
11/07/2025
🌿 আমার হারিয়ে যাওয়া কৈশোরের স্মৃতি
‘খারাজোরা’ গাছের গোটা ছিল আমার কৈশোরকালের বন্দুকের গুলি।
বাঁশের আগা কেটে বন্দুক বানাতাম তখন — এটাই ছিল সেই গুলি।
পাশের বাড়ির রবিনের পেছনে কত ঘুরতাম একসময়, এই গুলি এনে দেওয়ার জন্য।
আমি জানি, এটা শুধু আমার স্মৃতি না — অনেকেরই কৈশোরের স্মৃতি। 🌿