বাংলাদেশের খবর

বাংলাদেশের খবর Hello, everyone. Welcome to বাংলাদেশের খবর,
Everyone will be there,

‘ঠিক রাত ১টার আগে ইসরাইলি সামরিক বাহিনী ঘোষণা দেয়, তারা ইরানের ক্ষে'প'ণা'স্ত্র ঘাঁটিগুলিতে হা'ম'লা চালাচ্ছে। চার ঘণ্টা ...
16/06/2025

‘ঠিক রাত ১টার আগে ইসরাইলি সামরিক বাহিনী ঘোষণা দেয়, তারা ইরানের ক্ষে'প'ণা'স্ত্র ঘাঁটিগুলিতে হা'ম'লা চালাচ্ছে। চার ঘণ্টা পর আসে পাল্টা জবাব — যা এই সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লা বলেই মনে হয়েছে। পুরো দেশজুড়ে...’

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2025-06-16/sP1HuCM0

ডিমের হালি ৪০০ টাকা!!শুনে অবাক হয়ে গেলেন তাই না। আসলেই তাই। এক হালি মুরগীর ডিম ৪০০ টাকা, আবার ৬০০ টাকাও বিক্রি হয়। কেউ ব...
15/06/2025

ডিমের হালি ৪০০ টাকা!!

শুনে অবাক হয়ে গেলেন তাই না। আসলেই তাই। এক হালি মুরগীর ডিম ৪০০ টাকা, আবার ৬০০ টাকাও বিক্রি হয়। কেউ বলেন টার্কি পাখি আবার কেউ বলেন টার্কি মুরগী। এই টার্কি মুরগীর এক হালি ডিমের দাম ৪০০ থেকে ৬০০ টাকা। এই মুরগীর মাংস গরু ও খাসির মাংসের দামের মতো। টার্কির মাংস বিক্রি হয় ৬০০ থেকে ৭০০ টাকা কেজি। এত দামের পরেও নারায়ণগঞ্জে এই টার্কি মুরগীর চাহিদা দিন দিন বাড়ছে। টার্কি মুরগীতে মূলত চর্বি কম তাই সাধারণত স্বাস্থ্য সচেতন মানুষ টার্কিকে পছন্দের তালিকায় রাখছেন। অনেকে আবার প্রথমবার টেষ্ট করার জন্য টার্কি মুরগী কিনছেন। কিন্তু টার্কি মুরগী সুস্বাদু হওয়াতে চাহিদা বাড়ছে। আবার অনেকেই টার্কি মুরগী পালন করছেন। টার্কি মুরগীর দাম ও চাহিদা থাকাতে এই ব্যবসায় লাভও বেশি।

বুধবার (৪ জুলাই) বেলা ১২টায় বিবি রোড নূর মসজিদের সামনের ফুটপাতে একজনকে টার্কি মুরগী বিক্রি করতে দেখা যায়। এসময় পথ চলাচলকারী উৎসুক মানুষের ভিড় ছিল লক্ষণীয়। অনেকেই প্রথমবারের মত টার্কি দেখছেন। ভিড় থেকে একটার পর একটা প্রশ্ন আসছে আর তার উত্তর দিচ্ছেন টার্কি বিক্রেতা সাগর। কথা হয় টার্কি মুরগী বিক্রেতা সাগরের সাথে। সাগর প্রেস নারায়ণগঞ্জকে জানান, সে নরসিংদী জেলার বাসিন্দা। গ্রামের বাড়িতে টার্কি পালন করেন। প্রথমবারের মতো তিনি টার্কি পালন করছেন, প্রায় ৩০টি টার্কি রয়েছে তার। অল্প খরচে, কম পরিশ্রমে দেশী মুরগির মত পালন করা যায় এ টার্কি মুরগীগুলোকে। সাগরের দাবি, প্রতিটি টার্কি মুরগীতে তার ১ থেকে দেড় হাজার টাকা লাভ হয়।

শহরের জিমখানা মোড়ে অবস্থিত পাখির খামারের মালিক শাওনও বিক্রি করেন টার্কি পাখি (মুরগী)। তিনি প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘চাহিদা আছে। কম খরচে টার্কি পালন করা যায় তাই অনেকে আগ্রহ করে কিনেন এবং পালন করছেন। টার্কি সাইজ ও জোড়া হিসেবে বিক্রি হয়।

