নিরাপদ বাংলা টিভি - Nirapod Bangla Tv

নিরাপদ বাংলা টিভি - Nirapod Bangla Tv আপনার প্রোগ্রামটির লাইভ অথবা প্রতিবেদন তৈরি করাতে চান। আমাদের সাথে যোগাযোগ করুন। মোবাইলঃ 01725912890

 #বালাগঞ্জ থেকে সাফিয়া বেগম নামের ৭ সন্তানের জননী নিখোঁজ!বালাগঞ্জ থেকে ৭ সন্তানের এক জননী নি'খোঁজের সংবাদ পাওয়া গেছে। নি...
30/09/2025

#বালাগঞ্জ থেকে সাফিয়া বেগম নামের ৭ সন্তানের জননী নিখোঁজ!
বালাগঞ্জ থেকে ৭ সন্তানের এক জননী নি'খোঁজের সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ সাফিয়া বেগম (৫৫) বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামের মৃ'ত রাজিব উল্লাহর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাফিয়া বেগম গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল অনুমান ১০টার দিকে বালাগঞ্জ উপজেলা সদরস্থ তার মেয়ের বাসা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে নিজের বাবার বাড়ি যাবার পথে বের হন। এরপর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না।
সাফিয়া বেগমের ছেলে বদরুল আলম জানান, তারা ইতোমধ্যে তাদের সকল আত্মীয়-স্বজন, নিকটজন, সিলেটের বিভিন্ন হাসপাতালসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ-খবর নিয়েছেন। কোথায়ও। তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে বালাগঞ্জ থানায় জিডি করা হয়েছে।
বদরুল আলম তার মায়ের সন্ধান কামনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
মোবাইল নম্বর : 01719897802

24/09/2025

তুমি যে নূরের নবী
নিখিলে ধ্যানেরও ছবি।
তুমি না এলে এ ধরায়, আধারে ডুবোত সবি।

শুভ জন্মদিনমুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।
01/09/2025

শুভ জন্মদিন
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।

⚽️ Rashid Ali Cup 2025 ⚽️Join us for an exciting football showdown on 04-09-2025 at M.A Aziz Indoor Ground, Tajpur!🏆 Mat...
01/09/2025

⚽️ Rashid Ali Cup 2025 ⚽️

Join us for an exciting football showdown on 04-09-2025 at M.A Aziz Indoor Ground, Tajpur!

🏆 Match 1 - 7 PM:
RAJON FC ⚡ MUJIB FC

🏆 Match 2 - 8 PM:
JAHAN FC ⚡ BURHAN FC

📺 Live Broadcast on Nirapod Bangla TV
🎙️ Hosted by Noman Miah
🔴 Live sponsor: Rakel (UK) & Munna (UK)

⚽️ Don’t miss the action! Tune in for a night of thrilling football!

১০ আগস্ট থেকে নিখোঁজ ওসমানীনগরের সুমন মিয়াসিলেট জেলার ওসমানীনগর থানাধীন কাশিকাপন গ্রামের সুমন মিয়া (৩৫) গত ১০ আগস্ট ২০২৫...
14/08/2025

১০ আগস্ট থেকে নিখোঁজ ওসমানীনগরের সুমন মিয়া
সিলেট জেলার ওসমানীনগর থানাধীন কাশিকাপন গ্রামের সুমন মিয়া (৩৫) গত ১০ আগস্ট ২০২৫ ইং তারিখ থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা নিরাপদ বাংলা টিভি - Nirapod Bangla Tv কে জানিয়েছেন, ওই দিন রাত্রে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর তাকে ফিরে পাওয়া যায়নি।

সুমন মিয়া দীর্ঘদিন যাবৎ ওসমানীনগর উপজেলার কাশিকাপন-এ বসবাস করে আসছেন। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের দিন থেকে মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।

সুমনের গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, হালকা গড়নের দেহ।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান বা কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে:

যোগাযোগ: 01741437102

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মোঃ খলিল উদ্দিনের ৮ মাসের শিশু কন্যা আজ সকালে ঘরের বারান্দায় ঘুমানো অবস্থায় ব...
03/08/2025

