19/09/2025
🌿 দোয়া
بِسْمِ اللَّهِ، أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহি, আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আযিদু ওয়া উহাযির
অর্থ
“আল্লাহর নামে শুরু করছি।
আমি আল্লাহর মহিমা ও ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাই,
যে কষ্ট আমি অনুভব করছি এবং
যে কষ্টের আশঙ্কা করছি তার অনিষ্ট থেকে।”
📖 ফযিলত:
হাদিসে এসেছে, কেউ যদি ব্যথার জায়গায় হাত রেখে এই দোয়া বারবার পড়ে, আল্লাহর ইচ্ছায় কষ্ট দূর হয়ে যায়। (সহিহ মুসলিম)