Sylhet News24s BD

Sylhet News24s BD লন্ডন থেকে সম্পাদিত অনলাইন সংবাদ মাধ্যম।
Sylhet Er Khobor true and positive news

17/07/2025
আবারও প্রকাশিত হচ্ছে "দৈনিক আমারদেশ পত্রিকা "
22/12/2024

আবারও প্রকাশিত হচ্ছে
"দৈনিক আমারদেশ পত্রিকা "

31/10/2024
বিডিআর দেশের স্বার্থে ভারতের মত দেশের সাথে খন্ড যুদ্ধ করতে পিছ পা হত না।এটাই আগের বিডিআর আর এখনকার বিজিবি'র পার্থক্য।
07/02/2024

বিডিআর দেশের স্বার্থে ভারতের মত দেশের সাথে খন্ড যুদ্ধ করতে পিছ পা হত না।

এটাই আগের বিডিআর আর এখনকার বিজিবি'র পার্থক্য।

সিসিক নির্বাচনে ৩২ নং ওয়ার্ডে  একজন কাউন্সিলর প্রার্থী হয়ে, একজন  জনপ্রতিনিধি ( সাবেক চেয়ারম্যান) হয়ে,  মিডিয়ার সাক্ষাৎক...
19/06/2023

সিসিক নির্বাচনে ৩২ নং ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী হয়ে, একজন জনপ্রতিনিধি
( সাবেক চেয়ারম্যান) হয়ে,
মিডিয়ার সাক্ষাৎকারে
নির্বাচনী এলাকার মানুষ কে কটাক্ষ করা, তাদের শ্রেণির ও পেশা নিয়ে বিদ্রুপ করা, অবহেলা করা
এমনকি
একটা বিশাল ও বৃহত এলাকা সমুহের নাম
ইচ্ছাকৃতভাবে তার নির্বাচনী লিফটে বা প্রচারে না রাখা সহ নানাবিধ কারণে
এলাকাগুলোর একটি বিশাল অংশের মানুষ ও সচেতন সমাজ এই প্রার্থীর উপর
ক্ষিপ্র হয়ে,

তারা প্রশ্ন রেখেছেন যে

ভোটের আগেই এই অবস্থা হলে
নির্বাচনের পর কি হবে?
উনি কি এই সকল এলাকার লোকদের হিসাবে রাখেন না?

তাদের কেউ কেউ বলছেন যে,
তাদের কে নিয়ে এই অপমানের জবাব ভোটের মাধ্যমে জবাব দিবেন।

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বড় আন্তর্জাতিক সম্মান এনেছেন  ুহাম্মদ_ইউনুস। এই মানুষটাকে ৮২ বছর বয়েসে নানাভাবে হেনস্থা করছে স...
08/06/2023

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বড় আন্তর্জাতিক সম্মান এনেছেন ুহাম্মদ_ইউনুস। এই মানুষটাকে ৮২ বছর বয়েসে নানাভাবে হেনস্থা করছে সরকার। এই ভয়াবহ দাবদাহে তাকে শ্রম আদালতের ৫ তলায় যেতে হয়েছে সিড়ি ভেঙ্গে ভেঙ্গে।
এসব কিন্তু ভুলবে না মানুষ কোনদিন!
Dr. Asif Nazrul

এদিকে #মন্ত্রী এর মেয়ে'র জামাইয়ের জন্য বিশাল আয়োজন।
ঠিক বিপরীতে চিত্র।

08/06/2023
স্রষ্টার কাছে শোকর ও দাবী( মিনতি)   আদায়ের  সেরা মাধ্যম।
08/06/2023

স্রষ্টার কাছে
শোকর ও দাবী( মিনতি) আদায়ের সেরা মাধ্যম।

https://m.facebook.com/story.php?story_fbid=813193427038696&id=100050441385351
29/05/2023

https://m.facebook.com/story.php?story_fbid=813193427038696&id=100050441385351

আমাদের নগরী - সিলেট সিটি কর্পোরেশন

সিলেট পৌরসভা গঠিত হয় ১৮৭৮ সালে এবং সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় ২৮ জুলাই ২০০২ সালে। সিলেট সিটি কর্পোরেশনের আয়তন: ২৬.৫০ বর্গ কি:মি: (পুরাতন)। সীমানা: উত্তরে সিলেট সদর উপজেলা, দক্ষিণে দক্ষিণ সুরমা উপজেলা, পূর্বে সিলেট সদর উপজেলা, পশ্চিমে দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলা।

