17/10/2025
রিয়াদে আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে মাওলানা ফজলে রাব্বি সাঈদকে সংবর্ধনা
ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ফজলে রাব্বি সাঈদ পবিত্র উমরাহ পালন শেষে রিয়াদে আগমন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ রিয়াদ শাখার উদ্যোগে এক শুভেচ্ছা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রিয়াদে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ মাওলানা ফজলে রাব্বি সাঈদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সভায় সভাপতিত্ব করেন রিয়াদ আল ইসলাহ শাখার সভাপতি মুহাম্মদ ওলীউর রহমান মানিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন তফাদার।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল মালিক জাবের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা বেলাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুশ শহীদ, সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ও আল আমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ক্বারী রায়হান আহমদসহ জহির উদ্দিন, আখতার খাঁন, সাইফ আহমদ, হাফিজ ইমরান আহমদ, শিবলু আহমদ, আলমগীর হুসেন, খালেদ আহমদ প্রমুখ।