৭ ঘটিকা
📍 স্থান: গহরপুর ব্লাড ফাইটার্স কার্যালয়

আপনার উপস্থিতি ও দোয়ার মাধ্যমে
শহীদদের আত্মার মাগফিরাত কামনায়
অংশগ্রহণের জন্য বিনীত আমন্ত্রণ রইল।

কলুমার হুজুর মাওলানা মুজাম্মিল আলী আর নেইহযরত শাহ সুলতান (রহ.) মাদরাসার মুহাদ্দিস, প্রবীণ আলেম মাওলানা মুজাম্মিল আলী (কল...
29/07/2025

কলুমার হুজুর মাওলানা মুজাম্মিল আলী আর নেই

হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসার মুহাদ্দিস, প্রবীণ আলেম মাওলানা মুজাম্মিল আলী (কলুমার হুজুর) আর নেই।
কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মহান আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন, আমিন।

হযরত আল্লামা নূর উদ্দিন গহরপুরী (রহ.) – এক নজরে🔹 পূর্ণ নাম:আল্লামা হযরত মাওলানা নূর উদ্দিন গহরপুরী (রহ.)🔹 জন্মস্থান:গ্রা...
28/07/2025

হযরত আল্লামা নূর উদ্দিন গহরপুরী (রহ.) – এক নজরে

🔹 পূর্ণ নাম:

আল্লামা হযরত মাওলানা নূর উদ্দিন গহরপুরী (রহ.)

🔹 জন্মস্থান:

গ্রাম গহরপুর, থানা বালাগঞ্জ, জেলা সিলেট, বাংলাদেশ।

🔹 উপাধি:

গহরপুরী হুজুর — গ্রামের নাম অনুসারে এই উপাধি পেয়েছেন।

🔹 পরিচিতি:

শায়খুল হাদীস, মুফতি, মুহাদ্দিস

গহরপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা

আধ্যাত্মিক মুরুব্বি ও দার্শনিক চিন্তাবিদ

কওমি মাদ্রাসা অঙ্গনের অন্যতম শ্রদ্ধেয় মুখ।

---

📚 শিক্ষাজীবন

হযরত গহরপুরী হুজুর (রহ.)-এর প্রাথমিক শিক্ষা শুরু হয় নিজ গ্রামের মক্তবে। এরপর তিনি উচ্চতর ইসলামি শিক্ষা গ্রহণ করেন সিলেট ও দেশের অন্যান্য বড় বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে।

সম্ভবত তিনি:

দারুল উলূম হাটহাজারী বা দারুল উলূম দেওবন্দের কোনো শায়খের কাছে পড়েছেন।

হাদীস, তাফসীর, আরবি ভাষা ও সাহিত্য, ফিকহ ইত্যাদিতে দক্ষতা অর্জন করেন।

তিনি ছিলেন একজন আলেমে রাব্বানী—যাঁর এলেম ও আমলের মধ্যে বিস্ময়কর ভারসাম্য ছিল।

---

🏫 জামেয়া ইসলামিয়া গহরপুর

✳️ প্রতিষ্ঠা:

তিনি প্রতিষ্ঠা করেন “জামেয়া ইসলামিয়া গহরপুর” নামক মাদ্রাসা, যা আজ সারা বাংলাদেশে কওমি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান।

✳️ অবদান:

বহু সংখ্যক আলেম, হাফিজ, মুহাদ্দিস এই মাদ্রাসা থেকে বের হয়েছেন।

তিনি অনেক বছর ধরে শায়খুল হাদীস হিসেবে সহীহ বুখারী পড়িয়েছেন।

তাঁর ছাত্রদের মধ্যে অনেকেই আজ দেশের খ্যাতনামা আলেম।

---

🌿 আধ্যাত্মিক জীবন

হযরত নূর উদ্দিন গহরপুরী (রহ.) ছিলেন একজন সত্যিকারের সুফী ও রূহানী নেতা।

তাঁর বৈশিষ্ট্য:

অত্যন্ত বিনয়ী, গম্ভীর ও মার্জিত স্বভাবের মানুষ ছিলেন।

তাওহীদ, তাকওয়া ও ইখলাসে পূর্ণ জীবন যাপন করতেন।

তাঁর কাছে অসংখ্য মানুষ বায়াত গ্রহণ করেন এবং তাসাউফের তালিম গ্রহণ করেন।

তিনি সম্ভবত মাওলানা আশরাফ আলী থানভী বা তাঁর তরীকায় আধ্যাত্মিক পথের খিলাফতপ্রাপ্ত ছিলেন (বিশদ অনুসন্ধান করা যাবে)।

---

📢 বয়ান ও বক্তব্য

হুজুরের বয়ান ছিল:

সহজ ভাষায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো

কুরআন-সুন্নাহভিত্তিক, আকীদায় পরিষ্কার

আত্মশুদ্ধি ও ঈমানী জাগরণে প্রেরণাদায়ী

---

💬 ব্যক্তিত্ব ও চরিত্র

তিনি ছিলেন আত্মপ্রচার থেকে বিরত, নিরহংকারী এক দৃষ্টান্ত।

ন্যায়ের পক্ষে ছিলেন অবিচল, অন্যায়ের বিরুদ্ধে কঠোর।

সারা জীবন সাধারণ জীবনযাপন করেছেন।

---

🕊️ ইন্তেকাল

হযরত নূর উদ্দিন গহরপুরী (রহ.)-এর ইন্তেকালে:

সিলেটসহ বাংলাদেশের কওমি অঙ্গনে গভীর শোক নেমে আসে।

তাঁর জানাযায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল।

তাঁর কবর গহরপুর মাদ্রাসা প্রাঙ্গণেই রয়েছে বলে জানা যায়।

---

📚 তাঁর স্মৃতি ও উত্তরাধিকার

গহরপুর মাদ্রাসা আজও তাঁর আদর্শ ও চিন্তাধারার ধারক।

তাঁর ছাত্ররা আজ দেশের নানা প্রান্তে দ্বীনের খেদমতে নিয়োজিত।

তাঁকে নিয়ে অনেক স্মৃতিচারণ, রচনাও লিখা হয়েছে।

---

✨ শেষ কথা

আল্লামা নূর উদ্দিন গহরপুরী (রহ.) ছিলেন:

> “যাঁর জীবন ছিল দ্বীনের জন্য, যাঁর নিশ্বাসে ছিল আল্লাহর যিকর, আর যাঁর স্মৃতিতে আজও লক্ষ মানুষ অনুপ্রাণিত।”

#দৈনিক_গহরপুর_সংবাদ #গহরপুরী_হুজুর #গহরপুর #বালাগঞ্জ #সিলেট

ব্রেইন টিউ'মার আ'ক্রান্ত জাবিদ আলী আর নেইবালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নিজ গহরপুর গ্রামের ব্রেইন টিউ'মার আ'ক্রা...
15/07/2025

ব্রেইন টিউ'মার আ'ক্রান্ত জাবিদ আলী আর নেই

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নিজ গহরপুর গ্রামের ব্রেইন টিউ'মার আ'ক্রান্ত জাবিদ আলী আর নেই। তিনি আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টায় সিলেট মাউণ্ট এডোরা হাসপাতালে (HDU) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মহান আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন, আমিন।

আহ, অনেক কষ্ট লাগলো ভিডিও দেখে 😭বিত্তবান সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
02/07/2025

আহ, অনেক কষ্ট লাগলো ভিডিও দেখে 😭
বিত্তবান সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😥গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৫ কন্যা সন্তানের পিতার মৃ.ত্যুর সংবাদ পাওয়া গ...
14/06/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😥

গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৫ কন্যা সন্তানের পিতার মৃ.ত্যুর সংবাদ পাওয়া গেছে। মৃ.তের নাম খসরু মিয়া (৫২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৪ জুন) বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি পুকুরে গোসল করতে যান। এসময় পানিতে ডুবে তিনি আকস্মিক মৃত্যু'বরণ করেন।

ঘটনাটি ঘটেছে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামে।
দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Copy : Zillur Rahman

সড়ক দু>র্ঘটনায় আ.হত হাবিবুর রহমান আর নেইগত শনিবার (০৩ মে) বিকালে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের স্থানীয় নশিওরপুর বাজারে ...
05/05/2025

সড়ক দু>র্ঘটনায় আ.হত হাবিবুর রহমান আর নেই

গত শনিবার (০৩ মে) বিকালে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের স্থানীয় নশিওরপুর বাজারে প্রাইভেট কার ও অটোরিকশা (সিএনজি) সংঘ.র্ষে গুরু.তর আ.হত হাবিবুর রহমান আর নেই।

তাঁর গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর।

মহান আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন, আমিন।
া #মৃত্যু

আলহামদুলিল্লাহ ❤️
25/04/2025

আলহামদুলিল্লাহ ❤️

আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী হুজুর (দা.বা.)—এ যুগের এক নিবেদিতপ্রাণ আলেম, যিনি কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে সত্যের প...
20/04/2025

আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী হুজুর (দা.বা.)—এ যুগের এক নিবেদিতপ্রাণ আলেম, যিনি কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে সত্যের পথে আহ্বান করে চলেছেন নিরলসভাবে। তার সুনিপুণ বক্তব্য, প্রজ্ঞাময় দিকনির্দেশনা ও প্রাঞ্জল বয়ান হাজারো হৃদয়ে ইমানের আলো জ্বালিয়েছে।

এই সময়েও যখন অনেকে দুনিয়ামুখী হয়ে পড়েছে, তখন হুজুরের মতো আলেমগণই আমাদের আকিদা, আখলাক ও আমলের দিকে ফেরার পথ দেখাচ্ছেন।

আল্লাহ পাক হুজুরকে সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন এবং উনার ইলমী খেদমতকে কবুল করুন। আমিন।

খাগদিওর ইসলামিয়া মাদ্রাসা এখন থেকে খাগদিওর জামিয়া ইসলামিয়া মাদরাসাদ্বীনি এ প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়া আমাদের প্রার্থনা।Cop...
24/03/2025

খাগদিওর ইসলামিয়া মাদ্রাসা এখন থেকে খাগদিওর জামিয়া ইসলামিয়া মাদরাসা

দ্বীনি এ প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়া আমাদের প্রার্থনা।
Copy : Zillur Rahman

03/02/2025

🔴 বয়ান মাওলানা জালাল উদ্দিন গোবিন্দপুরী

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক গহরপুর সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share