M u b a s h i r a

  • Home
  • M u b a s h i r a

M u b a s h i r a “বই পড়া,গাছ লাগানো, ছবি আঁকা বা ফটোগ্রাফি এই সব অভ্যাস অর্জন করা মানে জীবনের প্রায় সমস্ত দুঃখ-কষ্ট থেকে নিজের জন্য আশ্রয় তৈরি করা।” –
(17)

( I didn’t write it , it’s a copied post) কোনো একটা অজ্ঞাত কারণে, আমার ফ্রেন্ডলিস্টের বহু মেয়ে, প্রতিদিন, মানে আল্লাহর ত...
29/09/2025

( I didn’t write it , it’s a copied post)

কোনো একটা অজ্ঞাত কারণে, আমার ফ্রেন্ডলিস্টের বহু মেয়ে, প্রতিদিন, মানে আল্লাহর তিরিশটা দিন - একটা বান্ধা স্ট্যাটাস দিবেই, যার সারাংশ হইলোঃ

"আমার নামে আমার পিছে কথা বইলা তো কিছু করতে পারবা না, আপ্পি। তোমাদের যোগ্যতা নাই তাই আমার পিছে লাগতে আসছো। তোমাদের মতো হেটার্স দুই পয়সার ফকিন্নিদের আমার গোনার টাইম নাই। নিজে অমুক কাজটা পারোনা, আবার অন্য কেউ করলে তার পিছে লাগো।"

এই স্ট্যাটাসগুলার প্রথম কমেন্টঃ কে আবার তোর পিছে লাগলো?

উত্তর হবেঃ Are apu boilo na ase kisu abal lokjon. Chinba na.

দ্বিতীয় কমেন্টঃ কে? নামটা বলা যাবে?

উত্তর হবেঃ Inbox.

তৃতীয় কমেন্টঃ নাম বল, খাইয়া দিমু সেই শালীরে।

উত্তরঃ এদেরকে কিসু করা লাগবে নাহ, যারে নিয়া লিখসি সে বুঝলেই হবে।

চতুর্থ কমেন্টঃ এদেরকে পাত্তা দিওনা তো আপু, এই ধরনের লোকজন লাইফটাকে হেল বানাই দেয়। তুমি তোমার মতো থাকো।

উত্তর হবেঃ (কমেন্টে লাভ রিএক্ট) ❤💕

(২)

আমার আগ্রহের পয়েন্টগুলা হইলোঃ

- প্রতিদিন এদের এতো এতো হেটার তৈরি হয় ঠিক কোন প্রক্রিয়ায়?

- এই হেটাররা তাদের নামে যেসব কথাবার্তা বলে, সেইগুলা তারা ঠিক কোন সিস্টেমে জানতে পারে?

- নাম উল্লেখ না করলে, বা করার সাহস না থাকলে - স্ট্যাটাস দিয়া আসলে কিসের আক্রোশ মেটানো হয়?

- এরা কি শিওর যে ওই হেটার তার ফ্রেন্ডলিস্টে থেকে এই স্ট্যাটাস পড়বে? যদি না পড়ে তাহলে কী হবে?

ফাইনালি,

এতোগুলা আপুর জীবনে এই সেইম ঘটনা প্রত্যেকদিন কী কারণে ঘটতেছে?

প্রতিটি কর্মজীবী মা-ই এক অনন্য প্রেরণা ✨সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ—অফিসের কাজ সামলানো, আবার ঘরে ফিরে সন্তানের জন্য ব্...
23/09/2025

প্রতিটি কর্মজীবী মা-ই এক অনন্য প্রেরণা ✨

সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ—অফিসের কাজ সামলানো, আবার ঘরে ফিরে সন্তানের জন্য ব্যস্ত হয়ে পরা। 👩‍👧 মনটা সারাক্ষণ পরে থাকে বাচ্চার দিকে, তবুও দায়িত্ব আর স্বপ্নের টানে ছাড় দেওয়া যায় না।

অনেকে প্রশ্ন তোলে—
👉 “তাহলে দরকার কী কাজ করার?”
কিন্তু তারা বোঝে না, এই পরিশ্রম কেবল নিজের জন্য নয়—
🌱 সন্তানের ভবিষ্যতের জন্য
🌱 নিজের ক্যারিয়ারের জন্য
🌱 কিংবা কিছু অপূর্ণ স্বপ্ন পূরণের জন্য।

অনেক সময় মনে হয়— “এটা অসম্ভব, একেবারেই অসম্ভব।”
তবুও মায়েরা থেমে যান না। চলতে থাকেন, আর শেষ পর্যন্ত অসম্ভবকেও সম্ভব করে তোলেন। 💪💖

