Robi unique

Robi unique digital creator
(1)

19/03/2023

মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত
• টম আর জেরিতো এখন বার্ধক্যজনিত রোগে ভুগছে।
• মিস্টার বিন এখন ব্যস্ত হলিউড নিয়ে। •সিসিমপুরের ইকরি, সিকু, হালুম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে।
• "ইত্যাদি" তেও আজ রসকস নেই।
• "Boost" কিনলে আজ ব্যাট ফ্রি দেয়না।
• চিপসের প্যাকেটের সাথেও আজ স্টিকার, খেলনা, সৈন্য ফ্রি দেয় না।
• নোকিয়া ফোনের সাপটাও আজ বুড়ো হতে হতে মৃত প্রায়। বাকি রইল কেবল ঈদ --• ঈদেও আজকাল তেমন আর আনন্দ নেই।
• স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব
ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো। আজ বড়ো হয়ে ভাবছি,সেই ছোটবেলা টা যদি আরেকটি বার ফিরে পেতাম।🥺হায়।

Collected

17/03/2023

আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব।
আজ থেকে প্রায় পাঁচ মাস আগে আমার ভাইয়ের ফোন থেকে অন্য এক ব্যক্তি তার শত্রুকে অনেক হুমকি দিয়েছিল। এবং বলেছিল তার সাথে কোনদিন দেখা হলে তাকে মেরে ফেলবে, শুধু তাই না, সে যদি কখনো এদিকে আসে তাহলে তাকে মারধর করবে মেরে ফেলবে এরকম খুব হুমকি দিয়েছিল আর কি। কিন্তু যে ফোনের মাধ্যমে দিয়েছিল সেই ফোনটা ছিল আমার বড় ভাইয়ের। যাকে এরকম হুমকি দেওয়া হয়েছিল ,সে ব্যক্তি ভয় পেয়ে থানার মধ্যে ওই ফোন নাম্বারের উপর মামলা করে। দীর্ঘ পাঁচ মাস হওয়ার পর সেই মামলা একবারে ফুল ভোল্টেজে ঢাকা থেকে রংপুর থানায় আসে ওসির কাছে। তারপর ওসি মামলাটি এসআই এর মাধ্যমে তদন্ত শুরু করে। এখন এসআই লোকেশন ট্র্যাক ফোন নাম্বার ট্র্যাক করে আমার বড় ভাইয়ের নাম ঠিকানা সব পেয়ে যায় আর কি। কিন্তু আমার বড় ভাইয়ের ফোনটা বন্ধ ছিল। আমার সাথে এবং তার স্যারের সাথে মাঝে মাঝে কথা বলা হত, তো উনি এখন আমার নাম্বারটা পাইছি আমার কাছে ফোন দিয়ে বলছি যে আপনি কি এই নাম্বারটা চিনেন? আমি বললাম হ্যাঁ চিনি। তখন উনি বললেন যে উনি কি হয় আপনার আমি ভাবলাম আমার বড় ভাই। তারপর বললেন যে ওনাকে আমার ফোনটা ধরতে বলেন। যাইহোক উনি আমার ভাইয়ের সাথে কথা বলল, কথা বলার পর বুঝতে পারলাম যে সমস্যা, মামলা হইছে। কিন্তু কি হইছে আর কে আমার ভাইয়ের ফোন থেকে এরকম আরেকজনকে হুমকি দিছে এটা আমার ভাই বলতে পারতেছে না। পাঁচ মাস আগের কথা এটা কি মনে রাখা সম্ভব। মামলা করেছে যে ব্যক্তি পরে আমরা জানতে পারলাম উনি আর কেউ না আমাদের পরিচিত এবং আমার মামার বন্ধু আমাদের মামা সম্পর্কে আমরা চিনি। তারপর আমার ভাই ওনার বাড়িতে যায় সেখানে কথাবার্তা হয় এবং দু পক্ষে সমঝোতা হয়। আর আর উনি ভালো করে জানে আমরা এরকম না। বিধায় তিনি মামলাটা উঠায় নেওয়ার চিন্তাভাবনা করছেন এবং উঠায় নিবেন। এতে মনে করেন সারাদিনটা কেন এবং হয়রানি সাথে টাকা গেল১০ হাজার । তবে একটা কথা চিন্তা করেন যদি উনি আমাদের পরিচিত না হতেন তাহলে কি হতো জানেন আমার ভাইকে মামলা করতে হতো যা আমরা আমাদের বাপ দাদার চৌদ্দ পুরুষের এরকম হয় নাই। তাই সবাইকে সতর্ক থাকতে বলতেছি নিজের রেজিস্ট্রেশন করা মোবাইল সিম অন্য কাউকে দেবেন
না। কেউ কথা বলতে চাইলে আপনার সামনে রেখে কথা বলতে দিবেন আড়াল থেকে নয়। সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ।

16/03/2023
09/02/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

এরা কারা যাদেরকে follow দেওয়ার পরেও unfollow করে!!!!!
01/02/2023

এরা কারা যাদেরকে follow দেওয়ার পরেও unfollow করে!!!!!

31/01/2023

Congratulations
200 followers complete

27/01/2023

FOLLOW ME
DONE

25/01/2023

Plz follow me

24/01/2023

Plz FOLLOW ME,
FOLLOW TO FOLLOW.

22/01/2023

দেখুন কিভাবে টাকা তৈরি করা হয়। ভবিষৎ টাকা তৈরি করার পরিকল্পনা।Wow amazing. feature of money. Money is future.

23/12/2022

হাই বন্ধুগণ ,
আমি আপনাদের অনেক কিছু ভালো কনটেন্ট উপহার দিতে চাই ।তাই আপনারা আমাকে ফলো শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।

Hi
23/12/2022

Hi

digital creator

23/12/2022

এক সময় আমি সবার দু চোখের কাটা ছিলাম। কিন্তু এখন আমি সবার দু চোখের মনি, কারণ জানেন, কারণ এখন আমি টাকার মেশিন, এখন বুঝছি , টাকাই সব আমার কারোর কাছে কোন মূল্য নেই।

Address

Tangail

Telephone

+8801773166399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robi unique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robi unique:

Videos

Share