19/08/2025
"আমার কলমে যখন আগুন জ্বলে, তখন তোমাদের চোখে ধোঁয়া লাগে,
তাই তো আমার কবিতা শুনে তোমাদের গা জ্বলে পুড়ে ছাই হয়।
আমি লিখি আত্মার জন্য, অনুভূতির জন্য, সময়ের জন্য
আর তোমরা হাসো অকারণে, কারণ ভেতরে তোমাদের শূন্যতা বড় বেশি।
“যারা কলমকে তুচ্ছ করে, তারা ইতিহাসে নাম লেখাতে পারে না
কিন্তু কলমওয়ালারা যুগের পর যুগ বেঁচে থাকে।
তোমরা চাইলে থামাও হাসি, কিন্তু আমার লেখা থামবে না।
কারণ কবিতা কেবল শব্দ নয়-
এটা আমার অস্ত্র আমার প্রতিবাদ, আমার বেঁচে থাকার আরেকটা নাম।
______মোঃসিয়াম আহমেদ✍️