অন্যদিকে একটি বাচ্চা টার্কি কিংবা এক হালি ডিমের দাম ৪০০ টাকা। এক থেকে দেড় কেজির টার্কি ১৮০০ টাকা জোড়া, ২ কেজির এক জোড়া টার্কি ৩ হাজার টাকা, ৪ কেজির একজোড়া টার্কি ৫ হাজার টাকা। শাওন আরো জানান, ‘টার্কি পাখি বছরে গড়ে ৮০ থেকে ১০০টি ডিম দেয়। ৩০ সপ্তাহের মধ্যে টার্কি পাখি ডিম দেয়ার যোগ্য হয়ে ওঠে। টার্কি পাখি বাড়ে খুব দ্রুত। ২০ সপ্তাহে একটি পুরুষ পাখির গড় ওজন হয় ৬ থেকে ৭ কেজি এবং স্ত্রী পাখির ৩ থেকে ৪ কেজি যা বাজারজাত করার উপযোগী।’

রংপুরে শিশু হাসপাতালের সাড়ে ৩১ কোটি টাকার ভবন পড়ে আছে সাড়ে চার বছর..রংপুর শহরের প্রাণকেন্দ্রে প্রায় সাড়ে ৩১ কোটি টাকা ব্...
15/10/2024

রংপুরে শিশু হাসপাতালের সাড়ে ৩১ কোটি টাকার ভবন পড়ে আছে সাড়ে চার বছর..

রংপুর শহরের প্রাণকেন্দ্রে প্রায় সাড়ে ৩১ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যাবিশিষ্ট তিনতলা শিশু হাসপাতাল ভবনটি নির্মাণের পর সাড়ে চার বছর ধরে অলস পড়ে আছে। চিকিৎসকসহ জনবল নিয়োগ না হওয়ায় ২০২০ সালে ভবন নির্মাণের এত বছর পরেও চিকিৎসাসেবা চালু করা সম্ভব হয়নি বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে জানানো হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৫ জুন ৬৫৯ জনবল নিয়োগের প্রস্তাবনা দিয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক আবু হানিফ এই চিঠি পাঠিয়েছিলেন। এ ছাড়া হাসপাতালের পেছনে বছরে ৪৬ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৬৩৮ টাকা ব্যয় হবে বলে প্রস্তাবনায় বলা হয়েছিল।
সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হাসপাতালটি পরিচালনার জন্য ৬৫৯ জনবলের মধ্যে একজন তত্ত্বাবধায়ক, চিকিৎসকসহ প্রথম শ্রেণির কর্মকর্তা ১৮০, নার্সসহ দ্বিতীয় শ্রেণির কর্মচারী ১১৬, তৃতীয় শ্রেণির কর্মচারী ৬৩ ও চতুর্থ শ্রেণির কর্মচারী ৩০০ জন।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শিশু হাসপাতাল ভবনটির ক্যাম্পাস সুনসান ও নিরিবিলি। প্রতিটি কক্ষের ফটকে তালা ঝুলছে। তিনতলা ভবনে ওঠার সিঁড়িসহ সব জায়গায় তালা থাকায় ওপরে ওঠারও কোনো উপায় নেই। সেই সঙ্গে প্রধান ফটকটিও বন্ধ থাকে। ছোট একটি পকেট গেট দিয়ে যাওয়া-আসা করতে হয়।
এদিকে এই হাসপাতাল ভবনের নিচতলায় চলতি বছরের ফেব্রুয়ারি মাত্র তিনটি কক্ষে অস্থায়ীভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন শিশু রোগীর বহির্বিভাগ চালু করা হয়। তবে স্বতন্ত্র এই শিশু হাসপাতালের সঙ্গে কোনো সম্পৃক্ততা ও রোগীদেরও তেমন সাড়া নেই।

হাসপাতাল ভবনের নিচতলায় দেখা গেল, মাত্র তিনটি কক্ষে রংপুর মেডিকেলের আওতাধীন অতিরিক্ত শিশু বহির্বিভাগ করা হয়েছে। শিশু কোলে নিয়ে নামমাত্র বহির্বিভাগে তিনজন মাকে দেখা গেল। দুটি কক্ষের মধ্যে একজন মেডিকেল কর্মকর্তা বসে আছেন। অন্য কক্ষটিতে কেউ নেই।

চিকিৎসা কর্মকর্তা নুরজাহান বিনতে ইসলাম বলেন, শিশু হাসপাতালের সঙ্গে এই শিশু বহির্বিভাগের কোনো সম্পর্ক নেই। জনবল নিয়োগ দিয়ে যন্ত্রপাতি সরবরাহ করে শিশু হাসপাতালটি চালু করা হলে এই অঞ্চলের শিশু রোগীদের জন্য অনেক উপকার হতো।
শিশু বহির্বিভাগের স্বাস্থ্যকর্মী ইমরান আলী বলেন, শিশু হাসর

কলার সুতার মতো অংশটি খেলে যা ঘটবে...বাংলাদেশের খবর : শরীরের জন্য প্রয়োজনীয় পটাশিয়ামের একটি চমৎকার উৎস কলা। তাছাড়া নাস্তা...
14/10/2024

কলার সুতার মতো অংশটি খেলে যা ঘটবে...

