06/01/2025
দেদারসে খেজুরের রস বিক্রি চলছে। এমনকি অনলাইনেও। নিপাহ ভাইরাসে মৃত্যুর হার প্রায় ১০০%। আক্রান্ত হলে বাঁচার উপায় নেই। নেট বা জাল দিয়ে ঢেকে দিলেও বাদুরের লালা কলসির ভিতর পড়তে পারে। বাদুর জাল টানাটানি করে ক্লান্ত হয়ে পড়লে লালার নি:সরণ বেড়ে যায়।
কাজেই ৭০ ডিগ্রির উপরে তাপমাত্রায় ফুটান ছাড়া কোনো অবস্থায় কাঁচা রস খাবেন না।
ধন্যবাদ