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মোঃ খলিল উদ্দিনের ৮ মাসের শিশু কন্যা আজ সকালে ঘরের বারান্দায় ঘুমানো অবস্থায় বিষধর সাপে দংশন করে। এ সময় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জানায় এ হাসপাতালে এন্টি ভেনাম নাই। দ্রুত ঝিনাইদহ অথবা যশোর হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেন। এতে শিশুটির মা ও নানী সহ স্বজনদের আত্মচিৎকার হাসপাতাল ভারী হয়ে ওঠে। হাসপাতলে অ্যাম্বুলেন্স না থাকায় ওই শিশুটাকে মোটরসাইকেলে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই উপজেলাতে প্রায়ই মানুষকে সাপে দংশন করছে অথচ হাসপাতালে ভেনাম না থাকায় এলাকাবাসীর ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি, তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচে (বেশিকতাস বনাম আনতালিয়াসপোর) একটি ব্যতিক্রমী ...
12/07/2025

২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি, তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচে (বেশিকতাস বনাম আনতালিয়াসপোর) একটি ব্যতিক্রমী ও মানবিক ঘটনা ঘটেছিল। ম্যাচের ৪ মিনিট ১৭ সেকেন্ডে, যা ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের সময়ের প্রতীক (০৪:১৭ এএম), দর্শকরা হাজার হাজার পুতুল, স্কার্ফ এবং টুপি মাঠে ছুঁড়ে ফেলেন। এই পুতুলগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছিল, যাতে তাদের মনোবল বাড়ে এবং তারা কিছুটা আনন্দ পায়।

এই ঘটনাটি শুধুমাত্র মানবিক সহানুভূতির প্রকাশ ছিল না; এটি একটি রাজনৈতিক প্রতিবাদও ছিল। দর্শকরা সরকারের ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনার সমালোচনা করে "সরকার পদত্যাগ করো" স্লোগান দেন। এই প্রতিবাদ তুরস্কের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করে, এবং কিছু রাজনৈতিক নেতা তাদের ক্লাব সদস্যপদ থেকে পদত্যাগ করেন।

এই ঘটনা ফুটবল স্টেডিয়ামে পুতুল ছুঁড়ে মারার একটি ব্যতিক্রমী উদাহরণ, যেখানে এটি মানবিক সহানুভূতি এবং রাজনৈতিক প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে।

ইরাবতী পান্থশালা🏠ইরাবতী পান্থশালা বাংলাদেশের সিলেট জেলার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন। এ নিদর্শন...
10/07/2025

ইরাবতী পান্থশালা🏠

ইরাবতী পান্থশালা বাংলাদেশের সিলেট জেলার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন। এ নিদর্শনটি সিলেট- জাফলং মহাসড়কে অবস্থিত। এটি জৈন্তিয়া রাজ্যের রাজকুমারী ইরাবতী-র নামে নামকরণ করা হয়, যিনি ছিলেন সে যুগের সাহসী ও প্রজাবৎসলা নারী। রাজকুমারীর আদেশেই এই পান্থশালাটি নির্মিত হয়েছিল, যাতে দূর-দূরান্ত থেকে আগত যাত্রী ও বণিকরা বিশ্রাম নিতে পারেন। এটি ছিল সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ এক সরাইখানা, যেখানে পথচারীরা আহার, বিশ্রাম ও রাত্রীযাপন করতেন।

স্থাপত্যশৈলীতে এটি প্রাচীন জৈন্তিয়া রীতির ছাপ বহন করে, যা ঐ সময়ের সমাজব্যবস্থা ও রাজকীয় অনুগ্রহের প্রতিফলন। পান্থশালাটি শুধু যাত্রীদের আশ্রয়স্থলই ছিল না, বরং স্থানীয়দের মিলনস্থল ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রও ছিল।

বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত তালিকায় আছে এবং স্থানীয় ইতিহাস, পর্যটন ও গবেষণার জন্য এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত। এটি সিলেটের ঐতিহ্যবাহী অতীতের স্মারক।

゚viralシfypシ゚viralシalシ #ইরাবতীপান্থশালা #সিলেট

সেদিন রাতে স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল একটা নিউজ-“আমরাই নাকি জোনাকি পোকা দেখার শেষ প্রজন্ম!”আমার মাথার ভেতর বারবার Gr...
09/07/2025

সেদিন রাতে স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল একটা নিউজ-
“আমরাই নাকি জোনাকি পোকা দেখার শেষ প্রজন্ম!”

