Tanjid Agro

Tanjid Agro আমি প্রতিনিয়ত গ্রামের চিত্রসহ মজার ভিডিও দিয়ে থাকি

19/11/2024

বিদেশে যাওয়া স্বপ্ন দেখা বন্ধু যখন ট্যুর যায়😂


#কুয়াকাটা_ট্যুর #সমুদ্র #ভিডিও2024

কালো মানুষ 🙂
18/11/2024

কালো মানুষ 🙂

দ্বিতীয় বার কুয়াকাটা সমুদ্রের তীরে এসে।বনের পাশে ক্যাম্পিং করে প্রথম রাত্রিযাপন করতেছি,আলহামদু লিল্লাহ। তাকে ভীষণ মিস কর...
16/11/2024

দ্বিতীয় বার কুয়াকাটা সমুদ্রের তীরে এসে।
বনের পাশে ক্যাম্পিং করে প্রথম রাত্রিযাপন করতেছি,আলহামদু লিল্লাহ।

তাকে ভীষণ মিস করছি এই মুহুর্তে,
সাগরের ঢেউয়ের গর্জন আর বনের নিস্তব্ধতা 😇😿😇

মর্নিং💝আলহামদু-লিল্লাহ আরও একটি সকাল।
14/11/2024

মর্নিং💝
আলহামদু-লিল্লাহ আরও একটি সকাল।

গল্প তো সবার-ই থাকে। কারো টা উপন্যাস আবারকারোটা দীর্ঘ শ্বাঃস।
13/11/2024

গল্প তো সবার-ই থাকে।
কারো টা উপন্যাস আবার
কারোটা দীর্ঘ শ্বাঃস।

এক নাম না জানা মেয়ের বর 😁
12/11/2024

এক নাম না জানা মেয়ের বর 😁

প্রিয়তমা, সাগরের বুকে খুঁজেছি তোমায়,যেনো ঢেউয়ের ছোঁয়ায় দোলা লাগে হৃদয়।সূর্যের আলোয় ভাসে তোমার মুখ,বিরহের সুরে ঝিনুকের দ্...
11/11/2024

প্রিয়তমা, সাগরের বুকে খুঁজেছি তোমায়,
যেনো ঢেউয়ের ছোঁয়ায় দোলা লাগে হৃদয়।
সূর্যের আলোয় ভাসে তোমার মুখ,
বিরহের সুরে ঝিনুকের দ্বীপ হয়ে যায় দুখ।

ঝাউবনের ছায়ায়, লাল কাঁকড়ার চর,
যেনো ছুঁয়ে যায় স্মৃতির আঁচল জড়ো করে স্নিগ্ধ ঘ্রাণ,
লেবুর চরের মিষ্টি সুবাসে ভরে উঠে প্রাণ,
তিন নদীর মোহনার স্রোতে খুঁজে ফিরি তোমার পরাণ।

সুন্দরবনের শেষ সীমায় দাঁড়িয়ে ভাবি,
কেমন হতো যদি তুমি থাকতে পাশে,
শুটকির পল্লীর সেই আঁকা বাঁকা গলি,
তোমার পথে ফিরে আসার প্রতীক্ষা তুলি।

প্রিয়তমা, তুমি প্রেমিকা নও শুধু,
তুমি আমার জীবন, তুমি মরণসুধা,
তাইতো সাগর পাড়ে এসে গানে গানে খুঁজেছি তোমায়,
তুমি হারানো আশা, তুমি অনন্ত ভালোবাসা।

আমার কবরের আগরবাতির গন্ধ তোমাকে ঘুমাতে দিবেনা।
11/11/2024

আমার কবরের আগরবাতির গন্ধ তোমাকে ঘুমাতে দিবেনা।

10/11/2024

বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম স্টেজে গান গাইলাম | স্টেজ পারফরম্যান্স | যাও পাখি বলো তারে।

#কুয়াকাটা_ট্যুর
#যাও_পাখি_বলো_তারে
#ভিডিও2024

ঝিনুক কুড়াই কুয়াকাটার তীরে,সাগরের ডাক শুনি মন ভরে।ঢেউয়ের তালে তালে স্মৃতি গাঁথি,ছবির ফ্রেমে রেখে দিলাম সাথি।
09/11/2024

ঝিনুক কুড়াই কুয়াকাটার তীরে,
সাগরের ডাক শুনি মন ভরে।
ঢেউয়ের তালে তালে স্মৃতি গাঁথি,
ছবির ফ্রেমে রেখে দিলাম সাথি।

চেয়েছিলাম গুরুত্ব তার, পেলাম শুধু দূরত্ব,ভালোবাসা ছিল আশা, হলো কেন এত নির্মমতা?কাছের মানুষ দূরে গেলে হৃদয় কেন কাঁদে?মনে ...
08/11/2024

চেয়েছিলাম গুরুত্ব তার, পেলাম শুধু দূরত্ব,
ভালোবাসা ছিল আশা, হলো কেন এত নির্মমতা?
কাছের মানুষ দূরে গেলে হৃদয় কেন কাঁদে?
মনে হয় যেন তাকে নিয়ে আকাশে উড়ি স্বাধীন মশাল হাতে।

বুকে জমা ছিল ভালোবাসার অনেক শব্দমালা,
সে বুঝলো না কিছুই, কেবলই রাখলো দ্বিধার পালা।
কাছে আসতে চেয়েছিলাম, পেয়েছি অবহেলা,
মনের কথা লুকিয়ে গেল হৃদয়ের আড়ালে।

তাই আজ চাইলাম দূরত্ব, থাকুক সে দূরেই,
মনে হোক সে যেন ঝড়ে উড়ে যাওয়া পাখি হাওয়ায়।
নতুন আলোয় খুঁজে নেবো আমার পথ নতুন,
ফিরে আসবে কি সে? এ ভাবনা আজ অতীতের যতন।

ভালোবাসা যার ছিল ক্ষণিকের খেলা,
সে ফিরলেও কি পাবো শান্তির আলো?

©Motaleb Sarkar Tanjid

Address

Bhuapur Tangail
Tangail
1960

Alerts

Be the first to know and let us send you an email when Tanjid Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanjid Agro:

Share