14/09/2025
তুমি চলে যাওয়ার পর, আমার পৃথিবীটা শূন্য হয়ে গিয়েছিল। কিন্তু সেই শূন্যতা আজ আর আমাকে গ্রাস করে না, বরং নতুন সৃষ্টির অনুপ্রেরণা জোগায়। যে কষ্টটা আমাকে ভেঙে দিয়েছিল, আজ সেই কষ্ট থেকেই জন্ম নেয় কবিতা। সিগারেটের ধোঁয়ার সাথে মিশে যায় আমার মনের সব অব্যক্ত কথা। আজ আমি আর দুর্বল নই, তোমার প্রতারণা আমাকে দিয়েছে এক নতুন পরিচয় এক কবি, যার শব্দে মিশে আছে ভাঙা হৃদয়ের সুর।
মোঃসিয়াম আহমেদ