বিগত ৩১, আগষ্ট, ২০২১ ইং তারিখে বাংলাদেশ গেজেট এস, আর, ও নং-২৮৮-আইন/২০২১ দ্বারা সিলেট সদর উপজেলার ০৪টি ইউনিয়ন যথা টুকেরবাজার, খাদিমনগর, খাদিমপাড়া ও টুলটিকর ইউনিয়ন এবং দক্ষিন সুরমা উপজেলার ০৩টি যথা কুচাই, বরইকান্দি ও তেতলী ইউনিয়ন অন্তর্ভূক্ত করে সিলেট সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ করা হয়। ফলে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন পুরাতন এলাকার ২৬.৫০ বর্গ কি:মি: এর সাথে ৫৩.০০ বর্গ কি:মি: বৃদ্ধি পেয়ে সর্বমোট ৭৯.৫০ বর্গ কি:মি: আয়তন দাঁড়ায়। সেই সাথে বর্ধিত ওয়ার্ডসমূহের জনসংখ্যা যোগ হয়ে বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের জনসংখ্যা প্রায় ১০ লক্ষাধিক।

মোট ওয়ার্ড সংখ্যাঃ ৪২

মোট সংরক্ষিত ওয়ার্ড সংখ্যাঃ ১৪

মোট ভোটার সংখ্যাঃ ৩২১৭৩২, পুরুষ ভোটারঃ ১৭১৪৪৪, মহিলা ভোটারঃ ১৫০২৮৮ (উৎসঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৮)

সিলেট সিটি কর্পোরেশন মোট জনসংখ্যাঃ ৪৮৫১৩৮, পুরুষঃ ২৬০৬৫৬ এবং মহিলাঃ ২২৪৪৮২। মুসলিমঃ ৮৭.১৫%, হিন্দুঃ ১২.৬৩%, খ্রিস্টানঃ ০.০৯%, বৌদ্ধঃ ০.০৬%, অন্যান্যঃ ০.০৭% (সূত্রঃ আদমশুমারি রিপোর্ট ২০১১,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)

শিক্ষার হার : ৬৭.৪৬%, পুরুষঃ ৭০.৬২% এবং মহিলাঃ ৬৩.৮০%

(সূত্রঃ পপুলেশন এন্ড হাউজিং সেন্সাস, National Report Volume-03: Urban Area Rport, 2011)

প্রধান নদী: সুরমা।

সিলেটের ইতিহাসঃ সিলেট একটি প্রাচীন জনপদ। চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর ৬৪০ খ্রিষ্টাব্দের ভ্রমণ বিবরণী থেকে এ জেলা সম্পর্কে তথ্য পাওয়া যায়। দশম শতাব্দীতে মহারাজা শ্রীচন্দ্র কর্তৃক উৎকীর্ণ পশ্চিমভাগ তাম্রলিপি থেকে জানা যায় যে, তিনি এ জেলা জয় করেছিলেন। ঐতিহাসিকদের ধারণা সিলেট বা শ্রীহট্ট বহু আগে থেকেই একটি উলেস্নখযোগ্য বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ১৪ শতকে ইয়েমেনের হযরত শাহজালাল (র.) সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরম্ন করেন। তাছাড়া মুঘলদের সাথে যুদ্ধ, নানকার বিদ্রোহ, ভাষা আন্দোলন সর্বোপরি মুক্তিযুদ্ধে এ জেলার অবদান অপরিসীম।

