11/03/2023
রিভিউ ও আবেগ মেশানো পোস্ট:
ছোটবেলা থেকেই আমার কলম, কোটপিন, কোট, ঘড়ি কিংবা আরো অন্যান্য জিনিসের প্রতি আলাদা ভালোলাগা কাজ করে । এমনও হয়েছে যে আমি এক মডেলের ঘড়ি নষ্ট হবার পর ৪-৫ বারের মত ওই একই মডেলের ঘড়ি কিনেছি । এনালগ ঘড়ি পছন্দ থাকলেও কিছুদিন ধরে স্মার্ট ওয়াচ কেনার আগ্রহ জন্মায় । চাকুরী জীবনের প্রথম বেতনের কিছু অংশ দিয়ে ঘড়ি কিনতে যাই । কিন্ত ঘড়ির নানান দিক বিচার করে কোনো সিদ্ধান্তে আসতে পারছিলাম না । পরবর্তীতে আমার বড় ভাই ভাইয়ের পরামর্শে সব বিবেচনা করে একটা মডেল পছন্দ হয় এবং ভাইয়ের বন্ধুর শোরুম থেকে ঘড়িটি নিই । ভাই এমন-ই একটা মানুষ যে উনি কিছু পছন্দ করে দিলে কেন জানি ওটা ভালো লাগেই আমার কাছে ।
রিভিউ:
১মাসের বেশী সময় ধরে Colmi p28 Plus ঘড়িটি পরছি । ব্যাটারী ব্যাকআপ যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে । ফোন কলিং ফিচারে ব্যাটারী ২-৩ দিন, ব্লুটুথ সিঙ্ক অবস্থায় ব্যাটারী ৫-৬ দিন, স্ট্যান্ডবাই অবস্থায় ব্যাটারী ৭-১০ দিন ব্যাকাপ দেয় । ডিসপ্লে, স্পিকারসহ সবকিছু মিলিয়ে আমার পছন্দের একটা ঘড়ি মিড বাজেটে ।
মূল্য: ***** টাকা (তখন অন্যান্য দোকানে ****** টাকা ছিল)
যাদের আমার মত একটু ট্রাস্ট ইস্যু আছে বা শখের পণ্য মন মত দেখে-বুঝে কিনেন তারা মিরপুর-১০ নাম্বার শাহআলী মার্কেটে ভাই এর দোকান থেকে নিতে পারেন । এটা প্রমোশনাল কিছুই না । আপনি নিজে যেয়ে পণ্যের মূল্য, ভাই এর ব্যাবহার ও পণ্যের মান দেখলেই বুঝবেন যে কেন ভাই আমাকে সাজেস্ট করেছেন আর আমিই-বা আপনাদের করছি ।
কৃতজ্ঞতা ভাই