17/01/2023
স্কিল টেস্ট
আমার মতো সব স্টুডেন্টরাই অনেক স্বপ্ন নিয়ে প্রজেক্ট মেম্বার হিসেবে যুক্ত হয়েছে। হারবার আইডিতে প্রতিষ্ঠানে।এডমিশন নেওয়ার সময় যখন দেখছি আমি ২০ জনের মধ্যে সুযোগ পেয়েছি তখন থেকেই ভাবতাম প্রজেক্ট মেম্বার হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।তখন আর জানতাম না যে প্রজেক্ট প্রজেক্ট নাম্বার হিসেবে স্কিল টেস্ট দিতে হবে।তখন থেকে ভাবতে লাগতে লাগলাম জেভাবেই হোক আমাকে স্কিল টেস্ট পাস করে প্রজেক্ট মেম্বার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো। তার জন্য আমাদের Rubayed sir একটা গোল মিটিং ক্লাস করে খুব সুন্দর করে বুজিয়ে দিয়েছেন।সেখানে আমাদের কে কিভাবে ক্লাসের হোম ওয়ার্ক জমা দিতে হই তা বুজিয়ে দিয়েছে।আমি কখনো কোন চাকরির জন্য পরিক্ষা বা স্কিল টেস্ট দিতে হই।আজকের ক্লাস করে আমি একটা নতুন অভিজ্ঞতা পেলাম।ধন্যবাদ জানাই স্যার কে।এমন অভিজ্ঞতা শুদু যে এই প্রজেক্ট মেম্বার হিসেবে আমার কাজে আসবে তা না। জিবনে নিজেকে দক্ষ করে গড়ে তুলার জন্য এই ক্লাসটা অনেক। আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো ক্লাসটা করে আমার খুব ভালো লেগেছে। জুদিও আমি একজন ফোন ইউজার তারপরেও আমি সব গুলা ক্লাস করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি।বাকি সব কিছু ঈশ্বরের ইচ্ছে