বিখ্যাত মুসলিম পরিব্রাজক আল-বিরম্ননী তাঁর ‘কিতাবুল হিন্দ’ নামক গ্রন্থে সিলেটকে সিলাহট নামে উলেস্ন­খ করেন। বহু প্রাচীনকাল থেকেই এ জেলা শ্রীহট্ট নামে পরিচিত ছিল, হিন্দু পৌরাণিক অনুসারে ‘শ্রী’ অর্থ ‘প্রাচুয’র্ বা ‘সৌন্দর্য’ এবং হসত্ম অর্থ ‘হাত’। যেখানে শ্রী এর হসত্ম পাওয়া গিয়েছিল তাই শ্রীহস্থ, যা কালের বিবর্তনে শ্রীহট্ট নাম ধারণ করেছে। আরো একটি শ্রম্নতি, পাথরকে শীলা বলা হয় এবং পাথরের প্রাচুর্য্যের কারণে এ এলাকাকে সিলেট বলা হয়। সিলেট শব্দের অনুসর্গ সিল মানে শীল এবং উপসর্গ হেট মানে হাট অর্থাৎ বাজার। প্রাচীনকাল হতে এ জেলা পাথর (শীল) ও হাটের (ব্যবসা ও বানিজ্যের) প্রাধান্য ছিল বলে ‘শীল’ ও ‘হাট’ শব্দদ্বয় মিলে সিলেট শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন।

সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়। ১৮৭৪ সাল পর্যন্ত এ জেলা ঢাকা বিভাগের অমত্মর্ভূক্ত ছিল। ঐ বছরই সিলেটকে নবসৃষ্ট আসাম প্রদেশের অমত্মর্ভূক্ত করা হয়। দেশ ভাগের সময় ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে সিলেট জেলা তৎকালীন পূর্ব পাকিসত্মানের অমত্মর্গত হয়। সিলেট জেলা তখন চট্টগ্রাম বিভাগের আওতাধীন ছিল। ১৯৮৩-৮৪ সালে বৃহত্তর সিলেট জেলাকে ৪টি নতুন জেলায় বিভক্ত করা হয় এবং ১৯৯৫ সালের ১ আগস্ট সিলেট বিভাগের সৃষ্টি হয়।

ঔপনিবেশিক আমল থেকেই সিলেট দ্রম্নত বিকাশ লাভ করতে থাকে। ১৮৯৭ সালের ১২ জুনের প্রলয়ংকরী ভূমিকম্পে পুরো শহর ধ্বংস হয়ে গেলেও পরবর্তীতে রেলওয়ে সংযোগসহ রাসত্মাঘাটের ব্যাপক উন্নয়ন হয়। চা বাগানের বিসত্মৃতি এবং ১৯৫০-৬০ দশক থেকে সিলেটের প্রবাসীদের অবদানে এ জেলার উন্নয়ন দ্রম্নত ঘটতে থাকে যা এখনো অব্যাহত আছে।

সিলেট জেলা: আয়তন ৩,৪৯০.৪০ বর্গ কি.মি.। উত্তরে ভারতের খাসিয়া-জৈমিত্ময়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা। বার্ষিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২০ সে., সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬০ সে., বার্ষিক মোট বৃষ্টিপাত ৩৩৩৪ মি.মি.। সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা (৩৫০ কি.মি.), অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা। এ জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর-বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া বিল (১২.৬৫ বর্গ কি.মি.), চাতলা বিল (১১.৮৬ বর্গ কি.মি.) উলেস্নখযোগ্য। সিলেটে সর্বমোট রিজার্ভ ফরেষ্ট ২৩৬.৪২ বর্গকি.মি.। জেলার উত্তর-পূর্ব কোণে ভারতের খাসিয়া ও জৈমিত্ময়া পাহাড়ের অংশ বিশেষ বিদ্যমান। সিলেটে বেশ কিছু ছোট ছোট পাহাড় ও টিলা রয়েছে, যার মধ্যে জৈমত্মাপুর টিলা (৫৪ মিটার), শারি টিলা (৯২ মি.), লালাখাল টিলা (১৩৫ মি.), ঢাকা দক্ষিণের টিলা শ্রেণি (৭৭.৭ মি.) উলেস্নখযোগ্য।

