Zahid & Juwel

Zahid & Juwel শুনতে ভালোবাসি
লিখতে ভালবাসি
দেখতে ভালোবাসি

14/06/2025
06/06/2025

কোরবানির পশুর সাথে দূর হয়ে যাক
মনের ভিতর লুকিয়ে থাকা "পশুত্ব"......!!

ঈদ মোবারক...!! 🍂🌙

05/06/2025

সামান্য একটা কথার জন্য?

হ্যাঁ, একটা কথার জন্য ঘর ভে'ঙে যায়,একটা কথা দিয়ে ঘর শুরু হয়,একটা কথায়ও বন্ধুত্ব হয়, শ'ত্রু'তা হয়, একটা কথা হৃদয় জ'খ'ম করে, একটা কথাই আবার ক্ষ'ত সাড়ায়.....🍂

কথা কখনো সামান্য হয় না, কথার আ'ঘা'তে মানুষ ম/ রে, কথার জেরে আয়ু-ও বাড়ে!'

শুভ সকাল...!! 🌻

04/06/2025

মাঝে মাঝে কিছু কথা এতোটাই
খারাপ লাগে যে আমি চুপ হয়ে যাই আর
ভাবতে থাকি আমি এতটাই খারাপ!?😅💔

03/06/2025

তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই,
নেই কিছু আর বলার।
আছে শুধু নিজেকে লুকিয়ে "তোমাকে" মনভরে দেখার...!!😞

03/06/2025

পৃথিবীতে সবচেয়ে ভয়ং'কর অভ্যাস হচ্ছে কোন মানুষের সঙ্গের অভ্যাস। When you get used to of someone's company and suddenly they disappear from your life, it becomes difficult for you to get rid of that habit. The pain gets so extreme that it starts to suffocate you even if you are with hundreds of other people...

31/05/2025

_ আমার না থাকার কোনো ব্যা'থা কখনোই তোমারে স্পর্শ করতে পারেনি, আর পারবেও না।
হয়তো আমার মৃ ত্যুতেও না.! 🖤😅

কি অদ্ভুত এক নে'শা তুমি, না আছে র'ক্তের টান,না তুমি আত্মীয়স্বজন। তারপরও সব কিছুর ঊর্ধ্বে  তোমার ভাবনা কেন.! 🌸❤️
24/05/2025

কি অদ্ভুত এক নে'শা তুমি, না আছে র'ক্তের টান,
না তুমি আত্মীয়স্বজন। তারপরও সব কিছুর ঊর্ধ্বে তোমার ভাবনা কেন.! 🌸❤️

23/05/2025

অবশেষে বুঝলাম, তোমার জীবনে সবচেয়ে বিড়ম্বনার পাত্র আমি! আমি না থাকলেও তোমার সবকিছুই দেদারসে চলে। কোনো কিছুতে তোমার ক্লান্তি নেই, শুধু ক্লান্তি আসে আমার বেলায়! কথা বলতেই যত ক্লান্তি তোমার।

সবকিছুতেই তুমি মনোযোগী, শুধু আমার বেলাতেই যত আগ্রহ ফুরিয়ে আসে তোমার। অবহেলায় ফেলে রাখা অপেক্ষাদের, অনাদরে ফেলে রাখো স্মৃতিদের। তুমি তোমার ভালো বুঝলেও, আমার বেলায় উদাসীন।

তোমার জীবন অযত্নে পড়ে থাকে না।
তুমি অবহেলার যন্ত্রণা বোঝো না। অনুভূতি–আবেগ আর ভালোবাসাকে মূল্যহীন মনে করে, তুমি ভুলে থাকো সব। সবার বেলায় তোমার সময় অফুরন্ত, শুধু আমার বেলাতেই ব্যস্ততা আর বাস্তবতার অজুহাত।

তোমার সব আছে।
শুধু আমি না থাকলে আর এমন কী? তুমি সহজেই ভুলে যাও সম্পর্ক, মানুষের মূল্য, ভালোবাসার কদর। আমি না থাকলেও তোমার সময় অবসরে নেই। তুমি সময় কাটানোর জন্য হাজারটা বিকল্প খুঁজে নাও অনায়াসে।

অবশেষে বুঝলাম, তোমার জীবনে সবচেয়ে অবহেলার শিকার আমি! পৃথিবীর সবকিছুই তোমার কাছে মূল্য পায়, শুধু আমার অনুভূতি আর আমিই পড়ে থাকি অযত্নে, অবহেলায়, অনাদরে, নিঃসঙ্গতায়!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

23/05/2025

অভিমান করতে করতেও একটা সময় মানুষ হাঁপিয়ে ওঠে! যে অভিমান বোঝে না, বোঝার চেষ্টাও করে না, তার কাছে মানুষ প্রকাশ করাটাই একটা সময় পর ঠিকই কমিয়ে দেয়।

অভিমান না ভাঙ্গলে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না। মানুষ অধিকারবোধ থেকেই কারো কাছে প্রত্যাশা রাখে। আর যখন অভিমান, অভিযোগগুলো মুখ থুবড়ে পড়ে থাকে মনের এক কোণে, মানুষ তখন নিজেকে অসহায় মনে করে!

দিনের পর দিন অবহেলা, গুরুত্বহীন হয়ে যাওয়া, কারো কাছে নিজের প্রাপ্য অধিকার এবং সম্মান না পাওয়ার কারণেই যত অভিমানের মেঘ এসে মনের আকাশে ভীড় করে। দু’চোখে বৃষ্টি নামতে নামতে একটা সময় পর মেঘও কেটে যায়। তবুও মনের এক কোণে আক্ষেপ নামক জিনিসটা থেকে যায় আমৃত্যু!

যারা অভিমান বোঝে না, অভিমান ভাঙায় না, এড়িয়ে যায়, গুরুত্ব দেয় না, তাদের কাছে মানুষ কোনোকিছুই প্রকাশ করতে চায় না। ভালোবাসার মতো অভিমানের গভীরতাও অনেক। যারা ভালোবাসা বোঝে, তারা অভিমানও বোঝে। আর যারা অভিমান বোঝে না, তারা ভালোবাসাটাকেও গুরুত্বহীন ভেবে মানুষের বিশ্বাস, অনুভূতি এবং আবেগকে ভ্রূক্ষেপও করে না, খেলা করে।

শুভ রাত্রি....!! 🌺🍂

23/05/2025

যার যায় সে জানে!

23/05/2025

আমি দিলেই দুঃখ তুমি দিলেই ফুল, তাই তো তুমি বাগান বিলাস আর আমি দুঃখ বিলাস,❤️‍🩹

Address

Tangail
1997

Alerts

Be the first to know and let us send you an email when Zahid & Juwel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahid & Juwel:

Share