আমার মাথার ভেতর বারবার Grave of the Fireflies মুভির সেই বিখ্যাত লাইনটা ঘুরতে শুরু করলো- Why do fireflies have to die so soon?” মনে হলো-- কেউ যেন ধপ করে একটা দরজা বন্ধ করে দিল। আমার শৈশবের গ্রাম বাড়ির সেই মাঠ- বাঁশঝাড়-আঁধার আর বিস্ময়ভরা অদ্ভুত মায়ার জোনাক রাতগুলোর দরজা।

গ্রামের রাত মান্যেই ছিল আমার কাছে জোনাকির জন্য অপেক্ষা।
চাচার সাথে ছুটে যেতাম বাঁশঝাড়ে। আমার কালো চোখে জোনাকির আদুরে সবুজ আলোর প্রতিফলন! মনে হত শত শত তারা নেমে এসেছে মাটিতে। আমার হাতে, গলায়, মুখে... সে কি অপার্থিব সৌন্দর্য। আহারে সৌন্দর্য!

আমি জোনাকি ধরতাম, ভালোবেসে নয়- লাভের আশায়।
আমার নিজের একটা আলো থাকবে, আমার নিজের একটা সৌন্দর্য। আমার ছোট্ট তালুতে তাদের জেলবন্দী করে আঙ্গুলের ফাঁক দিয়ে লুকিয়ে তাদের দেখতাম। সে কি বিস্ময়, সে কি টানটান উত্তেজনা!

আজ যখন শুনি, এটাই নাকি সেই শেষ প্রজন্ম যারা জোনাকি দেখতে পাচ্ছে--আমার কেবলই মনে হতে থাকে, আমার সেই ছোট্টবেলায় তাদের দেয়া বন্দীত্বের জন্যই আজ নিভে যেতে হচ্ছে ওদেরকে। কি এক অদ্ভুত অপরাধবোধ ঘিরে ধরে আমাকে।

আমরা সবাই মিলে একটা গোটা প্রজাতির প্রাণ কেড়ে নিয়েছি; ওদের হারিয়ে যেতে হচ্ছে স্রেফ আমাদের সীমাহীন লোভের কারণে। আমাদের চোখ ধাঁধানো আলো, রেডিয়েশন, আর দূষণ বাঁচতে দিল না এই অদ্ভুত সুন্দর প্রাণটাকে।

আমাদের ছোট্টবেলার মতো ভবিষ্যতে হয়ত আর কোন শিশু গভীর বিস্ময়ে রাতের আঁধারে মাঠে ছুটে যাবে না জোনাকির লোভে।

ওরা জানবে না, কীভাবে নৈঃশব্দ্যে দাঁড়িয়ে থাকতে হয়,
কীভাবে এক পশলা আলোর জন্য বুকটা ধড়ফড় করে উঠতে পারে,
কীভাবে একটা পোকার সৌন্দর্য দেখে মনে হতে পারে- জীবন সুন্দর; এখানেই থেমে থাকুক না!

সেদিন এক রিসোর্টের বারান্দায় চুপচাপ বসেছিলাম অনেকটা সময়। যদি একটাও জোনাকি আজ ভুল করে দেখতে পারি--
মনে হচ্ছিলো, আজ যদি কোথাও একটা জোনাকি এখনো বেঁচে থাকে, এখানে আসে-
আমি তাদের কাছে, আমাদের এই সীমাহীন লোভের জন্য ক্ষমা চাইব--

তোরা বেঁচে থাক। আমাদের এই সীমাহীন লোভের কাছে প্লিজ হেরে যাস না।
আমার ঘরের সব আলো নিভিয়ে দিচ্ছি। যদি আঁধারেই থাকতে হয়, আমি থাকব।
তবু তোরা বেঁচে থাক। হাজার বছর বেঁচে থাক।

আলো হয়ে, বিস্ময় হয়ে, আমাদের এক জীবনের গভীর হাহাকারভরা স্মৃতিগুলোর সাক্ষী হয়ে..

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে- জীবনে কোন দুঃখ চিরস্থায়ী নয়, প্রিয়জন হারানো বেদনা কেটে যায় একদিন।পৃথিবীর সবচেয...
18/06/2025

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে- জীবনে কোন দুঃখ চিরস্থায়ী নয়, প্রিয়জন হারানো বেদনা কেটে যায় একদিন।
পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে- জীবনের কোন সুখই চিরস্থায়ী নয়, ঝুম বৃষ্টিও থেমে যায় মানুষও বদলে যায়।

Address

Tajpur

Alerts

Be the first to know and let us send you an email when নিরাপদ বাংলা টিভি - Nirapod Bangla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিরাপদ বাংলা টিভি - Nirapod Bangla Tv:

Share