
29/12/2024
শুরুটা হয়েছিলো IHT দিয়ে, শেষটা হোক দুনিয়া কাঁপানো সাইন্টিস্ট হয়ে! Welcome to the sky!
MATS-IHT Admission Test Exam দেওয়া,
IHT এর ল্যাব মেডিসিন ডিপার্টমেন্টে চান্স পাওয়া,
পাশ করার পর কিছুদিন ল্যাব মেডিসিনে চাকরী করা দেশের হাসপাতালে,
তারপর BSc করা Biochemistry & Molecular Biology তে,
তারপর সিনিয়র সাইন্টিফিক অফিসার হিসাবে উন্নত দেশে জব করা।
পুরো জার্নিটা কখনোই সহজ ছিলো না। কোনো বড় অর্জন কখনোই সহজে হয় না। ডিপ্লোমা টু পিএইচডি জার্নি সফল হোক। যারা আগ্রহী তাদের জন্য শুভ কামনা।
অভিনন্দন এবং শুভকামনা তাঁর জন্য ❤️
[কোনো কিছুই ছোট নয় ধৈর্য দরে নিজের পদবিকে উন্নত করতে হয়।।অনেকেই অনেক কথা বলবে সবদিকে না শুনে নিজের মতো করে আগাইকে হয়]