কারণ মা মানেই শক্তি, মা মানেই অদম্য ভালোবাসা। ❤️

চেহারা সুন্দর হউয়া,  কপাল সুন্দর হওয়া অনেক ইম্পর্ট্যান্ট, এটা আগে থেকেই শুনে এসেছি। আমি একটু এড করবো সেটা হচ্ছে চেহারা খ...
09/09/2025

চেহারা সুন্দর হউয়া, কপাল সুন্দর হওয়া অনেক ইম্পর্ট্যান্ট, এটা আগে থেকেই শুনে এসেছি। আমি একটু এড করবো সেটা হচ্ছে চেহারা খারাপ কি সুন্দর তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কার কত বেশি নিজের লাইফকে কন্ট্রোল করার দক্ষতা আছে!
অনেকে আছে অনেক পঁচা চেহারা নিয়েও নিজেকে সঠিকভাবে পরিচালনার জন্য অনেক এগিয়ে গেছে, শুধু ভাগ্যকেই একান্ত দোষারোপ করাটা হয়তো ঠিক না!

আমরা তারই ফল ভোগ করি যে বীজ আমরা বপন করি!
আর সুন্দরী হওয়াটা অনেক ক্ষেত্রেই অপরচুনিটির থেকে বেশি ক্ষতিকরই হয় মেয়েদের জন্য! এখানেও এগেইন সেইসব সুন্দরী মেয়েরাই এগিয়ে থাকে যাদের নিজের সৌন্দর্যকে কাজে লাগাবার মতো দক্ষতা আছে! সৌন্দর্য তার কাছে প্লাস পয়েন্ট এই যা!

দক্ষতা, জ্ঞান, বুদ্ধিমত্তা এগুলোকে রুপ চেহারা দিয়ে মাপা যায় না! তবে এগুলো না থাকলে বা কিভাবে কাজে লাগানো যায় না বুঝলে চেহারা নিয়েও কষ্ট, না নিয়েও কষ্ট! সুন্দর হলাম কি না তার ভ্যালু নেই! তখন যে সুন্দর না সে বলে "আজকে সুন্দর হলে কপাল অন্যরকম হতো!" আর যে সুন্দর সে বলে "কি লাভ হলো এতো সুন্দর হয়ে!"
সংগ্রহকৃত

"Invest in yourself" কথাটা প্রচন্ড রকমের সত্যি। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এর উপরে আর কিচ্ছু নেই।নিজের জন্য খাটুন...
07/09/2025

"Invest in yourself" কথাটা প্রচন্ড রকমের সত্যি। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এর উপরে আর কিচ্ছু নেই।নিজের জন্য খাটুন। নিজেই নিজের ফাস্ট প্রায়োরিটি হোন।

সাধারণত মেয়েদের basic need হলো শাড়ি পড়ে ছবি তোলা।মন খারাপ হলেই মেয়ে মানুষ সেজেগুজে শাড়ি পড়ে ছবি তুলা শুরু করে দেয়। মেয়েদ...
05/09/2025

সাধারণত মেয়েদের basic need হলো শাড়ি পড়ে ছবি তোলা।

মন খারাপ হলেই মেয়ে মানুষ সেজেগুজে শাড়ি পড়ে ছবি তুলা শুরু করে দেয়। মেয়েদের ৫-৬ টা ছবি সুন্দর আসলেই মেয়েরা খুশি হয়ে যায়।

Girls are too simple❤️

না ভাই!সরি বললেই সব সমস্যার সমাধান হয়না। তবে যা যা করলে সমাধান হলেও হতে পারে-১.শাড়ি২.জামদানি শাড়ি৩.মসলিন শাড়ি৪.খুঁতের সু...
31/08/2025

না ভাই!সরি বললেই সব সমস্যার সমাধান হয়না। তবে যা যা করলে সমাধান হলেও হতে পারে-
১.শাড়ি
২.জামদানি শাড়ি
৩.মসলিন শাড়ি
৪.খুঁতের সুতি শাড়ি
৫.জর্জেটের শাড়ি
৬.দোলনচাঁপা
৭.আইসক্রিম
৮.ঘুরাঘুরি, বাইরে খাওয়া।
৯. আর সমস্যা সিরিয়াস হলে শাড়ি+ফুল+ঘুরতে
যাওয়া +বাইরে খাওয়া !

