18/07/2025
অন্ধকার নেমে আসলেই যে টাঙ্গাইল একদিন মোহাম্মদপুরে পরিণত হবে সেটা কখনো ভাবি নাই।
এখন রাত হলে টাঙ্গাইলের চিপাচাপা দিয়ে মানুষকে একা যেতে দেখলেই ভাইজানেরা কাছে ডেকে নিয়ে গিয়ে জিগায়, "এলাকায় নতুন নাকি?"
তারপর মোহাম্মদপুরি ট্রিটমেন্ট তো আছেই। দিন যাচ্ছে ভাইজানদের উন্নতি হচ্ছে পকেট ফুলছে। কিন্তু টাঙ্গাইলের প্রশাসনের কোনো উন্নতি হচ্ছে না।
রাতে ধান্দাবাজি
দিনে দুপুরে জায়গায় বেজাগায় চান্দা মাছ ভাজি
প্রশাসন ঘুমায়, আমরা G ম্রা খাই রোজি...