সিলেট (জেলা শহর) ২৭টি ওয়ার্ড ও ২১০টি মহলস্না নিয়ে গঠিত। ঔপনিবেশিক আমলেই সিলেট দ্রম্নত বিকাশ লাভ করেছে। সিলেট পৌরসভার সৃষ্টি ১৮৭৮ সালে। ১৮৯৭ সালের ১২ জুন এক মারাত্মক ভূমিকম্প গোটা শহরটিকে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। পরবর্তীতে ধ্বংসস্ত্তপের ওপর গড়ে উঠে ইউরোপীয় ধাঁচের আরও সুন্দর ও আধুনিক শহর। ১৮৯০ এর দশকের শেষ ভাগে বেশ কিছু রাসত্মাঘাট তৈরি করা হয়। ১৯১২-১৫ সালে আসাম বেঙ্গল রেলওয়ের একটি শাখা সিলেটের সাথে সংযুক্ত হলে দেশের অন্যান্য অংশের সাথে সিলেটের বিচ্ছিন্নতার প্রকৃত অবসান ঘটে। চা শিল্পের কারণে বিশ শতকের প্রথম দিকে সিলেট শহরের গুরম্নত্ব বৃদ্ধি পেতে থাকে। ১৯৫০ ও ১৯৬০ দশকে প্রবাসী সিলেটিদের এবং সিলেট শহর দ্রম্নত নগরায়ণ ঘটতে থাকে এবং বর্তমানে ও তা অব্যাহত রয়েছে।

প্রশাসন: ১৭৮২ সালের ৩ জানুয়ারি সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়। ১৮৭৪ সাল পর্যন্ত সিলেট জেলা ছিল ঢাকা বিভাগের অমর্ত্মভূক্ত। ঐ বছরেরই ১২ সেপ্টেম্বর নবসৃষ্ট আসাম প্রদেশের সাথে সিলেটকে সংযুক্ত করা হয়। ১৯৪৭ এর আগ পর্যন্ত (১৯০৫-১৯১১ পর্যন্ত বঙ্গভঙ্গ সময়ের কালটুকু বাদ দিয়ে) সিলেট আসামের অংশ ছিল। ১৯৪৭ সালে ভারত বিভিক্তির সময় গণভোটের মাধ্যমে সিলেট জেলা তদানীমত্মন পূর্ব পাকিসত্মান এর সাথে সম্পৃক্ত হয়। তখন প্রশাসনিকভাবে সিলেট ছিল চট্টগ্রাম বিভাগের অমর্ত্মভূক্ত। ১৯৮৩-৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠন এর সময় বৃহত্তর সিলেট জেলাকে ০৪ (চার) টি নতুন জেলায় বিভক্ত করা হয়। এই নতুন জেলাগুলো হলো : সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। ১৯৯৫ সালের ১ আগষ্ট সিলেট দেশের ষষ্ঠ বিভাগ হিসেবে মর্যাদা পায় এবং মূলত বৃহত্তর সিলেট জেলার সীমানাই নতুন সিলেট বিভাগের আওতাভূক্ত করা হয়। উপজেলা- ১২, পৌরসভা-৪, ওয়ার্ড-৩৭, মহলস্না-২৩৩, ইউনিয়ন-১০৫, মৌজা-১৬৯৩, গ্রাম-৩২৪৯। উপজেলাসমূহ : বালাগঞ্জ, বিশ্বনাথ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, জৈমত্মাপুর, কানাইঘাট, সিলেট সদর, দক্ষিণ সুরমা ও জকিগঞ্জ।

প্রাচীন নির্দশনাদি ও প্রত্নসম্পদ: জৈমত্মাপুরের প্রসত্মর স্মৃতি, গড়দুয়ার ঢিবি, গায়েবী মসজিদ, হযরত শাহজালাল (র.) ও শাহ্পরাণের (র.) দরগাহ্, আবু তোরাব মসজিদ, নবাবী মসজিদ, আখালিয়ার মুঘল মসজিদ, ঢাকাদক্ষিণ মন্দির, তিন মন্দির।