If you want to take care of your loved ones, you must first learn the art of caring♥️♥️উৎসব এর Young "জাহাঙ্গীর" পৃথিবীর...
16/08/2025

If you want to take care of your loved ones, you must first learn the art of caring♥️♥️

উৎসব এর Young "জাহাঙ্গীর" পৃথিবীর লাখ লাখ মানুষের জীবনের প্রতিফলন। এই মানুষগুলোকে মোটাদাগে কোনভাবেই খারাপ মানুষ বলা যায় না,বরং এরা নিজের পরিবার আর কাছের মানুষকে নিয়ে অনেক বেশি কনসার্নড!
কিন্তু,সত্যি কথা হলো,এরা কেউ ই জানে না,খালি কনসার্ন থাকলেই হয় না,সবার আগে নিজের কাছের মানুষদের মনের চাহিদাটা বুঝা লাগে।আপনি তাদের জন্য কী চান সেটা ভাবার চাইতে কোটিগুণ বেশি গুরুত্বপূর্ণ তারা আসলে কীভাবে ভালো থাকতে চায়!

এদেশে হাজারটা জাহাঙ্গীর আছে,যারা নিজের পরিবার ১০ বছর পর ভালো থাকার জন্য কৃপণতা করে টাকা জমায়,কিন্তু বুঝে না সেই কৃপণতা করতে গিয়ে পরিবারের লোকজনই ১০ বছর ধরে সুখী না!সে বুঝে না ছোট ছোট হ্যাপিনেস এর মানে কী!সে বুঝে না মাঝে মাঝে নিজের কাছের মানুষকে ১০ টা মিনিট খুশি রাখতে পারাটা ১০ বছর পরের অনিশ্চিত সুখের চাইতে হাজারগুণ বেশি মূল্যবান।
আর এভাবেই,পৃথিবীতে "জাহাঙ্গীর" রা কখনো সুখী থাকতে পারে না,তাদের কাছের মানুষদের জীবনটাকেও সুন্দর বানাতে পারে না।
সুখ আসলেই একটা চয়েজ,আপনি চাইলে এটাকে ধাক্কা দিয়ে ১০ বছর দূরে ঠেলে দিতে পারেন,কিংবা নিজের ভালোবাসার মানুষদের সাথে এখন ই উপভোগ করতে পারেন!

আমরা মানুষরা আসলে একটা খুঁটি চাই - যেই খুঁটিতে ভর করে আমরা একটা জীবন অনায়াসে পার করে দিতে পারবো। আমরা আবার ভয় ও পাই! এই ...
14/08/2025

আমরা মানুষরা আসলে একটা খুঁটি চাই - যেই খুঁটিতে ভর করে আমরা একটা জীবন অনায়াসে পার করে দিতে পারবো।

আমরা আবার ভয় ও পাই! এই খুঁটি ধরতে গেলে যদি ভেঙে যায়, যদি হালকা বাতাসে নড়বড়ে হয়ে যায়! খুঁটিও তেমন ভয় পায় হয়তো! মানুষটা কি আমাকে বেশি চাপ দিয়ে ধরবে কিনা? আমার সাধ্যের বাইরে ভার দিয়ে আমাকে ভেঙে ফেলবে কিনা!

পথিমধ্যে হঠাৎ হঠাৎ এমন সব মানুষ দেখি যাদের হয়তো দুইজনেই ভঙ্গুর! তবুও কত সুন্দর দুইজন দুইজনের খুঁটি হয়ে পার করে দিচ্ছে তাদের অর্ধজীবন। বলবোনা এতেই সব সুখ। তবুও কষ্ট পেয়ে শূন্যে হাতরানোর চাইতে একটা নিজের মানুষ থাকা বোধহয় ভালো।

-Aug'07,2025

মাঝেমধ্যে জীবন হয়ে যায় পকেটে রাখা ইয়ারফোনের কর্ড। গুছিয়ে রাখলেও বের করার পর দেখবেন কেমন যেন পেঁচিয়ে গিট্টু লেগে বসে আছে!...
13/08/2025

মাঝেমধ্যে জীবন হয়ে যায় পকেটে রাখা ইয়ারফোনের কর্ড। গুছিয়ে রাখলেও বের করার পর দেখবেন কেমন যেন পেঁচিয়ে গিট্টু লেগে বসে আছে! প্রতিবার এই গিট্টু খুলতে গিয়ে যেদিন থেকে হাসতে পারবেন, দুনিয়ার আর কেউ না জানুক, শুধু আপনি জানবেন যে আপনি সফল। 🫶

Just Imagine ...তোমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে ...
12/08/2025

Just Imagine ...

তোমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে বউ উঠো আমি নাস্তা বানিয়েছি খেয়ে আবার ঘুমাও!🙂

11/08/2025

বিয়ের আগে ছেলের ফেসবুক প্রোফাইল চেক করে নেন।
যদি কেও ৩০০ টাকার শাড়ি পড়লেই ওয়াইফ ম্যাটেরিয়াল লিখে পোস্ট দেয় তাহলে কেটে পড়েন।
এ ছেলে বিয়ের পর আপনার জামদানীর দাম শুনলে পিটাবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when M u b a s h i r a posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M u b a s h i r a:

  • Want your business to be the top-listed Media Company?

Share