29/09/2025
( I didn’t write it , it’s a copied post)
কোনো একটা অজ্ঞাত কারণে, আমার ফ্রেন্ডলিস্টের বহু মেয়ে, প্রতিদিন, মানে আল্লাহর তিরিশটা দিন - একটা বান্ধা স্ট্যাটাস দিবেই, যার সারাংশ হইলোঃ
"আমার নামে আমার পিছে কথা বইলা তো কিছু করতে পারবা না, আপ্পি। তোমাদের যোগ্যতা নাই তাই আমার পিছে লাগতে আসছো। তোমাদের মতো হেটার্স দুই পয়সার ফকিন্নিদের আমার গোনার টাইম নাই। নিজে অমুক কাজটা পারোনা, আবার অন্য কেউ করলে তার পিছে লাগো।"
এই স্ট্যাটাসগুলার প্রথম কমেন্টঃ কে আবার তোর পিছে লাগলো?
উত্তর হবেঃ Are apu boilo na ase kisu abal lokjon. Chinba na.
দ্বিতীয় কমেন্টঃ কে? নামটা বলা যাবে?
উত্তর হবেঃ Inbox.
তৃতীয় কমেন্টঃ নাম বল, খাইয়া দিমু সেই শালীরে।
উত্তরঃ এদেরকে কিসু করা লাগবে নাহ, যারে নিয়া লিখসি সে বুঝলেই হবে।
চতুর্থ কমেন্টঃ এদেরকে পাত্তা দিওনা তো আপু, এই ধরনের লোকজন লাইফটাকে হেল বানাই দেয়। তুমি তোমার মতো থাকো।
উত্তর হবেঃ (কমেন্টে লাভ রিএক্ট) ❤💕
(২)
আমার আগ্রহের পয়েন্টগুলা হইলোঃ
- প্রতিদিন এদের এতো এতো হেটার তৈরি হয় ঠিক কোন প্রক্রিয়ায়?
- এই হেটাররা তাদের নামে যেসব কথাবার্তা বলে, সেইগুলা তারা ঠিক কোন সিস্টেমে জানতে পারে?
- নাম উল্লেখ না করলে, বা করার সাহস না থাকলে - স্ট্যাটাস দিয়া আসলে কিসের আক্রোশ মেটানো হয়?
- এরা কি শিওর যে ওই হেটার তার ফ্রেন্ডলিস্টে থেকে এই স্ট্যাটাস পড়বে? যদি না পড়ে তাহলে কী হবে?
ফাইনালি,
এতোগুলা আপুর জীবনে এই সেইম ঘটনা প্রত্যেকদিন কী কারণে ঘটতেছে?