ঐতিহাসিক ঘটনাবলী: সিলেট একটি প্রাচীন জনপদ। সুলতানী আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ। দশম শতাব্দীতে মহারাজা শ্রীচনদ্রকর্তৃক উৎকীর্ণ পশ্চিমবাগ তাম্রলিপি থেকে জানা যায় যে, তিনি সিলেট জয় করেছিলেন। ঐতিহাসিকদের ধারণা, সিলেট বা শ্রীহট্ট (সমৃদ্ধ হাট) বহু আগে থেকেই একটি বর্ধিষ্ণু বাণিজ্যকেনদ্রহিসেবে বর্তমান ছিল। প্রাচীন শ্রীহট্টে বিপুল হারে বাঙালি অভিবাসন হয়েছিল। ১৪ শতকে ইয়েমেনের সাধক পুরম্নষ হযরত শাহজালাল (র.) সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরম্ন করেন। মোগল যুগে পাঠান বীর খাজা ওসমান সিলেটের স্থানীয় সামমত্মদের সহায়তায় আক্রমণকারী মোগলদের বিরম্নদ্ধে লড়াই করেছিলেন। ১৮৫৭ সালে বিদ্রোহের সময়ে সিলেটে বিদ্রোহীরা ব্রি্রটিশ বেনিয়াদের বিরম্নদ্ধে যুদ্ধ করে ব্যর্থ হয়। নানকার বিদ্রোহ সিলেটের ইতিহাসে একটি গুরম্নত্বপূর্ণ ঘটনা। নানকাররা ছিল জমিদারদের ভূমিদাস। নানাকার বিদ্রোহসহ আরও কয়েকটি বিদ্রোহ সংঘটিত হলে ১৯৫০ সালে এ প্রথা বিলুপ্ত করা হয়।

সিলেট যখন আসামের অংশ ছিল সেই সময়েই, ১৯২৭ সালে সিলেটের রাজনীতিবিদগণ (এম.এল.এ গণ) প্রাদেশিক পরিষদে বাংলায় কথা বলার অধিকার আদায় করেন। পাকিসত্মান সৃষ্টির পর ১৯৪৭ সালে সিলেটের স্থানীয় পত্রিকা আল ইসলাহতে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়।

ভৌগলিক অবস্থানঃ

২৪০ ৩৬’-২৫০১১’ উত্তর অক্ষাংশ হতে ৯১০ ৩৮’-৯২০৩০’ পূর্ব দ্রাঘিমাংশ।

আয়তন ৩,৪৯০.৪০ বর্গ কিমি বা ১৩৪৭.৬৫ বর্গ মাইল।

উত্তরে ভারতের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।

বার্ষিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২০ সেঃ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬০ সেঃ।

বার্ষিক মোট বৃষ্টিপাত ৩৩৩৪ মিঃ মিঃ।

সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা (৩৫০ কিঃ মিঃ), অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা। এ জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর-বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া বিল (১২.৬৫ বর্গ কিমি), চাতলা বিল (১১.৮৬ বর্গ কিমি) উল্লেখযোগ্য।

সিলেটে সর্বমোট রিজার্ভ ফরেষ্ট ২৩৬.৪২ বর্গ কিমি। জেলার উওর-পূর্ব কোণে ভারতের খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়ের অংশ বিশেষ বিদ্যমান।

সিলেটে বেশ কিছু ছোট ছোট পাহাড় ও টিলা রয়েছে, যার মধ্যে জৈন্তাপুর টিলা (৫৪ মিটার), শারি টিলা (৯২ মি), লালাখাল টিলা (১৩৫ মি), ঢাকা দক্ষিণের টিলা শ্রেনী (৭৭.৭ মি) উল্লেখযোগ্য।

©
সূত্র : সিলেট সিটি করপোরেশন ওয়েবসাইট
সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ এপ্রিল ২০২৩

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet News24s BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet News24s BD:

Share