বাংলাদেশের খবর : শরীরের জন্য প্রয়োজনীয় পটাশিয়ামের একটি চমৎকার উৎস কলা। তাছাড়া নাস্তার জন্য খুবই ভালো একটি খাবার কলা। তবে এই কলা খাওয়ার সময় একমাত্র বিরক্তির জিনিসটি হচ্ছে, কলায় লেগে থাকা সুতাকৃতির চামড়া। যেটিকে ‘ফ্লোয়েম বান্ডেল’ নামে অভিহত করা হয়ে থাকে। খোসা ছাড়ানোর পর কলায় ফ্লোয়েম বান্ডেল লেগে থাকতে দেখা যায়। যথেষ্ট বিরক্তি সহকারে কলা থেকে এই ফ্লোয়েম বান্ডেল ফেলে দিয়ে তারপর আমরা কলা খেয়ে থাকি।
এই ফ্লোম বান্ডেলগুলো খেতে সুস্বাদু না হলেও, খাওয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ফেলে দিয়ে কলা খাওয়াটা আপনার উচিত হবে না, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউট্রিশন রিসার্চের ভাইস প্রেসিডেন্ট এবং ডোল নিউট্রিশন ইনস্টিটিউটের পরিচালক ড. নিকোলাস ডি গিলিট। হাফিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, যদিও আমরা নির্দিষ্টভাবে ফ্লোয়েম বান্ডেল নিয়ে গবেষণা করিনি, তবে সম্ভবত এর পুষ্টিগুণের মধ্যে পার্থক্য থাকবে। যেহেতু এগুলো একটি নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি। কলার তুলনায় ভিন্ন পুষ্টিগুণ এতে রয়েছে বলে আশা করা যায়।
ফ্লোয়েম টিস্যুর কাজের দিকে তাকিয়েই এর পুষ্টিগুণ সম্পর্কে ধারণা করা যায়। ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের দুই ধরনের পরিবহন টিস্যুর একটি, যা সব উদ্ভিদের মধ্যেই রয়েছে। পুষ্টি এবং অন্যান্য উপাদান পুরো উদ্ভিদে পরিবহন করে এই টিস্যু। কলার মধ্যে ফ্লোয়েম থাকার কারণ হচ্ছে, এটি পুষ্টিগুলো পুরো কলায় ছড়িয়ে দেয়, যা কলার বৃদ্ধিতে ভূমিকা রাখে। পুষ্টির পর্যাপ্ত স্বভাবের জন্য ফ্লোয়েম বান্ডেলগুলো প্রয়োজন। গিলিটের মতামত, কলার ফ্লোয়েম বান্ডেলগুলো সম্পূর্ণরূপে খাওয়া যেতে পারে এবং ফলের মূল অংশ হিসেবে তা পুষ্টিকরভাবে সমৃদ্ধ। এমনকি, সম্ভবত পুরো কলার তুলনায় এর ফ্লোয়েম বান্ডেলে অনেক বেশি ও বিভিন্ন ধরনের ফাইবার রয়েছে। আর যে কোনো ফাইবার মানেই স্বাস্থ্যকর। মানুষের শরীরের জন্য এটি ভিন্ন প্রয়োজনীয় পুষ্টি যোগাবে।
এই ফল বিশেষজ্ঞ আরো বলেন, ‘সাধারণত ফলের সব অংশই পুষ্টিকর। আপেল, নাশপাতি অন্যান্য ফলগুলো খোসা সহ খাওয়া হয়ে থাকে এবং ফ্লোয়েম বান্ডেল তো অবশ্যই চাইলে খোসা সহও কলা খাওয়া যেতে পারে। বেস্বাদ হলেও, এখন পর্যন্ত কোনো এদের ক্ষতিকারক বলে প্রমাণ করা যায়নি।’ সূত্র : ডেইলি মেইল

13/10/2023

Address

Tangail
1980

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশের খবর:

Share